নিজস্ব প্রতিবেদন: শনিবার সন্ধেয় হঠাৎ বড় ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার। পেট্রল এবং ডিজেলের (Petrol-Diesel Price) উপর শুল্ক ছাড়ের ঘোষণা করেছে সরকার। ফলে মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দিয়ে কমতে চলেছে জ্বালানির দাম। কেন্দ্রের পথে হেঁটে এবার বড় পদক্ষেপ নিল অবিজেপি শাসিত একটি রাজ্য।
শুক্রবার টুইট করে জ্বালানির দাম কমার ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। তিনি জানান, পেট্রলের উপর লিটারে ৮ টাকা এবং ডিজেলের উপর লিটারে ৬ টাকা শুল্ক ছাড় দেবে সরকার। ফলে পেট্রলের দাম কমবে লিটারে সাড়ে ৯ টাকা এবং ডিজেলের ৭ টাকা (Petrol-Diesel Price Reduced)।
কেন্দ্রের এই ঘোষণার পরই আরও বড় ঘোষণা করল বাম কেরল সরকার। পেট্রল এবং ডিজেলের (Petrol-Diesel Price) উপর কর ছাড়ের ঘোষণা করল পিনারাই বিজয়নের সরকার। জানা গিয়েছে, পেট্রলের উপর লিটারে ২ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের উপর লিটারে ১ টাকা ৩৬ পয়সা কর ছাড়বে সরকার। ফলে আরও কম দামে পেট্রল এবং ডিজেল (Petrol-Diesel Price) কেরলবাসী।