জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: অশান্তি মণিপুর। নিরাপত্তারক্ষীদে সঙ্গে এবার সংঘর্ষে জড়ালেন কুকি জনজাতির বিক্ষোভকারীরা। হামলা করা হল এক ডেপুটি কমিশনারের দফতরে! এখনও পর্যন্ত যা খবর, হামলায় জখম এক পুলিসকর্মী। নতুন করে অশান্তি ছড়াল কাংপোকপিতে।
ঘটনাটি ঠিক কী? কাংপোকপির পাহাড়ি এলাকা থেকে নিরাপত্তা বাহিনীকে সরানোর দাবিতে আন্দোলনে নেমেছেন কুকি জনজাতির মানুষেরা। আজ, শুক্রবার সন্ধ্যায় কাংপোকপির পরিবহণ ব্যবস্থাকে অচল করে দেওয়া পরিকল্পনা করেছিলেন বিক্ষোভকারীরা। কিন্তু নিরাপত্তারক্ষীরা যখন সেই কাজে বাধা দেন, তখন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে খবর, কাংপোকপির ডেপুটি কমিশনারের দফতরের দিকে এগোতে থাকেন বিক্ষোভকারীরা। শুরু হয় পাথরবৃষ্টি। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। সঙ্গে শূন্যে গুলিও। হুড়োহুড়িতে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। পরিস্থিতি সামাল দিতে কাংপোকপিতে আরও নিরাপত্তা বাহিনী পাঠানো হচ্ছে বলে খবর।
এর আগে, ২৯ ডিসেম্বরও কাংপোকপি জেলায় বিক্ষোভের মুখে পড়ে নিরাপত্তাবাহিনী। পাহাড়ি এলাকায় জঙ্গি বিরোধী অভিযান চালানো হয়। । জঙ্গিদের আশ্রয় নেওয়ার বাঙ্কার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর নিরাপত্তা বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখান আশেপাশের গ্রামের মহিলারা।
এদিকে গত ৩১ ডিসেম্বর মণিপুরের অশান্তির জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চান চেয়েছেন এন বীরেন সিং। তিনি বলেন, 'গোটা বছরটাই দুর্ভাগ্যের মধ্যে দিয়ে কেটেছে। গত ৩ মে থেকে রাজ্যে যা ঘটে চলেছে তার জন্য রাজ্যবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। বহু মানুষ তাদের কাছের মানুষকে হারিয়েছেন। অনেকে ঘর ছেড়েছেন। এর জন্য খারাপ লাগে। আমি ক্ষমা চাইছি'।
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'গত ৩-৪ মাস শান্তির ক্ষেত্রে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। আশা করছি নতুন বছরে রাজ্যে শান্তি ফিরবে। রাজ্য়ের সব জাতি গোষ্ঠীর কাছে আমার আবেদন, যা হওয়ার তা হয়ে গিয়েছে। এখন পুরনো ভুল ত্রুটি ভুলে আমাদের নতুন ভাবে পথচলা শুরু করতে হবে। এক উন্নত ও সমৃদ্ধ মণিপুর গঠন করতে আমাদের কাজ করতে হবে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)