Home> দেশ
Advertisement

৬০ সেকেন্ডেই পুড়ে ছাই আড়াই কোটির লুম্বরগিনি

দিল্লির বদরপুরে চোখের পলকেই পুড়ে ছাই আড়াই কোটি টাকা মুল্যের গাড়ি লুম্বরগিনি গেলার্ডো। বদরপুরের NTPC কমপ্লেক্সের কাছে সকাল ৯.৩০মিনিট নাগাদ এই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিস।

৬০ সেকেন্ডেই পুড়ে ছাই আড়াই কোটির লুম্বরগিনি

দিল্লি: দিল্লির বদরপুরে চোখের পলকেই পুড়ে ছাই আড়াই কোটি টাকা মুল্যের গাড়ি লুম্বরগিনি গেলার্ডো। বদরপুরের NTPC কমপ্লেক্সের কাছে সকাল ৯.৩০মিনিট নাগাদ এই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিস।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির চালক ফ্লাই ওভারের নীচে গাড়ি পার্ক করে, গাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন। গাড়ির বড় ইঞ্জিন থেকে হঠাৎ পোড়া পোড়া গন্ধ পান গাড়ির চালক ৩৫ বছরের সুজন সিং। পোড়া গন্ধ পেয়ে গাড়ির কাছে যেতে না যেতেই সেকেন্ডের মধ্যেই জ্বলে ওঠে গাড়ি।  দূর্ঘটনার সঠিক কারণ কি তা খতিয়ে দেখতে পুড়ে যাওয়া গাড়িটিকে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিস।

fallbacks

গাড়িটি সার্ভিস করাতে নিয়ে যাওয়ার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। সত্যপ্রকাশ নামের এক ব্যবসায়ীর নামে গাড়িটি রেজিস্ট্রার করা হয়েছে। ২০১৩ সালে গেলার্ডো মডেলটি প্রকাশ করেছিল লুম্বরগিনি। শেষ ১০ বছরের মধ্যে লুম্বরগিনি বিক্রি হয়েছে প্রায় ১৪ হাজারটি।    

Read More