জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
WB Migrant Labour: হরিয়ানার পানিপথে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর একের পর এক বর্বরোচিত নির্যাতনের ঘটনা সামনে আসছে। গোয়ালপোখরের জুনেদ ও কবিরের পর এবার ইসলামপুর ব্লকের বিজুভিটা গ্রামের সাব্বির আলম হরিয়ানা পুলিশের নির্মমতার শিকার। অভিযোগ, বাংলাদেশি তকমা দিয়ে তাঁকে আটক করে হাত বেঁধে বেধড়ক মারধর করে পুলিশ, মুখে গরম জল ঢালে এবং তাঁর দু’টি পা ভেঙে দেয়।তিন মাস আগে স্ত্রীকে নিয়ে পানিপথে একটি কার্পেট কারখানায় কাজ করতে গিয়েছিলেন সাব্বির। ২৪ জুলাই, কারখানার থেকে তাঁকে ডেকে থানায় নিয়ে যায় পুলিশ বলে অভিযোগ।
Jalpaiguri: দীর্ঘক্ষণ ধরে মৃতদেহ পড়ে গ্রাম পঞ্চায়েত দপ্তরের পার্কিং স্ট্যান্ডে। ভবঘুরে মৃতদেরকে ঘিরে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য। আজ মৃতদেহ জলপাইগুড়ি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
Attack oN Suvendu Adhikari: কোচবিহারে শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে ক্যানিংয়ে বিজেপি বিক্ষোভের পর আজ বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিজেপি। বাসন্তীর পালবাড়ির মোড়ে বাসন্তী হাইওয়ের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনার স্থলে বাসন্তী থানার পুলিশ।
Ghatal: নদী হোক বা প্লাবিত এলাকা,বন্যার জলের যেন কমা-বাড়ার খেলা চলছে এমনই জানাচ্ছেন ঘাটালের প্লাবিত এলাকার বাসিন্দারা।দেড় মাসের উপর হতে চললো এখনও জলমগ্ন ঘাটাল।আবারও বৃষ্টি শুরু হয়েছে,দুঃশ্চিন্তা বাড়ছে ঘাটালবাসীর।কবে মিলবে জল যন্ত্রণা থেকে মুক্তি,পরিস্থিতি কবে স্বাভাবিক হবে?প্রশ্ন বানভাসি ঘাটালবাসীর।
Khidirpur: মালিকের সামনেই দোকান থেকে মোবাইল চুরি করে পালাল এক দুষ্কৃতী। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
মঙ্গলবার সন্ধেবেলায় ঘটনাটি ঘটেছে খিদিরপুরের ভুকৈলাসে। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক যুবক দৌড়ে পালাচ্ছে।
ইতিমধ্যে একবালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকান মালিকের নাম প্রসেনজিৎ সরকার।
খিদিরপুরের ভুকৈলাস এলাকায় তাঁর একটি আইরন এর দোকান রয়েছে। মোবাইল ফোনটি একটি টেবিলের ওপর রাখা ছিল।
Teesta River: তিস্তার নদীতে মেখলিগঞ্জ এবং এনএইচ ৩১ জলঢাকায় হলুদ সর্তকতা। তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতার পাশাপাশি এন এইচ ৩১ জল ঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা। আজ সকাল ছয় টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ১২৩৭ কিউমেক জল ছাড়া হয়। জলপাইগুড়িতে সকাল থেকেই মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবেই জেলা জুড়ে বৃষ্টি।
Jalpaiguri: অবিরাম বৃষ্টির মধ্যে মানাবাড়ি চা বাগানে ফের চিতাবাঘের আতঙ্ক। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে চিতাবাঘের উপদ্রব—দুই মিলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন মালব্লকের মানাবাড়ি চা বাগানের বাসিন্দারা। গত কয়েকদিন ধরে বাগানজুড়ে চিতাবাঘের তৎপরতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। দিনের বেলাতেও চা বাগানে কাজে যেতে ভয় পাচ্ছেন শ্রমিকেরা। সন্ধ্যা নামলেই শ্রমিক মহল্লায় ঢুকে পড়ছে চিতাবাঘ। তুলে নিয়ে যাচ্ছে ছাগল, শুকোর, হাঁস-মুরগি। বাসিন্দাদের দাবি, কয়েক মাস আগে বনদপ্তর কয়েকটি চিতাবাঘ ধরার পর কিছুদিন শান্তি ছিল এলাকায়। কিন্তু সম্প্রতি আবার উপদ্রব বাড়তে শুরু করেছে।
