Home> দেশ
Advertisement

কেরলে সরকার গড়ার পথে বাম জোট

পশ্চিমবঙ্গে গণনার ট্রেন্ড যখন শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের দিকে সুইং করছে, তখন কেরল কার্যত ক্লিন সুইপের পথে বামেরা। সেখানে ১৪০টি আসনের মধ্যে বর্তমানে ১৩৭টি আসনে গণনা চলছে। তার মধ্যে এই মুহূর্তে ৮৮টি আসনে এগিয়ে রয়েছে এলডিএফ। অন্যদিকে, ওমেন চান্ডির নেতৃত্বাধীন ইউডিএফ পিছিয়ে রয়েছে অনেকটাই। তারা ৪৯টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ২টি করে আসনে।

কেরলে সরকার গড়ার পথে বাম জোট

ওয়েব ডেক্স : পশ্চিমবঙ্গে গণনার ট্রেন্ড যখন শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের দিকে সুইং করছে, তখন কেরল কার্যত ক্লিন সুইপের পথে বামেরা। সেখানে ১৪০টি আসনের মধ্যে বর্তমানে ১৩৭টি আসনে গণনা চলছে। তার মধ্যে এই মুহূর্তে ৮৮টি আসনে এগিয়ে রয়েছে এলডিএফ। অন্যদিকে, ওমেন চান্ডির নেতৃত্বাধীন ইউডিএফ পিছিয়ে রয়েছে অনেকটাই। তারা ৪৯টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ২টি করে আসনে।

এবারের নির্বাচনের শুরু থেকেই সেখানে বামের দিকে কিছুটা হলেও পাল্লা ভারি ছিল। আজ গণনা শুরু হতেই সেই ট্রেন্ড বাস্তবে রূপায়িত হতে শুরু করে।

Read More