Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: বিজেপির রাজ্য সভাপতি হলেন শমীক ভট্টাচার্য

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে

Breaking News LIVE Update: বিজেপির রাজ্য সভাপতি হলেন শমীক ভট্টাচার্য
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

03 July 2025
03 July 2025 12:30 PM

Domkol: ডোমকল থানা এলাকার গড়াইমারির কাছে মুর্শিদাবাদ পুলিস জেলার স্পেশাল অপারেশন (SOG) গ্রুপের পক্ষ থেকে ডোমকল থানার সঙ্গে  যৌথ অভিযান চালিয়ে সিরাজ মণ্ডল (২৬+) নামে একজন অস্ত্র প্রস্তুতকারককে গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। সিরাজের বাড়ি ডোমকল থানা এলাকার  নিশ্চিন্দাপুর দাড়পাড়া গ্রামে।  তার বাড়ি থেকে  উদ্ধার করা হয়েছে এক অস্ত্রকারখানা ও চল্লিশ হাজার জাল ভারতীয় টাকা। একটি রাইফেল, ৩(তিন) রাউন্ড গুলি, চারটি পাইপ গান, ৯ রাউন্ড তাজা গোলাবারুদ, ১২ টি অসমাপ্ত পাইপগান ।সাধারণ পাইপ ৫ পিস। ড্রিল মেশিন ১ পিস ।্ কাটিং মেশিন ১ পিস। এয়ার ব্লোয়ার ১ পিস। ডাইস ২ পিস সহ অস্ত্র তৈরির বিপুল সামগ্রী।

03 July 2025 12:15 PM

Malda: মালদার মানিকচকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসনে ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। আবাসনের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ছাত্রের। বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে সরব মৃতের পরিবার। মৃত ছত্রের নাম শ্রীকান্ত মন্ডল(১৩)। অষ্টম শ্রেণীর ছাত্র সে। তেরো বছর বয়সে অষ্টম শ্রেণীর ছাত্রর ঝুলন্ত দেহ আত্মহত্যা বলে মানতে নারাজ পরিবার। মানিকচক থানায় লিখিত অভিযোগ স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে পুলিস। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ পাঠিয়েছে পুলিশ। মানিকচক এলাকায় অবস্থিত রোজমেরি মিশনারী নামে এই বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই স্কুলেই পড়ত শ্রীকান্ত। স্কুলের আবাসনেই থাকতো সে। যে ঘরে থাকত সেখানে ৪০জন ছাত্র রয়েছে। কি করে এই ঘটনা ঘটল তা মানতে পারছেন না ছাত্রের পরিবার। পরিবারের দাবি গতকাল শ্রীকান্তের উপর মানসিক নির্যাতন করে স্কুল কর্তৃপক্ষ। তবে কি কারণে নির্যাতন তা বলতে পারেন নি পরিবারের সদস্যরা। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে বিদ্যালয়ে যান মানিকচক থানার আইসি সহ পুলিস কর্তারা। সমস্ত ঘটনার খতিয়ে দেখা হচ্ছে। মৃত ছাত্রর সহপাঠী ও বিদ্যালয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিস কর্তারা। 

03 July 2025 12:15 PM

Siddikullah Chowdhury: তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ প্রকাশ্যে এল। দলের অন্য গোষ্ঠীর দ্বারা নিজের বিধানসভা কেন্দ্রে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান শুনলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তার অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেন এর  আঙ্গুলী হেলনে পুলিসের সামনে  গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায় ও তার দিকে তেড়ে আসে। পুলিস চুপচাপ দাঁড়িয়ে ছিল। পুলিস ইচ্ছা করলেই তাদের সরিয়ে দিতে পারত। পুলিস তা করেনি।

03 July 2025 12:15 PM

Kasba Law College Incident: জিবির সুপারিশে ২০২৪ সালের ৩০ আগস্ট অস্থায়ী কর্মী হিসাবে চাকরি পেয়েছিল মনোজিৎ।   মিটিংয়ে সেই কাজের মেয়াদ রিনিউ করা হয়েছিল। সই ছিল ভিসি ও অশোক দেবের।

 