Uttarakhand Mudslide: উত্তরাখণ্ডের ধারালিতে ক্লাউডব্রাস্টের ঘটনায় এখনওপর্য়ন্ত মৃতের সংখ্যা ৪। দুর্গতদের উদ্ধার করতে গিয়ে নিখোঁজ ১০ সেনা জওয়ান। নিখোঁজ ১৪০ সাধারণ নাগরিক। উদ্ধার করা হয়েছে ১০০ জনকে।
Jalpaiguri: জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ায় যুবশক্তি ক্লাবের গণেশ পূজার খুঁটি পুজো, এবার ১০০ কেজির লাড্ডু ভোগ। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ায় অনুষ্ঠিত হল যুবশক্তি ক্লাবের বাৎসরিক গণেশ পূজার খুঁটি পুজো। পান্ডাপাড়া পেট্রোল পাম্পের পাশেই প্রতি বছরের মতো এই পূজার আয়োজন করা হচ্ছে। খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পূজা কমিটির তরফে জানানো হয়েছে, এবারে বিশেষ আকর্ষণ হিসেবে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে ১০০ কেজি ওজনের একটি বিশাল লাড্ডু দিয়ে। পূজা কমিটির সদস্যদের বক্তব্য, প্রতিবছরই কিছু নতুনত্ব আনার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় এবার গণেশ ভক্তদের জন্য এই বিশেষ লাড্ডু নিবেদন করা হবে।
Katwa: কাটোয়া ২ নম্বর ব্লকের অগ্রদ্বীপ পঞ্চায়েতের একাধিক গ্রাম আজ ভাগীরথী নদীর অপ্রতিরোধ্য ভাঙনের মুখে দাঁড়িয়ে। চর বিষ্ণুপুর, চর কবিরাজপুর, চর কালিকাপুর, চর সাহাপুর গ্রামগুলিতে পৌঁছানোর একমাত্র সহজ মাধ্যম নৌকা। বৃষ্টির কারণে যখন জলের উচ্চতা বেড়ে যায়, তখন গোটা গ্রাম যেন দ্বীপে পরিণত হয়! আর সেই গ্রামগুলোই এখন নদীর গর্ভে যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সম্প্রতি আবারও শুরু হয়েছে চর বিষ্ণুপুর ও চর কবিরাজপুরে নদীবাঁধ ভাঙন। প্রতিদিনই যেন নদী গিলে নিচ্ছে পাড়ের মাটি, উপড়ে পড়ছে গাছ। আতঙ্কে রাতের ঘুম উড়েছে গ্রামের মানুষের। কে কখন বাড়ি হারাবে এই আশঙ্কায় দিন কাটছে বহু মানুষের।
Canning: রাতে চলন্ত ট্রেনের মধ্যে দু’দলের মারামারিতে জখম হলেন একাধিক যুবক ।ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার পিয়ালি স্টেশনে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,এদিন রাতে ডাউন ক্যানিং লোকালে উঠেছিলেন সাধারণ যাত্রীরা। উঠেছিলেন তারকেশ্বর থেকে ফেরা একাধিক যাত্রীরাও।তারকেশ্বর থেকে ফেরা যাত্রীদের বধ্যে বচসা বাধে।অভিযোগ এরপর চলন্ত ট্রেনের মধ্যে শুরু হয় হাতাহাতি।বচসায় জড়িয়ে পড়া দুদলের মধ্যে পিয়ালি ও তালদির লোকজন ছিলেন।অভিযোগে ট্রেন পিয়ালি স্টেশনে থামতেই তারকেশ্বর থেকে ফেরা তালদির লোকজনদের কে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।গুরুতর জখম হয় তালদির উত্তর রাজাপুরের তাপস হালদার,উত্তর তালদির সঞ্জয় মন্ডল, আকাশ মন্ডল,উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানা এলাকার বৃহষ্পতি ভূঁইয়া সহ অন্যান্যরা।
তালদির অন্যান্যরা জখমদের কে উদ্ধার করে। চিকিৎসার জন্য রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে এমন ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিস।
DVC: ফের জল ছাড়ল ডিভিসি।তবে গতকালের তুলনায় আজকে জল ছাড়ার পরিমাণ অল্প কিছুটা বাড়াল ডিভিসি।মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে প্রায় ৬০ হাজার কিউসেক জল ছাড়া শুরু করল ডিভিসি। এদিন মাইথন থেকে প্রায় ৩১ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে প্রায় ২৯ হাজার কিউসেক জল ছাড়া শুরু হল। নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি।
Sourav Ganguly:সিএবি সভাপতি পদে নমিনেশন ফাইল করছেন সৌরভ গাঙ্গুলী। দীর্ঘদিন পরে ফের একবার ক্রীড়া প্রশাসকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সেপ্টেম্বরের কুড়ি তারিখ সিএবি-র এজিএম। ওই দিনই ঘোষণা হয়ে যেতে পারে।
Thank you