Home> দেশ
Advertisement

Karnataka shocker: রাত কাটানোর ৩০ টাকাও ছিল না, স্ত্রীর জন্য হাসপাতাল চত্বরে ঠান্ডায় কাটিয়ে মৃত্যু স্বামীর

Karnataka shocker: মৃত ওই তরুণের কাছে খাবার টাকা ছিল না। এক ডাক্তার তাকে বাচ্চার দুধ কেনার টাকা দেন

Karnataka shocker: রাত কাটানোর ৩০ টাকাও ছিল না, স্ত্রীর জন্য হাসপাতাল চত্বরে ঠান্ডায় কাটিয়ে মৃত্যু স্বামীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রীর ডেলিভারি হবে। তাকে হাসপাতালে এনেছিলেন স্বামী। রাতে থাকতে হবে হাসপাতালে। তার জন্য ডরমিটরি ভাড়া করতে হবে। আর তার জন্য চাই ৩০ টাকা। সেই টাকা না দিতে পেরে খোলা আকাশের নীচে ঠান্ডাতেই মারা গেলেন স্বামী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহীশূরের একটি হাসপাতালে।

আরও পড়ুন- ক্ষমতা হারিয়ে মা এখন ভারতে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা হাসিনাপুত্র জয়ের

শিবগোপালাইয়া নামে ৩৫ বছরের ওই তরুণ মহীশূরের চেলুভাম্বা হাসপাতালে এনেছিলেন তাঁর সন্তানসম্ভবা স্ত্রীকে। শুক্রবার সিজার করে একটি পুত্র সন্তান হয়। স্ত্রী ও নবজাতককে ছেড়ে যেতে পারেননি শিবগোপালাইয়া। কারণ স্ত্রীকে রাখা হয়েছিল আইসিইউতে। কখন কী দরকার পড়ে। সেই কারণে তাঁকে হাসপাতালেই থাকতে হয়। কিন্তু হাসপাতালের যে ডরমিটরি সেখানে থাকতে হলে চাই রোজ রাতে ৩০ টাকা। সেই টাকা ছিল না শিবগোপালাইয়ার কাছে। ফলে বাধ্য হয়েই ৩ রাত তাকে থাকতে হয় হাসপাতাল চত্বরে। প্রবল সেই ঠান্ডাতেই মৃত্যু হয়ে শিবগোপালাইয়ার। সোমবার হাসপাতাল চত্বরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

শিবগোপালাইয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন আরও এক রোগীর আত্মীয়। সুরেশ নামে সেই যুবক বলেন, খাবার জন্য কোনও টাকাও ছিল না শিবগোপালাইয়ার কাছে। আমরা ওকে খাবার খাইয়েছিলাম। হাসপাতালের এক চিকিত্সক ওকে টাকা দিয়েছিল বাচ্চার দুধ কেনার জন্য। তার কাছে ডরমিটরিতে থাকার টাকা না থাকারই কথা।

মৃত যুবকের স্ত্রী অশ্বথামা এখনও হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তিনি এখনও জানেন না যে তাঁর স্বামী মারা গিয়েছেন। তার পরিবার যেখানে নতুন শিশুকে ঘরে তুলে নেওয়ার পরিকল্পনা করছেন সেখানে তাদের মাথায় পাহাড় ভেঙে পড়ল শিবগোপালাইয়ার মৃত্য়ুতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More