Home> দেশ
Advertisement

ললিতের টুইট এবার রাষ্ট্রপতির বিরুদ্ধে, দিল্লি পুলিসে অভিযোগ দায়ের করল রাষ্ট্রপতি ভবন

ফের ললিতের টুইট-বোমা। আর তার জেরেই তাঁর বিরুদ্ধে মামলা ঠুকল রাষ্ট্রপতি ভবন। দিল্লি পুলিসে আজ দায়ের হয়েছে সেই অভিযোগ। ২৩ জুন টুইটে প্রণব মুখোপাধ্যায়ের সেক্রেটারি অমিতা পালের বিরুদ্ধে অভিযোগ করেন ললিত। তাঁর অভিযোগের নিশানা থেকে বাদ পড়েননি খোদ রাষ্ট্রপতি।

ললিতের টুইট এবার রাষ্ট্রপতির বিরুদ্ধে, দিল্লি পুলিসে অভিযোগ দায়ের করল রাষ্ট্রপতি ভবন

ওয়েব ডেস্ক: ফের ললিতের টুইট-বোমা। আর তার জেরেই তাঁর বিরুদ্ধে মামলা ঠুকল রাষ্ট্রপতি ভবন। দিল্লি পুলিসে আজ দায়ের হয়েছে সেই অভিযোগ। ২৩ জুন টুইটে প্রণব মুখোপাধ্যায়ের সেক্রেটারি অমিতা পালের বিরুদ্ধে অভিযোগ করেন ললিত। তাঁর অভিযোগের নিশানা থেকে বাদ পড়েননি খোদ রাষ্ট্রপতি।

অর্থমন্ত্রী থাকাকালীন প্রণব মুখোপাধ্যায় তাঁর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ব্যবস্থা নিতে চাপ দেন বলে অভিযোগ ললিতের। আইপিএলে কোচি ফ্র্যাঞ্চাইজিতে শেয়ারহোল্ডিংয়ের ধরন নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন বলেই অর্থমন্ত্রীর কোপে পড়তে হয় বলে অভিযোগ তাঁর। এর জেরেই অবশ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয় শশী থারুরকে। ললিতের বিরুদ্ধে রাষ্ট্রপতি ভবনের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দিল্লি পুলিস কমিশনার বি এস বাসসি।

Read More