Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য, নাড্ডার ফোনেই নিশ্চিত...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য, নাড্ডার ফোনেই নিশ্চিত...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

02 July 2025
02 July 2025 12:45 PM

BJP: রাজ্য সভাপতি বিজেপির হচ্ছেন শমীক ভট্টাচার্য। এর আগে বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার। সকালেই জে পি নাড্ডার ফোন আসে শমীক ভট্টাচার্যের কাছে। সম্ভবত শমীকের নামেই পড়তে চলেছে মনোনয়ন। 

02 July 2025 11:15 AM

Kharagpur: তৃণমূল নেত্রীর হাতে আক্রান্ত আমরা বামপন্থী সংগঠনের সম্পাদক অনিল দাসের বাড়িতে দেখা করতে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঘটনার পর ৪৮ ঘন্টা পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা বামপন্থী -খড়গপুরের সম্পাদক অনিল দাসকে প্রকাশ্যে মারধর করার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবী কোলে শর্মা অধরা রয়ে গিয়েছেন। যদিও তাঁকে খড়গপুর টাউন থানায় ডেকে পাঠিয়ে জেরা করা হয়েছে। কিন্তু তাঁকে গ্ৰেপ্তার করা হয়নি। তবে পুলিশ তাঁকে গ্ৰেপ্তার না করলেও জেলা তৃণমূলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাঁকে শোকজ করে তিনদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা। এমনকি দলের তরফে বেবি কোলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে আজ বুধবার সকালে খড়্গপুরের খরিদা এলাকায় অনিল দাসের বাড়িতে দেখা করতে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। বাড়িতে গিয়ে খোঁজখবর নেন তিনি, এর পাশাপাশি চা খান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, যে অপরাধ করেছে সে থানায় গিয়ে বসে চা খেয়ে এসেছে। অভিযোগ হওয়ার আগেই তৃণমূল নেতারা থানায় গিয়ে কি এফআইআর হবে তা লিখে দিচ্ছে। একটা ঘটনা হলে পুলিস চারদিন ঘোরায় এফআইআর নেয় না। তার সাক্ষী অনিলবাবু আছে। গরিব মানুষের জন্য গেছে, এই যদি পুলিসের চরিত্র হয় তাহলে মানুষ কার কাছে যাবে। গুন্ডা বদমাশরাই দাপিয়ে বেড়াবে। আগে থেকে পুলিসের সঙ্গে নেতার সঙ্গে সেটিং করে এই ঘটনা পুরো পরিকল্পিতভাবে করা হয়েছে।

02 July 2025 11:00 AM

Gangasagar: কয়েকদিনের টানা বৃষ্টিতে গঙ্গাসাগরে ইটের রাস্তায় ধ্বস, সমস্যায় এলাকাবাসীরা। গত কয়েকদিন ধরে দফায় দফায় চলেছে বৃষ্টি, সুন্দরবনের একাধিক জায়গায় বেহাল হয়ে পড়েছে মাটি এবং ইটের রাস্তা। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের দর্জি পাড়ার সুলিস মোড় এলাকায় হঠাৎই প্রায় ২৫ থেকে ৩০ ফুট অংশজুড়ে রাস্তায় ধ্বস নেয়। রাস্তায় ধ্বস নামায় যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে ওই এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল এই ইটের রাস্তা, রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে টেংরামারি খাল। কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার ফলে ধ্বস নিয়েছে এই রাস্তায়। প্রশাসনের কাছে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা।

 

02 July 2025 11:00 AM

Amarnath Yatra: অমরনাথের উদ্দেশে যাত্রা শুরু করলেন তীর্থযাত্রীদের প্রথম দল।  পতাকা দেখিয়ে তাদের যাত্রার সূচনা করেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্য়ান্ট গভর্নর মনোজ সিনহা। আজ সকাল ৫টা নাগাদ ভগবতীনগর বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করলেন ৩৫০০ তীর্থযাত্রী। 

02 July 2025 09:45 AM

South 24 Prgs: এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোপালনগর এলাকায় বাঘের আতঙ্ক, ধরা পরল  বাগরোল। আতঙ্ক কাটল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় উত্তর গোপালনগর এলাকায় রাস্তার ধারে বিরল প্রজাতির বন্য জন্তুকে দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে পথচারীরা। প্রথমে ভেবেছিল চিতাবাঘ। খবর জানাজানি হতে এলাকার মানুষের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় রামগঙ্গা বনদপ্তরকে, রেঞ্জার সাহেবের নেতৃত্বে বনদপ্তরে কর্মীরা ঘটনাস্থলে যায় , বনকর্মীরা দেখে বলেন কোন চিতা বাঘ নয় ,আতঙ্ক হবার কোন কারণ নেই। শেষ পর্যন্ত  বাগরোলটিকে উদ্ধার করে বনদপ্তর। উদ্ধার করার সময় বুঝতে পারে এই জন্তুটি আহত, সম্ভবত কোন যানবাহনের ধাক্কায় আহত হয়েছে। 
তড়িঘড়ি করে পাথরপ্রতিমা পশু চিকিৎসালয় নিয়ে আসে সেখানে চিকিৎসার পর ইতিমধ্যে বনদপ্তরের অফিসে  সেবা-শুশ্রুষা চালাচ্ছেন, সুস্থ হলেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে জানান বনদপ্তর।

