জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Delhi Assembly Election 2025: ভোট দিয়ে বেরিয়ে এসে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, এটা হল গণতন্ত্রের উত্সব। এটা আমাদের গণতান্ত্রিক দায়িত্ব, নৈতিক অধিকার।
Delhi Assembly Election 2025: বেলা ১টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল ৩৩.৩১ শতাংশ।
33.31% voter turnout recorded till 1 pm in #DelhiElection2025 pic.twitter.com/e4LOz4Yalf
— ANI (@ANI) February 5, 2025
Delhi Assembly Election 2025: ভোট দিলেন আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজিরওয়াল, স্ত্রী সুনীতা কেজরিওয়াল, বাবা গোবিন্দরাম কেজরিওয়াল ও মা গীতা দেবী।।
Delhi Assembly Election 2025: স্বামী রবার্ট বঢরাকে নিয়ে ভোটে দিলেন প্রিয়ঙ্কা গান্ধী।
#WATCH | Congress MP Priyanka Gandhi Vadra along with her husband Robert Vadra and son Raihan Vadra arrives at a polling station in Lodhi Estate to cast her vote for #DelhiAssemblyElection2025 pic.twitter.com/EmwsmFIuFE
— ANI (@ANI) February 5, 2025
#WATCH | Congress MP Priyanka Gandhi Vadra along with her husband Robert Vadra and son Raihan Vadra arrives at a polling station in Lodhi Estate to cast her vote for #DelhiAssemblyElection2025 pic.twitter.com/EmwsmFIuFE
— ANI (@ANI) February 5, 2025
Delhi Assembly Election 2025: স্বামী রবার্ট বঢরাকে নিয়ে ভোটে দিলেন প্রিয়ঙ্কা গান্ধী।
Delhi Assembly Election 2025: দিল্লি বিধানসভা ভোটের দিনই মহাকুম্ভে পুণ্যস্নান করলেন মোদী।
#WATCH | Prime Minister Narendra Modi takes a holy dip at Triveni Sangam in Prayagraj, Uttar Pradesh
(Source: ANI/DD)
#MahaKumbh2025 pic.twitter.com/j3OQiCp80q
— ANI (@ANI) February 5, 2025
#WATCH | Vice president Jagdeep Dhankhar and his wife Sudesh Dhankhar were gifted saplings as they cast votes for #DelhiAssemblyElection2025 at CPWD Service Centre in North Avenue pic.twitter.com/PH1V1jQvGH
— ANI (@ANI) February 5, 2025
Delhi Assembly Election 2025: দিল্লির সিপিডাবলিউডি সার্ভিস সেন্টারের বুথে ভোট দিলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও তাঁর স্ত্রী। তাঁদের গাছের চারা উপহার দেওয়া হয়।
Delhi Assembly Election 2025: রাজ নিবাস মার্গে সেন্ট জেভিয়ার্স মার্গের বুথে ভোট দিলেন দিল্লির রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। ভোটে বেরিয়ে এসে তিনি বলেন, দিল্লির মানুষের কাছে আবেদন, ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিন। ভোট দানে রেকর্ড করুন।
Delhi Assembly Election 2025: ফ্লাইং কিস ছোড়ার অভিযোগে আপ বিধায়ক দিনেশ মোহানিয়াকে আটক করল দিল্লি পুলিস। প্রচারের সময় তিনি নাকি ওই কাণ্ড করেছেন।
Delhi Assembly Election 2025: মণীশ সিসোদিয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, দিল্লির মানুষের উন্নত জীবনের জন্য পরিবারের সঙ্গে ভোট দিলাম। দিল্লির শিশুদের উন্নত শিক্ষা, স্বাস্থ্য, পরিস্রুত জলের জন্য ভোট দিন।
Delhi Assembly Election 2025: হুন্ডাগিরি পরাস্ত হবে। দিল্লি জিতবে। আপকে জিতিয়ে সম্মানের জীবন যাপন করুন।, বললেন অরবিন্দ কেজিরওয়াল।
Delhi Assembly Election 2025: ডা রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ে ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম।
Delhi Assembly Election 2025: দিল্লির মুখ্যমন্ত্রী অতিসি মার্লেন বলেন, এটা শুধু দিল্লির ভোট নয় বরং একটা ধর্মযুদ্ধ। ভালোর সঙ্গে খারাপের যুদ্ধ। একদিকে কিছু শিক্ষিত মানুষ দিল্লির উন্নতির জন্য চেষ্টা করছেন। অন্যদিকে কিছু লোক যারা হুলিগানিজন করছেন।
Delhi Assembly Election 2025: নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সকাল নটা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল ৮.১০ শতাংশ।
Bankshall Court: ব্যাঙ্কশাল সিটি সিভিল কোর্টে সার্ভিস রিভলবার থেকে নিজেকে গুলি আন্তঘাতী এক পুলিসকর্মী। মৃত পুলিসকর্মী বিচারক চন্দ্রাণী মুখার্জির নিরাপত্তা রক্ষী বলে জানা যাচ্ছে। নাম, গোপাল নাথ।