03 July 2025 09:45 AM

Malbazar: বেতগুড়ি চা বাগানে দলবদলের হাওয়া, ৩৫টি পরিবার বিজেপিতে যোগ। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে মালবাজার ব্লকে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। গতকাল রাতে মাল ব্লকের বেতগুড়ি চা বাগানের নামজি লাইনে আয়োজিত এক যোগদান সভায় সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মোট ৩৫ টি পরিবার। এই কর্মসূচির নেতৃত্ব দেন BTWU-র মালবাজার ব্লক সভাপতি অনিল উরাঁও। তাঁর হাত থেকেই বিজেপির পতাকা গ্রহণ করে দলে যোগ দেন সদ্য দলত্যাগীরা। নতুন সদস্যদের মধ্যে সঞ্জীব উরাঁও-র নাম উল্লেখযোগ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মণ্ডলের সহ-সভাপতি সুমন মিঞ্জ, বুথ সভাপতি রানথু উরাঁও, বিজয় তির্কি, অমর লাকড়া সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী। স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, এই দলবদল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এলাকায় বিজেপির সংগঠন মজবুত করার পাশাপাশি রাজনৈতিক উত্তাপও বাড়াবে। এবারে মাল বিধানসভায় ভালো ফলের আশায় বিজেপি নেতৃত্ব।

03 July 2025 09:45 AM

Jhargram: ফের অজানা জন্তুর পায়ের ছাপ কে ঘিরে আতঙ্ক। ফের চলে আসেনি তো আবার কোনও রয়েলবেঙ্গল? ঝাড়গ্রামের জিতুশোলের জঙ্গলে একাধিক অজানা জন্তুর পায়ের ছাপ কে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। জিতুশোল এলাকার মানুষ জঙ্গলে ছাগল চরাতে গেলে জঙ্গলের পাশে নরম কাদা মাটিতে এই পায়ের ছাপ গুলো দেখতে পায়। তারপরই শুরু হয় গুঞ্জন। তাহলে জঙ্গলমহলে ফের কি রয়েলবেঙ্গল টাইগারের আগমন? এমন মনে হওয়ার যুক্তি হল প্রথমে লালগড় তার পর বেলপাহাড়ি, পুরুলিয়া,বাঁকুড়া র একাধিক জঙ্গলে ঘুরে বেরিয়েছে যমুনা, আর জিনাত। উড়িষ্যার ময়ূরভঞ্জ রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়েছিল তারা। বাঁকুড়াতে ধরা পড়েছিল বাঘটি। গত সপ্তাহে পুরুলিয়, ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া এক ব্যাক্তির বাড়িতে ঢুকে পড়েছিলো রয়েল বেঙ্গল। যা দীর্ঘদিন বেলপাহাড়ি, পুরুলিয়ার জঙ্গল লাগোয়া এলাকা দাপিয়ে বেরাচ্ছিলো। এবার নতুন করে আরও একাধিক জায়গা অজানা জন্তুর পায়ের ছাপ সেই জল্পনা আবার উস্কে দিচ্ছে। এলাকায় স্থানীয়রা মনে করছে এটি বাঘেরই পায়ের ছাপ। তবে বনদপ্তর তা এখনি মানতে নারাজ। বক্তব্য অন্য কোন অজানা জন্তুর পায়ের ছাপ। নমুনা সংগ্রহ করেছে বনদপ্তর। কিন্তু এখনো পর্যন্ত অজানা জন্তু কেউ দেখেননি। এলাকার বাসীন্দা রা কিছুটা আতঙ্কিত।

03 July 2025 09:45 AM

Siliguri: পাখি মারার সন্দেহ ৯ নাবালকের হাত বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল চা শ্রমিকদের বিরুদ্ধে। গুরুতর আহত ১ নাবালক হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বিকেল নাগাদ শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি রায়পাড়ার ৯ জন নাবালক কিশোর তাদের পার্শবর্তী অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনের ঘুরতে গিয়ে তারা দেখতে পায় চা বাগানের রাস্তায় একটি পাখি মরা অবস্থায় পরেরয়েছে। যাদেখে বাচ্চারা মৃত পাখিটি তাদের হাতে তুলেনেয়। অভিযোগ, ঠিক সেই সময় স্থানীয় চাবাগান কর্মী নন্দলাল রাউতিয়া মৃত পাখিটি  কিশোরদের হাতে দেখেফেলে এবং ৯ জনকেই ধরেফেলে।তার সন্দেহ পাখিটিকে এই ৯ জন মেরে ফেলেছে। যার দরুন ৯ জনকেই চা শ্রমিক নন্দলাল বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। অভিযোগ, ঘটনার পরে নাবালোকদের পরিবারের সদস্যদের ফোন করে টাকা দাবি করে অভিযুক্ত চা শ্রমিক। পরবর্তীতে গতকাল রাতে পরিবারের সদস্যরা গিয়ে ঘটনাস্থল থেকে ৯ জনকেই উদ্ধার করে নকশাল বাড়ি হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে প্রশান্ত তির্কি নামে এক নাবালক  গুরুতর অসুস্থ হয়েপরে। সে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। 

