Home> দেশ
Advertisement

সংশোধনাগারের মধ্যেই নাবালকের আত্মহত্যা!

নাবালক অবস্থাতেই অপরাধে হাতেখড়ি। তাই সংশোধনের জন্য তাকে পাঠানো হয়েছিল সংশোধনাগারে। কিন্তু সংশোধনাগারের মধ্যেই আত্মহত্যা করল সেই নাবালক।

সংশোধনাগারের মধ্যেই নাবালকের আত্মহত্যা!

ওয়েব ডেস্ক : নাবালক অবস্থাতেই অপরাধে হাতেখড়ি। তাই সংশোধনের জন্য তাকে পাঠানো হয়েছিল সংশোধনাগারে। কিন্তু সংশোধনাগারের মধ্যেই আত্মহত্যা করল সেই নাবালক।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের চিতোরগড় জেলায়। জানা গেছে, মৃতের বয়স ১৭ বছর। ওই নাবালকের বিরুদ্ধে লুটপাট ও চুরির অভিযোগ ছিল। ৫ জুলাই তাকে ওই সংশোধনাগারে আনা হয়। এরপর আজ পুলিস তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে ওই নাবালক আত্মহত্যা করল, তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় জুভেনাইল সংশোধনাগারগুলির নিরাপত্তাব্যবস্থা ও পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

Read More