02 July 2025 08:45 AM

Patient Death: রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ভবানীপুরে বেসরকারি হাসপাতালে। চিকিৎসার গাফিলতিতে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের ৷ মৃতের নাম ইজহার আহমেদ (36) ৷ মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল ভবানীপুরে এক বেসরকারি হাসপাতাল চত্বরে।
মৃতের পরিবারের অভিযোগ, গতমাসের ১৯ তারিখ মস্তিষ্কে সমস্যা  নিয়ে তিনি ভরতি হয়েছিলেন ওই বেসরকারি হাসপাতালে। রোগীর অস্ত্রোপচার করে বলা হয় অস্ত্রোপচার সফল হয়েছে । এর পর মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল থেকে জানানো হয় শারীরিক অবস্থার অবনতি হচ্ছে , রাতেই মৃত্যু হয় রোগীর। এরপর থেকে পরিবারের লোকজন হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে।

02 July 2025 07:30 AM

Bhangor: দিদিকে বলতে ফোন করে মেলেনি আবাস যোজনার ঘর। এলাকায় গিয়ে মানুষের অভিযোগের মুখে বিধায়ক শওকত মোল্লা। ভাঙড় ১ নম্বর ব্লকের নলপুকুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সরকারি প্রকল্প থেকে সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন, তা জানতে সার্ভে করছিলেন বিধায়ক। সেই সময় এলাকার মানুষ বিশেষ করে আবাস যোজনার ঘর না পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দেন বিধায়কের সামনে।

নলপুকুরের বাসিন্দা রাসাদুল ইসলাম ও শফিকুল ইসলাম অভিযোগ করেন, বিডিও অফিস থেকে শুরু করে 'দুয়ারে সরকার' ক্যাম্প পর্যন্ত সবখানেই আবেদন করেছেন তাঁরা। এমনকি "দিদিকে বলো" নম্বরে ফোন করেও অভিযোগ জানানো হয়েছে। সরকারি কর্মীরা এসে সার্ভে করলেও আজও মেলেনি ঘর।

এই পরিস্থিতিতে বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলেই “দিদিকে বলো” নম্বরে নিজে ফোন করে বিষয়টি জানান। পাশাপাশি, তিনি আশ্বাস দেন আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে বিধায়কের হস্তক্ষেপে। এখন দেখার, এই আশ্বাস কতটা বাস্তবে রূপ নেয়? 

 

02 July 2025 07:30 AM

Howrah Municipality: হাওড়া পুরসভার ভিতরে গাছ চাপা পড়ে মৃত্যু দুজনের।মুখ্য পুর প্রশাসকের দপ্তরের সামনে ইউক্যালিপটাস গাছ আচমকাই ভেঙে পড়ে ভোরবেলা। উমেশ মাহাতো ও নূর মহম্মদ নামে দুই অস্থায়ী কর্মী চাপা পড়ে যান। ঘটনাস্থলে পুলিস। দেহ উদ্ধার করা হয়েছে। গাছটি আনেকদিন ধরেই হেলে ছিল। অফিস টাইমে এই ঘটনা ঘটলে আরো অনেকে জখম হবার সম্ভাবনা ছিল। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গাছটি সরাবার কাজ শুরু করেছে।

02 July 2025 07:30 AM

Purba Midnapur: পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিসকর্মীর। মঙ্গলবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার অন্তর্গত গাড়ুঘাটাতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জয়ন্ত ঘোষাল নামের এক আধিকারিকেরও। পুলিস সূত্রে খবর, মঙ্গলবার রাতে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে টহলের সময়ে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির মধ্যে ছিলেন মহিষাদল থানার সেকেন্ড অফিসার এস-আই জয়ন্ত ঘোষাল-সহ আরও দুই পুলিশকর্মী। সেই সময়েই হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিসের ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে। গাড়িটি পড়ে যায় রাস্তার পাশে একটি জলাশয়ে। কয়েক সেকেন্ডের মধ্যে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় জিপের ভিতরে থাকা পুলিসকর্মীরা বেরিয়ে আসারও সুযোগ পাননি। এই ঘটনায় জয়ন্ত ঘোষাল নামের ওই আধিকারিক ছাড়াও সেখ সাহানার নামের এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Read More