Home> দেশ
Advertisement

এবার বিবাহ-বন্ধনে জুড়তে চলেছেন লালু-মুলায়ম

মাত্র কিছুদিন আগেই রাজনৈতিক বন্ধুত্বে হাত মিলিয়েছে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি ও লালু প্রসাদের জনতা দল। আর এবার বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে চলেছেন লালু-মুলায়ম।

এবার বিবাহ-বন্ধনে জুড়তে চলেছেন লালু-মুলায়ম

ওয়েব ডেস্ক: মাত্র কিছুদিন আগেই রাজনৈতিক বন্ধুত্বে হাত মিলিয়েছে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি ও লালু প্রসাদের জনতা দল। আর এবার বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে চলেছেন লালু-মুলায়ম।

মুলায়মের ভাইপো রনবীর সিং যাদবের পুত্র তেজ প্রতাপ সিং যাদবের সঙ্গে বিয়ে হবে লালু কনিষ্ঠা কন্যা রাজলক্ষ্মীর। ডিসেম্বর মাসের মাঝামাঝিতেই হয়ে যাবে আংটি বদল। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে। লোকসভা নির্বাচনে মইনপুরি আসন থেকে লড়েছেন তেজ প্রতাপ। জনতা দল ও সমাজবাদী পার্টি হাত মেলানোর পরই এল বিযের সুখবর।

নব্বইয়ের দশকের মাঝামাঝি বিচ্ছেদ হয় লালু-মুলায়মের। মণ্ডল ক্লাসের নেতৃত্ব নিয়ে সেই বিচ্ছেদ। তবে তিক্ততা ভুলে এখন শুধু রাজনৈতিক দফতরেই নয়, একে অপরের ঘরেও ঢুকে পড়লেন লালু-মুলায়ম।

 

Read More