ওয়েব ডেস্ক : সামনে এল নতুন হামসফর এক্সপ্রেস। আজ দিল্লির সফদরজঙ্গ স্টেশনে ট্রেনটি ঘুরে দেখেন রেলমন্ত্রী সুরেশ প্রভূ। ২০১৬-১৭ অর্থবর্ষের বাজেটে হামসফর এক্সপ্রসের কথা ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী।
গোটা ট্রেনটিই শীততাপ নিয়ন্ত্রিত থ্রি টিয়ার শ্রেণীর। রয়েছে পুরনো থ্রি টিয়ার কোচের থেকে বেশকিছু আলদা ফিচার্স।
১) এক একটি রো-তে সাইড আপার ও লোয়ারের পরিবর্তে এই ট্রেনে রয়েছে শুধুমাত্র সাইড লোয়ার বার্থ।
২) প্রতিটি বার্থের সঙ্গেই থাকছে মোবাইল চার্জিং পয়েন্ট ও ইউএসবি পাওয়ার পয়েন্ট।
৩) প্রতিটি বার্থের সঙ্গে থাকছে পড়ার জন্য লাইটের ব্যবস্থা।
৪) আপার বার্থে ওঠার জন্য থাকছে বিশেষ সুবিধার ব্যবস্থা।
৫) টয়লেটে থাকছে বিশেষ ব্যবস্থা।
৬) সিসিটিভি ফুটেজ দেখার জন্য থাকছে বিশেষ মনিটর।
৭) প্রতিটি বে-তে থাকছে ডাস্টবিনের ব্যবস্থা।
আরও পড়ুন- ৩ ঘণ্টা লেট চলেও সময়ের আগে মুম্বই জংশনে পৌঁছলো তেজস