Home> দেশ
Advertisement

হরিয়ানায় কাশ্মীরি তরুণদের মারধরের ঘটনায় নিন্দার ঝড়

ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিস। এরপরই এলাকা থেকে গ্রেফতার করা হয় তিন জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হরিয়ানায় কাশ্মীরি তরুণদের মারধরের ঘটনায় নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদন : হরিয়ানায় নমাজ সেরে ফেরার পথে দুই কাশ্মীরি ছাত্রকে মারধরের ঘটনায় নিন্দার ঝড় উঠল। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গোটা ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তির দাবি করেছেন। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে পুলিস।

 

জানা গেছে, শুক্রবার দুপুরে হরিয়ানার মহেন্দ্রগড়ে নমাজ পড়ে ফিরছিলেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। অভিযোগ, সেই সময় তাদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রায় ১৫ থেকে ২০ জন দুষ্কৃতী তাদের মারধর শুরু করে। তাদের অভিযোগ, বাঁচার জন্য চিত্কার করলেও সেই সময় কেউ আসেনি সেখানে। পড়ে পুলিস এসে তাঁদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিস। এরপরই এলাকা থেকে গ্রেফতার করা হয় তিন জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন- অযোধ্যায় রামমন্দিরের বিরোধীরা পাকিস্তানে চলে যাক, বললেন উত্তর প্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান

Read More