Home> দেশ
Advertisement

জমি বিলের বিরোধিতায় এবার বিজেপি শরিক পিএমকে

জমি অর্ডিন্যান্সের তীব্র বিরোধিতা করল বিজেপির শরিক পিএমকে। তাঁদের অভিযোগ, দেশের মানুষের ভাবাবেগে আঘাত করছে সরকার। বারবার এভাবে অর্ডিন্যান্স জারি করে সংসদের অবমাননা করছে এনডিএ। জমি অর্ডিন্যান্সে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গতকাল তৃতীয়বারের জন্য এই  অর্ডিন্যান্স জারি করে নরেন্দ্র মোদী সরকার। রাজ্যসভায় NDA-র সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বাজেট অধিবেশনে সেখানে বিল পেশ করেনি সরকার । এদিকে মার্চে জারি হওয়া অর্ডিন্যান্সের মেয়াদ শেষ হচ্ছে জুনে। তাই গতকাল ফের অর্ডিন্যান্স জারি করে সরকার। 

জমি বিলের বিরোধিতায় এবার বিজেপি শরিক পিএমকে

ওয়েব ডেস্ক: জমি অর্ডিন্যান্সের তীব্র বিরোধিতা করল বিজেপির শরিক পিএমকে। তাঁদের অভিযোগ, দেশের মানুষের ভাবাবেগে আঘাত করছে সরকার। বারবার এভাবে অর্ডিন্যান্স জারি করে সংসদের অবমাননা করছে এনডিএ। জমি অর্ডিন্যান্সে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গতকাল তৃতীয়বারের জন্য এই  অর্ডিন্যান্স জারি করে নরেন্দ্র মোদী সরকার। রাজ্যসভায় NDA-র সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বাজেট অধিবেশনে সেখানে বিল পেশ করেনি সরকার । এদিকে মার্চে জারি হওয়া অর্ডিন্যান্সের মেয়াদ শেষ হচ্ছে জুনে। তাই গতকাল ফের অর্ডিন্যান্স জারি করে সরকার। 

 

Read More