জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির আবগারি নীতির সঙ্গে যুক্ত মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পদক্ষেপ থেকে সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানে কোনও রক্ষাকবচ পাননি তিনি। এরপরই তদন্তকারী সংস্থা তাকে গ্রেফতার করে।উপমুখ্যমন্ত্রীর পর গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার কেজরিওয়াল। দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের রক্ষাকবচের আর্জি খারিজ হয়ে যাওয়ার পরই একেবারে সবরকমের প্রস্তুতি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে আসেন ইডি আধিকারিকরা।
আরও পড়ুন, Arvind Kejriwal | AAP: গভীর রাতে শুনানিতে না আদালতের! কেন ফের চেষ্টা হল না আপের তরফে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)