Home> দেশ
Advertisement

Assam Engineer: সরকারি অফিসে ঊর্ধ্বতনের হেনস্থা! মিথ্যে বিল মেটাতে চাপ! তরুণী ইঞ্জিনিয়ার নিলেন চরম পদক্ষেপ... মর্মান্তিক পরিণতি

Assam Engineer news:  "কাজের জায়গায় প্রচণ্ড মানসিক চাপের কারণেই এই পদক্ষেপ নিচ্ছি। অফিসে কাজ দেখানোর কেউ নেই। ফাঁসানো হচ্ছে।" 

Assam Engineer: সরকারি অফিসে ঊর্ধ্বতনের হেনস্থা! মিথ্যে বিল মেটাতে চাপ! তরুণী ইঞ্জিনিয়ার নিলেন চরম পদক্ষেপ... মর্মান্তিক পরিণতি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অফিসে হেনস্থা। ঊর্ধ্বতনদের চাপ। জোর করে তাঁকে দিয়ে ভুয়ো বিল মিটিয়ে নেওয়া। এই মানসিক অত্যাচারের শিকার হয়ে আত্মঘাতী হয়েছেন এক ইঞ্জিনিয়ার। তাঁর এই পরিণতির জন্য সুইসাইড নোটে তিনি তাঁর ২ সিনিয়রের নাম লিখে গিয়েছেন।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আসামে। আসামের পিডব্লিউডি বিভাগে কর্মরত ৩০ বছরের ওই ইঞ্জিনিয়ারকে তাঁর ভাড়া বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সুইসাইড নোটে তিনি তাঁর ঊর্ধতন সহকর্মীদের চাপে 'ভুয়ো বিল' পরিশোধ করতে চাপ দেওয়া ও তাঁকে দিয়ে বিল মেটানোর অভিযোগ করেছেন। প্রচণ্ড মানসিক চাপের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলেও জানিয়েছেন।

সুইসাইড নোটে ওই ইঞ্জিনিয়ার তরুণী লিখেছেন, "কাজের জায়গায় প্রচণ্ড মানসিক চাপের কারণেই আমি এই পদক্ষেপ নিচ্ছি। অফিসে আমাকে কাজ দেখানোর কেউ নেই। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি ক্লান্ত এবং কোথাও যাওয়ার জায়গা নেই। আমার বাবা-মা আমার জন্য চিন্তিত।" এই ঘটনায় তাঁর পরিবার পুলিসে অভিযোগ দায়ের করেছে।

সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার দীনেশ মেধি শর্মা ও বর্তমানে বোঙ্গাইগাঁওতে নিযুক্ত সাব-ডিভিশনাল অফিসার (এসডিও) আমিনুল ইসলামের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতারও করেছে পুলিস। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন, Husband films wife bathing: বাথরুমে গোপন ক্যামেরা! গাড়ি-বাড়ির EMI দিতে লুকিয়ে স্ত্রীর স্নানদৃশ্যের ভিডিয়ো স্বামীর, তারপরই...

আরও পড়ুন, Wife kills husband: শারীরিক সম্পর্কে অতৃপ্তি! স্বামীর হার্ট এফোঁ*ড়-ওফোঁ*ড় করে দিল তরুণী...

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More