জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সাধারণত শোনা যায় যে পরীক্ষায় ভালো রেজাল্ট (Class 10 Exam Result) করার চাপ দিয়ে থাকেন কোনও কোনও বাবা-মা। কেউ আবার পাস করাতেই সন্তুষ্ট। তবে ছেলে ফেল করায় বাবা-মা আনন্দিত, এ ঘটনা বেনজির। কর্ণাটকের (Karnataka) বাগলকোটে ঘটল এমনই এক ঘটনা। স্বাভাবিকভাবেই তা উঠে এল খবরের শিরোনামে।
কর্ণাটকের বাগলকোটে বাসবেশ্বর ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র অভিষেক চোলাচাগুড্ডা। তার দশম শ্রেনীর বোর্ড পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে পেয়েছে মাত্র ২০০ অর্থা ৩২% এবং ছয়টি বিষয়েই ফেল করেছে। রাগারাগি না করে ছেলের ফেল করাকে উদযাপন করলেন বাবা-মা। ফেল করার জন্য বন্ধুদের কাছে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সে, ছাত্রটির পাশে দাঁড়াল বাবা-মা। অপমান না করে, বকাঝকা না করে কেক কেটে উদযাপন করলেন তাঁরা। একটা ছোট্ট সেলিব্রেশনে ছেলেটির আত্মবিশ্বাস বাড়ানোই ছিল তাঁদের উদ্দেশ্য।
ছাত্রের বাবা-মা বলেন, "তুমি পরীক্ষায় ব্যর্থ হতে পারো, কিন্তু জীবনে নয়। তুমি সবসময় আবার চেষ্টা করতে পারো এবং পরের বার সফল হতে পারো"। বাবা-মায়ের সমর্থনে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে অভিষেক বলেন, "যদিও আমি ব্যর্থ হয়েছি, আমার পরিবার আমাকে উৎসাহিত করেছে। আমি আবার পরীক্ষায় লিখব, পাস করব এবং জীবনে সফল হব।"
আরও পড়ুন- Babil Khan: কান্নায় ভেঙে পড়লেন বাবিল, অভিযোগের নিশানায় অনন্যা-সিদ্ধান্ত-অরিজিত্! সত্যিটা কী?
প্রায়দিনই খবরের শিরোনামে উঠে আসে হতাশার নানা ছবি। পাস করতে না পেরে পরিবারের চাপে অনেকে চরম সিদ্ধান্তও নিয়ে ফেলে। সেখানে ছেলের ফেল করার পর বাবা-মার এই সমর্থন সত্যিই দৃষ্টান্তমূলক। কারণ কোনও পরীক্ষার ফলাফল কখনই জীবনের থেকে বড় হতে পারে না। বাবা-মার সমর্থনেই জীবনে নতুন উত্সাহ পেল এই ছাত্র। উদযাপনের মাধ্যমে অভিভাবকই দিলেন জীবনের পাঠ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)