জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ!
ঠিক এটাই হল কর্ণাটকের ২১ বছরের যুবক কার্তিকের। পুলিশ সূত্রে খবর, কার্তিক তাঁর বন্ধু বেঙ্কট রেড্ডি, সুব্রামণি-সহ মোট ছ'বন্ধুর সঙ্গে মদের আসরে বসেছিলেন। আর তখনই বন্ধুদের সঙ্গে কার্তিক ১০ হাজার টাকার বাজি ধরেছিলেন যে, তিনি নিট ৫ বোতল মদ্যপান করে দেখাবেন।
আরও পড়ুন: হিংস্র ধর্ষক! মেয়েকে 'ভোগদখল', জেল থেকে জামিনে বেরিয়েই বদলা নিতে মাকে খুন...
যেমন ভাবা, তেমন কাজ! কার্তিক মদের সঙ্গে জল বা অন্য কোনও তরল না মিশিয়েই পরপর পাঁচ বোতল মদ্যপান করেছিলেন। আর সঙ্গে সঙ্গেই কার্তিক প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কোলার জেলার মুলবাগলের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
কার্তিক এক বছর আগে বিয়ে করেছিলেন এবং তাঁর স্ত্রী মাত্র আট দিন আগে সন্তানের জন্ম দিয়েছেন! নাঙ্গালি থানায় ভেঙ্কট রেড্ডি এবং সুব্রামণি সহ কার্তিকের ওই ছয় বন্ধুর বিরুদ্ধে পুলিস মামলা দায়ের করেছে। ঘটনার তদন্তে নেমে পুলিস দু'জনকে গ্রেফতার করেছে এবং অন্য অভিযুক্তদের খুঁজছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর প্রায় ২ লক্ষ ৬০ হাজার মানুষ মদ্যপানের কারণে মারা যায়! যা বিশ্বব্যাপী মৃত্যুর ৪.৭ শতাংশ। হু এর মতে, মদ্যপানের কোনও নিরাপদ স্তর নেই। তা শনাক্ত করার জন্য, বৈধ বৈজ্ঞানিক প্রমাণের প্রয়োজন হবে যে একটি নির্দিষ্ট স্তরে বা তার নীচে, অ্যালকোহল পানের সঙ্গে সম্পর্কিত অসুস্থতা বা আঘাতের কোনও ঝুঁকি নেই।
হু-এর নতুন বিবৃতিতে স্পষ্ট করে লেখা হয়েছে যে, বর্তমানে উপলব্ধ প্রমাণগুলি মদ্যপানের নিরাপদ স্তরের সীমা নির্দেশ করতে পারেনি, যেখানে অ্যালকোহলের কার্সিনোজেনিক প্রভাব চালু হয়ে মানবদেহে তা প্রকাশ পায়।
২০২৩ সালের এক রিপোর্ট বলছে, এমন কোনও গবেষণাও নেই যা প্রমাণ করবে যে, হৃদরোগ এবং টাইপ টু ডায়াবেটিসের উপর হালকা এবং মাঝারি মদ্যপানের সম্ভাব্য উপকারী প্রভাবগুলি পৃথক সেবনকারীদের জন্য একই স্তরে মদ্যপানের সঙ্গে সম্পর্কিত ক্যানসারের ঝুঁকির চেয়ে বেশি।
আরও পড়ুন: পহেলগাঁওয়ে ধর্ম বেছে গুলি! লজ্জায় ইসলাম ছেড়ে হিন্দু হলেন নেহা খান, এখন তিনি শর্মা..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)