জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ যেন ঠিক সিনেমার ‘বান্টি অউর বাবলি’। অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে মানুষের টাকা লুটে নিয়ে চম্পট ‘প্রতারক’ দম্পতি। কেরালার দম্পতি তাঁদের জাল বিছিয়ে ছিলেন বেঙ্গালুরুতে। গত ২৫ বছর ধরে স্বামী-স্ত্রী টমি ও শিনি এই কারবার চালাচ্ছিলেন। বহু মানুষের শেষ পুঁজিটুকুও অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে লুটে নিয়েছেন তাঁরা।
এ অ্যান্ড এ চিটস অ্যান্ডস ফিনান্স
কী ঘটেছে আসলে? ‘এ অ্যান্ড এ চিটস অ্যান্ডস ফিনান্স’ নামে একটি চিটফান্ড সংস্থা চালাতেন অভিযুক্ত দম্পতি। প্রতিশ্রুতি দিতেন তাঁদের সংস্থায় বিনিয়োগে ১৫ থেকে ২০ শতাংশ অতিরিক্ত রিটার্ন মিলবে! বিশাল লাভ পাবেন মানুষ! আরও আরও টাকা... অনেক বেশি রিটার্ন পাওয়ার লোভে বহু মানুষই সারা জীবনের জমানো অর্থ বিনিয়োগ করেছিলেন এখানে।
অনেকে তাঁদের সম্পত্তি বিক্রি করেও সেই টাকা টমি-শিনির সংস্থায় লাগিছিলেন বেশি অংকের লাভ ঘরে তুলতে। প্রথম দিকে সেই রিটার্ন মিলতও। কিন্তু তারপরই ঝোলা থেকে বেড়াল বেরিয়ে আসে। হাটে হাঁড়ি ভেঙে যায়। অনেকেই আর বিনিয়োগ করা টাকা ‘ম্যাচিওরড’ হওয়ার পরও কানাকড়িও পাননি। ওদিকে খোঁজ করতে গিয়ে দেখা যায় টমি-শিনিও বেপাত্তা।
অভিযোগ, বিনিয়োগকারীদের সব টাকা হাতিয়ে নিয়েই পালিয়ে গিয়েছেন অভিযুক্ত দম্পতি। অন্তত ৩০০ জন বিনিয়োগকারীর কয়েক কোটি তাঁরা আত্মসাৎ করেছেন। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত দম্পতির নামে এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্ত দম্পতির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)