ECI Maharashtra, Jharkhand Election Results 2024 Live Updates: লোকসভা নির্বাচনের ছ’মাসের মাথায় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা ভোট হয়েছে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভার ভোট গণনার ফল৷ সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণণা৷ মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখা এবং ঝাড়খণ্ডে ক্ষমতায় ফেরার লড়াই বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটের সামনে৷ অধিকাংশ বুথফেরত সমীক্ষা বলছে, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে আবার জিততে পারে বিজেপির জোট। মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা আসনের পাশাপাশি ঝাড়খণ্ডে ৮১ টি বিধানসভা আসনের ফলাফল। মহারাষ্ট্রে একনাথ শিন্ডে এবং ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন ক্ষমতায় ফিরতে পারবেন কিনা বা উভয় রাজ্যই নতুন মুখ্যমন্ত্রী পাবে কিনা তা সেটাই এখন দেখার বিষয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)