জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়েবাড়ির আনন্দে তখম মশগুল সবাই। এমন সময় বিয়েবাড়িতে আচমকা হাজির 'অনিমন্ত্রিত এক অতিথি'। আর তাকে দেখেই তো আক্কেল গু়ড়ুম নতুন বর-বউয়ের। ভয়ের চোটে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির ভিতর নিজেদের আটকে বসে রইলেন বর-বউ!
আসলে বিয়েবাড়িতে ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ! 'গেট ক্র্যাশ' করে ঢুকে পড়া যাকে বলে আর কি! আর চিতাবাঘ ঢুকতেই, সবার তখন পরিত্রাহি চিৎকার। প্রাণ বাঁচাতে এদিক-ওদিক দৌড়লেন। কেউ কেউ তো বিয়েবাড়ির জানলা দিয়ে, কিংবা ছাদ থেকে ঝাঁপ দিলেন! যার জেরে আহতও হন অনেকে। আর সদ্য বিবাহিত বর-বউ বেগতিক দেখে নিজেদেরকে গাড়ির মধ্যে আটকে বসে রইলেন।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। অক্ষয় শ্রীবাস্তব ও জ্যোতি কুমারীর বিয়ের আসরে ঢুকে পড়ে চিতাবাঘ। খবর পেয়ে আসেন বন দফতরের কর্মীরা। প্রায় ৫ ঘণ্টা ধরে চিতাবাঘের সন্ধানে তল্লাশি চালান তাঁরা। শেষে বিয়েবাড়ির দোতলার একটি ঘরে চিতাবাঘটিকে খুঁজে পাওয়া যায়। সেখানে লুকিয়ে ছিল সে। এক বনকর্মী তাকে ধরতে যেতেই, সে পালটা আক্রমণ করে।
রাত ১১টা থেকে ভোর ৪টে অবধি চলে চিতাবাঘ ধরার লড়াই। তারপর পরদিন সকালে আবার বিয়ের বাকি অনুষ্ঠান হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)