জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়হিম করে দেওয়া দুর্ঘটনা। উৎসবের মধ্যেই মর্মান্তিক মৃত্যু। আন্দন্দের পরিবেশ নিমেষে বদলে গেল বিষাদে। অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কন্যাকুমারীতে। চার্চ উৎসবের প্রস্তুতির সময়ই তড়িদাহত হয়ে একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৪ জন। সেই ঘটনার ভিডিয়ো সামনে আসতেই তা ভাইরাল। ভিডিয়োটি অত্যন্ত শকিং! একসঙ্গে ৪ জন মানুষের একের পর এক বিদ্যুস্পৃষ্ট হয়ে এক জনের উপর একজন পড়ে গেলেন!
তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার এনায়াম পুথেনথুরাইয়ের সেন্ট অ্যান্টোনির চার্চে চলছিল এই চার্চ ফেস্টিভ্যাল। ১০ দিন ব্যাপী উৎসব। নবম দিনের উৎসবের জন্য যখন রথ সাজানো হচ্ছে, তখনই দুর্ঘটনাটি ঘটে। বিজয়ম, মানো, জেস্টেস ও শিবম নামে ৪ যুবক একসঙ্গে তড়িদাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। একটি ধাতব মইয়ের উপর উঠে দাঁড়িয়ে তাঁরা রথ সাজাচ্ছিলেন। আচমকা-ই সেই মই হাইটেনশন তারের সংস্পর্শে চলে আসে। আর তাতেই বিদ্যুস্পৃষ্ট হন ৪ জন। রাস্তা ভেজা থাকায়, ধাতব মই হাই টেনশন তার ছোঁয়া মাত্র বিদ্যুৎবাহী হয়ে ওঠে। আর সঙ্গে সঙ্গে মইয়ের উপর দাঁড়ানো সবাই বিদ্যুস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।
জনৈক স্থানীয়ের ভিডিয়োতে ধরা পড়ে সেই বীভৎস দৃশ্য। (দায়িত্ববান ওয়েবসাইট হিসেবে আমরা সেই ভিডিয়ো পাবলিশ করা থেকে বিরত আছি।) স্থানীয়রা সাহায্যে এগিয়ে এলেও কোনও লাভ হয়নি। ৪ জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মুহূর্তে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। এর আগে ত্রিপুরাতেও রথযাত্রার সময় এরকমই একটি দুর্ঘটনা ঘটেছিল। ত্রিপুরার উনাকোটি জেলায় উলটো রথের দিন রথের চূড়া হাইভোল্টেজ তারের সংস্পর্শে চলে আসে। সেই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশু-সহ ৭ জন প্রাণ হারান। আহত হন আরও ১৬ জন।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
রথের দিন তড়িদাহত হয়ে মৃত্যুর ঘটনা বাংলাদেশের বগুরাতেও একটি ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান ৫ জন। গুরুতর জখম হন ৫০ জনেরও বেশি। এক্ষেত্রেও সেই রাস্তার হাইটেনশন তারের সঙ্গে রথ লেগে যাওয়ার ফলেই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন, Gaziabad: 'গোপনাঙ্গে বোতল...' স্বামী ও বন্ধুদের বিরুদ্ধে মিথ্যে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্ত্রী!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)