নিজস্ব প্রতিবেদন: মোবাইল ওয়ালেটের জন্য অত্যাবশ্যক গ্রাহক পরিচিত বা KYC জমা দিতে ভুলে গিয়েছেন? তাহলে এবার কি করবেন?
আরবিআই-এর নির্দেশ অনুযায়ী, মোবাইল ওয়ালেটের জন্য গ্রাহক পরিচিতির চূড়ান্ত সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি। সেই তারিখ অতিক্রান্ত হওয়ার পর ওয়ালেটে টাকা থাকলে কী হবে? আশঙ্কার কোনও কারণ নেই। আরবিআই-এর ডেপুটি গভর্নর বিপি কানুনগো আশ্বস্ত করেছেন, কেওয়াইসি নির্দিষ্ট সময়ে জমা না-দিলেও গ্রাহকদের টাকা কাটা যাবে না। ওই টাকায় কেনাকাটা বা পরিষেবার খরচ দিতে পারবেন তাঁরা। তবে নতুন করে টাকা ভরতে পারবেন না ওই গ্রাহকরা। গ্রাহক পরিচিতি জমা দেওয়ার পরই ওয়ালেটে টাকা ভরা যাবে।
এই ধরনের ই-ওয়ালেট চালাচ্ছে ৫৫টি অব্যাঙ্কিং সংস্থা। ৫০টি ওয়ালেট রয়েছে বিভিন্ন ব্যাঙ্কিং সংস্থার। প্রাথমিকভাবে কেওয়াইসি জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর, ২০১৭। পরে তা বাড়িয়ে করা হয় ২৮ ফেব্রুয়ারি। কেওয়াইসির সঙ্গে আধার, ভোটার কার্ডের মত পরিচয়পত্র জমা দিতে হবে।
আরও পড়ুন- ঋণে ন্যূনতম সুদের হার বাড়াচ্ছে এসবিআই