Home> দেশ
Advertisement

App Cab Closure | High Court Order: বন্ধ হচ্ছে Ola, Uber, Rapido-র বাইক ট্যাক্সি পরিষেবা! কতটা দুর্ভোগ হতে চলেছে এবার?

App Cab Closure | High Court Order: আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্যজুড়ে বাইক ট্যাক্সি পরিষেবা, বন্ধ করতে হবে সংস্থাগুলিকে। অন্যথায়, সরকারের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, Ola, Uber, Rapido সহ অন্যান্য বাইক ট্যাক্সি পরিষেবা যাতে দ্রুত বন্ধ হয়, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

App Cab Closure | High Court Order: বন্ধ হচ্ছে Ola, Uber, Rapido-র বাইক ট্যাক্সি পরিষেবা! কতটা দুর্ভোগ হতে চলেছে এবার?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্ধ হচ্ছে Ola, Uber, Rapido-র বাইক ট্যাক্সি পরিষেবা! 

তাহলে? একেবারেই পরিষেবা বন্ধ হতে চলেছে Ola, Uber, Rapido-র বাইক-ট্যাক্সি পরিষেবা? নিত্যযাত্রীদের হবে কী? এই ভিড়ের যুগে বাসে-ট্রেনে-ট্রামে রোদ-ঝড়-জল মেখে অফিস যাওয়া থেকে যাঁরা একটু স্বস্তির নিশ্বাস ফেলছিলেন, তাঁদের জন্য সত্যিই দুসংবাদ।  হ্যাঁ, অ্যাপ ক্যাবের যুগে এমন খবর সত্যিই হৃদয়বিদারক। প্রতিদিন কর্মস্থল থেকে বাড়ি, আবার বাড়ি থেকে প্রয়োজনীয় গন্তব্য, সকাল-সন্ধ্যে-দুপুর-রাত্রি অ্যাপ ক্যাব ছাড়া আজকাল যেন ভাবাই যায়না। দুঃসময়ের সঙ্গী এই অ্যাপ ক্যাবগুলি এবার বন্ধ হতে চলেছে। সূত্রের খবর, আগামী 6 সপ্তাহের মধ্যে এই পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (High Court)। এবার কী হবে নিত্যযাত্রীদের?

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

কিন্তু কোথায়? স্বস্তির খবর এটাই যে, এই রাজ্যে নয়।

কর্ণাটক হাইকোর্টের তরফে অ্যাপ-ক্যাব সংস্থাগুলিকে বাইক-ট্যাক্সি পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, ১৯৮৮ সালের মোটর ভেহিক্যালস আইনের 3 নম্বর ধারা অনুযায়ী সরকারের তরফে প্রয়োজনীয় গাইডলাইন জারি না হওয়া পর্যন্ত, রাজ্যে বাইক-ট্যাক্সি চালানো যাবেনা বলেই জানিয়ে দিয়েছে আদালত।

আরও পড়ুন:  স্টেশনে ট্রেনের আওয়াজে ঢাকা পড়ল ক্ষুধার্ত তরুণীর ধর্ষণের আর্তনাদ! যুবকের লালসা তখন...

আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্যজুড়ে বাইক ট্যাক্সি পরিষেবা, বন্ধ করতে হবে সংস্থাগুলিকে। অন্যথায়, সরকারের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, Ola, Uber, Rapido সহ অন্যান্য বাইক ট্যাক্সি পরিষেবা যাতে দ্রুত বন্ধ হয়, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

আরও পড়ুন:  কান্নায় ভেঙে পড়লেন মুসকান! পুরনো প্রেমের ঢেউ বুকে ঝড় তুলল কারাগারের ভিডিয়ো কলে...

হাইকোর্টের বিচারপতির বেঞ্চের তরফে, রাজ্য সরকারকে প্রয়োজনীয় আইন বিধি ও গাইডলাইন তৈরির জন্য 3 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যেভাবেই হোক নির্দিষ্ট আইন ও গাইডলাইন তৈরি করে তবেই রাস্তায় অ্যাপ-ক্যাব সংস্থাগুলিকে পারমিট দেবে সরকার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More