Gosaba Shocker: নাগরদোলা থেকে পড়ে গিয়ে নিহত এক ছাত্রী। গ্রেফতার নাগরদোলার মালিক। নিহত ওই ছাত্রীর নাম সায়ন্তনী মন্ডল(১৭)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন উপকূলীয় থানার কুমিরমারী গ্রামে। ওই ছাত্রী কুমিরমারিী হাইস্কুলের একাদশ শ্রেণীতে পড়তো বলে জানা গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর কুমিরমারী গ্রামে ফুটবল খেলার আয়োজন করা হয়। সেই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে নাগরদোলার ও ব্যবস্থা ছিল। সেই নাগরদোলা তে চড়ে বসে সায়ন্তনী মন্ডল সহ তার অন্যান্য বন্ধু বান্ধবীরা। এরপর ঘুরন্ত নাগরদোলাতেই ঘটে বিপত্তি। নাগরদোলা থেকে ছিটকে পড়ে ওই ছাত্রী। ঘাড়ে মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় কুমিরমারী থেকে স্পিড বোটে করে নিয়ে আসা হয় ধামাখালি। ধামাখালি থেকে তারপর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয় বলে জানা যায় । এই ঘটনা শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়।
উল্লেখ্য এর কয়েকদিন আগেই বারুইপুরে একটি মেলায় নাগরদোলা থেকে পড়ে আহত হয় তিনজন। তবে সেবার প্রাণে বেঁচে যান আহত ব্যক্তিরা। এবার নাগরদোলা থেকে পড়ে মারা গেল ওই ছাত্রী। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় অমল মণ্ডল নামে নাগরদোলার মালিককে গ্রেফতার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।
BGBS 2025: ঢাকে কাঠি পড়ে গিয়েছে গতকালের মুখ্যমন্ত্রীর ডাকা চা চক্রে। আজ আনুষ্ঠানিক সূচনা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস এর। সাজো সাজো রব নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। ইতিমধ্যেই সেন্টার লাগোয়া সমস্ত রাস্তায় বসে গিয়ে পুলিসি প্রহরা। কনভেনশন সেন্টার আগলাবেন প্রায় সাড়ে ৪০০ পুলিস কর্মী। থাকবেন ৩ জন ডিসি পদমর্যাদার অফিসার। থাকবেন বিধাননগরের নগরপাল। মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো শিল্পপতিদের উপস্থিতি। অন্যদিকে বিদেশ থেকে আগত বণিকমহলের উপস্থিতি। সব মিলিয়ে বিমানবন্দর থেকে কনভেনশন সেন্টারের রাস্তায় ১০ মিটার অন্তর পুলিসি নজরদারি। মোট ২২টি দেশের প্রতিনিধিরা আসছেন আজ। বিভিন্ন অ্যাম্বাসডররা আসছেন। ফলে নিরাপত্তা প্রশ্নে কঠোর প্রশাসন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। এবারের বাণিজ্য সম্মেলন আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এবছর সিআইআই ও ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই। মূল অনুষ্ঠানের উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রী এই দুই বণিকসভার সম্মেলনে অংশ নেবেন বলে সূত্রের খবর।
#WATCH | #DelhiElections2025 | Indian Army Chief General Upendra Dwivedi casts his vote at a polling booth in K. Kamraj Lane in the New Delhi Assembly constituency. pic.twitter.com/2svSq1AFbF
— ANI (@ANI) February 5, 2025
Delhi Assembly Election 2025: দিল্লি বিধানসভা ভোট উপলক্ষে বিপুল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ২২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৯,০০০ হোমগার্ড ও দিল্লি পুলিসের ৩৫,৬২৬ কর্মী। দিল্লিতে এবার রয়েছেন ১,৫৬, ১৪,০০০ ভোটার। প্রথমবার ভোট দিচ্ছেন ২,৩৯,৯০৫ জন।
Mahakumbh 2025: দিল্লি ভোটের আবহেই আজ মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Delhi Assembly Election 2025: ভোটে জিততে আদজল খেয়ে নেমেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দলের তাবড় তাবড় নেতারা দিল্লি ভোটের জন্য জান কবুল করেছেন। এখন দেখা যাক ভোটবাক্স কী বলে।
Delhi Assembly Election 2025: গত ২ ভোটে বিপুল মার্জিনে জিতেছে আপ। তবে এতদিন আম আদমি পার্টির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না। এবার সেই চাপ মাথায় নিয়েই লড়াই করছে কেজরিওয়ালের দল।
Delhi Assembly Election 2025: দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোট আম আদমি পার্টির জন্য ইজ্জতের সওয়াল কারণ এইবার জিতলে তারা পরপর তিনবার ক্ষমতায় আসতে পারবে। লড়াইয়ের ময়দানে কংগ্রেস থাকলেও তাকে বড় করে দেখছে না আপ। বরং বিজেপির সঙ্গেই তাদের মূল লড়াই। বিজলি, সড়ক, পানির প্রশ্নে ভোটে লড়ছে আপ। অন্যদিকে, বিজেপির মূল ইস্যু আপের দুর্নীতি। কেজরিওয়াল সহ দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা ইতিমধ্য়েই জেল ঘুরে এসেছেন। এই বিষয়টি বিজেপির ভোটবাক্স ভরাতে পারে কিনা সেটাই দেখার।
Thank you