Home> দেশ
Advertisement

Contexual Sex age reduce: 'বাচ্চারা এখন লুকিয়ে সেক্স করছে, সঙ্গমের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা হোক!' সুপ্রিম কোর্টে সওয়ালের ঝড়...

Indira Jaysingh on reduce age on consent sex: ইন্দিরা জয়সিং দাবি করেছেন, বর্তমান আইন কিশোরদের পারস্পরিক রোমান্টিক ও যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে দেখায় এবং এতে তাদের সংবিধানস্বীকৃত অধিকার লঙ্ঘিত হচ্ছে।

Contexual Sex age reduce: 'বাচ্চারা এখন লুকিয়ে সেক্স করছে, সঙ্গমের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা হোক!' সুপ্রিম কোর্টে সওয়ালের ঝড়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যৌন মিলনে (Sex) সম্মতির বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ (16years minimum) করা হোক, আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে (Supreme Court)পকসো আইনের (Pokso Act) এই সংক্রান্ত নিয়ম নিয়ে আপত্তিও তোলা হল। সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিংহ (Indira Jaysingh) বৃহস্পতিবার শীর্ষ আদালতে এ বিষয়ে তাঁর আবেদন লিখিত আকারে জমা দিয়েছেন। ইন্দিরার বক্তব্য, পকসো আইনে ১৬ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে যৌন কার্যকলাপকে অপরাধের পর্যায়ে ফেলা হয়। তা উচিত নয়। এতে কিশোর-কিশোরীদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।

তিনি ‘নিপুণ সাক্সেনা বনাম ভারত সরকার’ ( Nipun saxena Vs Indian Govt case) মামলায় সুপ্রিম কোর্টকে সহায়তা করছেন এবং তাঁর লিখিত মতপত্রে তিনি বলেছেন, ২০১২ সালের পকসো (POCSO) আইন ও ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী ১৬ থেকে ১৮ বছর বয়সি কিশোর-কিশোরীদের মধ্যে যৌথ সম্মতিতে তৈরি হওয়া সম্পর্ককে অপরাধ হিসেবে চিহ্নিত করা সংবিধান বিরোধী।

১৬ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে সম্মতিসূচক প্রেমের সম্পর্কের অধিকারের জন্য লড়ছেন ইন্দিরা। তিনি জানিয়েছেন, কিশোর বয়সের প্রেমকে হেনস্থার পর্যায়ে ফেলছে বর্তমান আইন, যা সঠিক নয়। এতে কৈশোরের মানসিক পরিণতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে অস্বীকার করা হয়। তাঁর কথায়, ‘সম্মতির বয়স ১৬ থেকে ১৮ বছর বয়সে নিয়ে যাওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ বা অভিজ্ঞকালব্ধ তথ্য নেই।' ৭০ বছর ধরে সম্মতির বয়স ১৬ ছিল, মনে করিয়ে দিয়েছেন তিনি।

ইন্দিরা জয়সিং দাবি করেছেন, বর্তমান আইন কিশোরদের পারস্পরিক রোমান্টিক ও যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে দেখায় এবং এতে তাদের সংবিধানস্বীকৃত অধিকার লঙ্ঘিত হচ্ছে।

তিনি বলেন, '১৬ থেকে ১৮ বছর বয়সি কিশোর-কিশোরীদের পরিণতি, সচেতনতা ও সম্মতির ক্ষমতা উপেক্ষা করে তাদের পারস্পরিক সম্মতিতে তৈরি হওয়া সম্পর্ককে 'অবমাননাকর যৌন নিপীড়ন'-এর সঙ্গে মিলিয়ে ফেলা যুক্তিসঙ্গত নয়।'

ইন্দিরা বলেছেন, 'বেশিরভাগ অভিযোগই বাবা-মায়েদের করা। বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি কন্যার ইচ্ছার বিরুদ্ধে। এতে বিভিন্ন জাতি এবং ধর্মের মধ্যে পারস্পরিক সম্পর্কের নজিরও রয়েছে।’’ ইন্দিরার মতে, এই আইনের ফলে কিশোর-কিশোরীরা প্রেম লুকোতে, পালিয়ে যেতে, বিয়ে করে ফেলতে বা অন্য আইনি সমস্যার মুখোমুখি হতে বাধ্য হয়।

এই সমস্যার সমাধানের জন্য আইনে ব্যতিক্রমের প্রয়োজনীয়তার কথা বলেছেন ইন্দিরা। শীর্ষ আদালতে সেই আবেদনই জানিয়েছেন। তাঁর আবেদন, কিশোর-কিশোরীর মধ্যে সম্মতিসূচক প্রেমকে পকসো থেকে অব্যাহতি দেওয়া হোক।

তিনি আরও যুক্তি দেন, বর্তমান সময়ে কিশোর-কিশোরীরা আগেভাগেই যৌবনে পৌঁছে যাচ্ছে এবং নিজেদের পছন্দমতো সম্পর্ক গড়ে তুলছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-সহ বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, ১৬–১৮ বছর বয়সি কিশোরদের মধ্যে যৌন সম্পর্ক নতুন কিছু নয়।

তিনি জানান, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৬–১৮ বছর বয়সিদের বিরুদ্ধে পকসো আইনে মামলার সংখ্যা ১৮০ শতাংশ বেড়েছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ করেছেন মেয়েদের বাবা-মা, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে, বিশেষ করে যখন সম্পর্কটি আন্তঃধর্ম বা অন্তঃবর্ণ হয়ে থাকে।

তিনি বলেন, বিভিন্ন উচ্চ আদালত যেমন বম্বে, মাদ্রাজ এবং মেঘালয় হাইকোর্ট - ইতিমধ্যেই এই বিষয়ে মত দিয়েছেন যে কিশোরদের সম্মতিপূর্ণ যৌন সম্পর্ককে পকসো আইনের অধীনে অপরাধ হিসেবে দেখা উচিত নয়। সবশেষে, তিনি আবেদন জানান, সুপ্রিম কোর্ট যেন ঘোষণা করে যে ১৬ থেকে ১৮ বছর বয়সি কিশোর-কিশোরীদের মধ্যে সম্মতিপূর্ণ যৌন সম্পর্ক শিশু নির্যাতন নয় এবং তা যেন পকসো ও ধর্ষণ আইনের আওতার বাইরে রাখা হয়।

সবশেষে ইন্দিরা জয়সিংয়ের কথা, 'যৌন ইচ্ছেয় নিজের অধিকার বা স্বাধীনতা মানব মর্যাদারই অংশ। নিজের শরীর সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে কিশোরদের বঞ্চিত করা সংবিধানের ১৪, ১৫, ১৯ ও ২১ অনুচ্ছেদের লঙ্ঘন।'

আরও পড়ুন:  Chief Justice of India on Child custody case: বারোর মেয়ে বাবার সঙ্গে থাকতে, চাইছে ১ কোটি! আপনি মানুষ? মূল্যবোধ কোথায়... কাস্টডি কেসে সুপ্রিম তোপে মা...

আরও পড়ুন: Chief Justice of India on Mumbai Alimony case: 'মাত্র ১৮ মাসের বিয়েতেই ১২ কোটি টাকা, দামি বাড়ি, BMW গাড়ি! আপনি না MBA? চাহিদা ছেড়ে চাকরি করুন...', খোরপোশ মামলায় সুপ্রিম মন্তব্য

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

Read More