03 July 2025 08:45 AM

Ghutiyari Sharif: ঘুটিয়ারি শরিফে ডাকাতি। বন্দুকের নল মুখের মধ্যে দিয়ে মেরে ফেলার হুমকি এক পরিবারের। ব্যাপক মারধর করার অভিযোগ তদন্তে পুলিস আটক বেশ কয়েকজন। একটি পরিবারদের মারধর,  বন্ধুকে নল মুখে দিয়ে হামলা চালানোর  অভিযোগ বেশ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে।  লুটপাট গাড়ি ভাঙচুর থানায় অভিযোগ দায়ের,  আটক বেশ কয়েকজন।তদন্তে পুলিশ।  ঘটনাটি ঘটেছে ঘুটিয়া শরিফ ফাঁড়ির নবপল্লী এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় আতিয়ার রহমান হালদারের  অটো ইউনিয়নের সেক্রেটারির তার বাড়িতে গভীর রাতে  অতর্কিত হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতি মুখে মুখোশ পরে বলে অভিযোগ। ধারালো অস্ত্র ও আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ পরিবারের। আতিয়ুর রহমান তার স্ত্রী সহ পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করা হয়েছে। বন্ধুকের নল মুখের  মধ্যে দিয়ে মেরে দেওয়ার হুমকি দিয়ে ভয় দেখানো হয়েছে, গুলি চালিয়েছে বলে এমনই অভিযোগ। বাড়ির মধ্যে লুটপাট গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনা বেশ কয়েকজন  আটক করেছে পুলিশ। আহত বেশ কয়েকজন তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ঘটিয়া শরীফ স্থানীয় প্রাথমিক হাসপাতালে তারা চিকিৎসাধীন।

03 July 2025 08:45 AM

West Midnapur: পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির অন্তর্গত একারুখী গ্রামে বুধবার সন্ধ্যে সাতটার সময় দাদার হাতে খুন হলেন ভাই। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। সকাল থেকে দাদা বৌদি ঘরে ছিল না। বাড়ি ফাঁকা পেয়ে দাদার বাড়িতে ঢুকে ভাই আলমারি ভেঙ্গে টাকা-পয়সা নিয়ে নেয়। বাড়ি ফিরে দাদা বৌদি দেখে আলমারি ভাঙ্গা এবং লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। বাড়িতে তখন ছিল ছোট ভাই স্বপন, দাদা তপন ভাইকে জিজ্ঞেস করলে সে চিৎকার চেঁচামেচি করতে থাকে, আলমারি ভাঙার কথা অস্বীকার করলে। দাদা এবং ভাইয়ের মধ্যে বচসা ও ঝগড়া চরম পর্যায়ে পৌঁচায় । দাদা ঘরের ভেতর থেকে কুড়ুল নিয়ে এসে বুকে মারে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকলে সেই সুযোগে দাদা এবং বৌদি বাড়ি ছেড়ে পালিয়ে যায়। দাদার খোঁজ চালাচ্ছে পুলিস। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ সংগ্রহ করা হয়েছে ময়নাতদন্তে পাঠানো হবে।

03 July 2025 08:30 AM

Malda: হাইকোর্টের নির্দেশে সিবিআই এর দায়ের করা মামলায় প্রথম দোষী সাব্যস্তের পর সাজা ঘোষণা হতে চলেছে মালদায়। সিবিআই হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী রাজ্যে হিংসায় মোট ৫৫ টি মামলার দায়িত্বভার নেয়। যার মধ্যে মালদার এই পসকো আইনে ধর্ষণের মামলাটিও ছিল। অভিযোগ, চার বছর আগে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতা। এদিন মালদহের অতিরিক্ত নগর দায়েরা আদালতের দ্বিতীয়(এডিজে ২ কোর্ট) বিচারক রাজীব সাহা অভিযুক্ত নেতাকে দোষী সাব্যস্ত করেন। আগামী শুক্রবার মামলায় সাজা ঘোষণা হবে, দাবি সিবিআই পক্ষের আইনজীবীর। তাঁর দাবি, বিধানসভা ভোট পরবর্তী হিংসায় হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের দায়ের করা মামলা ‘প্রথম’ সাজা ঘোষণা হবে। আদালত চত্বরে দাঁড়িয়ে দোষীর কঠোর শাস্তির দাবি জানায় নির্যাতিতার পরিবার। ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে মালদহে। 

03 July 2025 08:30 AM

PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশে সর্বোচ্চ অসমারিক সম্মানে ভূষিত করল ঘানা। ঘানার, 'দ্যা অফিসার অব দ্যা অর্ডার অব দ্যা স্টার অব ঘানা' সম্মান পেয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে ঘানার সঙ্গে ভারতের সম্পর্ক আরও শক্তিশালী করার বড় দায়িত্ব এসে গেল। এই সম্মান দেওয়ার জন্য ঘানা সরকারকে ধন্যবাদ। 

Read More