Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: বনধে জেলায় জেলায় রাস্তা অবরোধ বামেদের, ময়দানে তৃণমূলও

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে

Breaking News LIVE Update: বনধে জেলায় জেলায় রাস্তা অবরোধ বামেদের, ময়দানে তৃণমূলও
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

09 July 2025
09 July 2025 12:30 PM

Bharat Bandh: Khardaha: বামপন্থীদের ডাকা বন্ধে খড়দহ স্টেশনে রেল অবরোধ,অবরোধকারী ও নিত্যযাত্রীদের বচসা। একাধিক শ্রমিক বিরোধী আইন বাতিলের দাবিতে বামপন্থী সংগঠনগুলোর ডাকে বুধবার সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এদিন খড়দহ স্টেশনে বামপন্থী নেতা কর্মীরা লাইনের ওপর বসে পড়ে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধ চলাকালীন বামপন্থী কর্মী সমর্থকদের সঙ্গে রেল যাত্রীদের তীব্র বচসা বেঁধে যায়। সাত সকালেই অবরোধের জেরে চরম সমস্যার সন্মুখীন হন নিত্য যাত্রীরা। প্রায় আধ ঘন্টা অবরোধের জেরে রেল চলাচল বিঘ্নিত হয়। ব্যাস্ততম সময়ে অবরোধের জেরে আপ ও ডাউন উভয় লাইনে পরপর আটকে পরে ট্রেন। অবশেষে ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশের আধিকারিক ও খড়দহ থানার পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এরপরই রেল চলাচল স্বাভাবিক হয়।

09 July 2025 12:15 PM

Bharat Bandh: Siliguri: বনধ সমর্থনকারীরা পুলিসের টুপি খুলে নিল। ঘটনাটি শিলিগুড়ি হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবনের কাছে। জানা যায় বন সমর্থনকারীরা অনিল বিশ্বাস ভবনের সামনে দাঁড়িয়ে বনধের সমর্থনে পিকেটিং করছিল ওই সময় পুলিসের সাথে বাধে বচসা। দেখা যায়, পিছন থেকে এক বন্ধ সমর্থনকারী পুলিসের মাথা থেকে টুপি খুলে নেয়। যা নিয়ে পুলিসের সাথে শুরু হয় বচসা। ঘটনাস্থলে পুলিশের উচ্চ অধিকারা এসে পরিস্থিতি সামাল দেয়।

09 July 2025 12:15 PM

Bharat Bandh: Malbazar: মালবাজারে সাধারণ ধর্মঘটে আংশিক প্রভাব, ওদলাবাড়ি স্কুলে গেট বন্ধ করলো বন্ধ সমর্থকেরা। শ্রম কোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণ বন্ধ সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের আংশিক প্রভাব পড়ল মালবাজার মহকুমায়। ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সকালে ধর্মঘট সমর্থকেরা মেন গেটে দলীয় পতাকা লাগিয়ে স্কুল বন্ধ করে দেয়। ফলে বহু ছাত্রছাত্রী স্কুলে এসে বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। ওদলাবাড়ি অঞ্চলের তৃণমূল যুব সভাপতি তিতাস করের নেতৃত্বে বন্ধকারীদের পতাকা খুলে গেট খুলে দেওয়া হয়। এরপর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করতে সক্ষম হয়। ঘটনা নিয়ে তিতাস কর বলেন, “এই সর্বনাশা বন্ধ মানুষেরই ক্ষতি করে। বন্ধ করে কোনও সমস্যার সমাধান হয় না। তাই এই বন্ধ আমরা মানছি না।” বিদ্যালয়ের শিক্ষক গুরুপদ মন্ডল জানান, “আমার চাকরি জীবনে কখনও এই স্কুল কেউ বন্ধ করতে আসেনি। এই প্রথম। তবে রুলিং পার্টির সমর্থকেরা এসে গেট খুলে দিলে আমরা স্কুলে প্রবেশ করি।” এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে ধর্মঘটের আহ্বান, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

 

09 July 2025 10:45 AM

Bharat Bandh: Dakshin Dinajpur:বামেদের ডাকা ২৪ ঘন্টা ভারত বন্ধের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ ও  মিটিং মিছিল চলছে। বুধবার সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে যান চলাচল স্তব্ধ করতে চেষ্টা করছে বাম সমর্থকরা। বংশীহারীর বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে বুধবার সকালে রাস্তা অবরোধ শুরু করে স্থানীয় বাম কর্মী সমর্থক ও নেতারা। সেখানে পৌঁছে যায় বংশীহারী থানার পুলিশ এবং বন্ধ সমর্থকদের পুলিশের পক্ষ থেকে  রাস্তা থেকে উঠে নির্দেশ দেওয়া হয়। বংশীহারী থানার আইসি অসীম গোপ সমর্থকদের সাথে কথা বলতে গেলে তখনই তার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন মাজিদুর রহমান নামে এক বন্ধ সমর্থক। তাকে প্রকাশ্যেই সপাটে চড় মারেন আইসি অসীম গোপ। এরপরেই পরিস্থিতি আরো উত্তেজনা কর হয়ে ওঠে। স্থানীয় কর্মী সমর্থকরা দাবি করতে থাকেন নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে আইসিকে।
 অন্যদিকে বালুরঘাটে বাম সমর্থকদের জেলাশাসকের দপ্তরের সামনে পিকেটিং এ উপস্থিত ছিলেন জেলা সম্পাদক নন্দলাল হাজরা। তিনি বলেন বিনা প্ররোচনায় গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে আইসি আমাদের কর্মীকে চড় মেরেছেন। ওই আই থেকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। না হলে আমাদের এই আন্দোলন চলছে আরও বৃহত্তর আন্দোলন শুরু হবে বংশী হাড়িতে।

09 July 2025 10:45 AM

Panihati: পানিহাটির মানুষের জল যন্ত্রণার শেষ নেই। ভোট আসে ভোট যায় মেলে প্রতিশ্রুতি কিন্ত তা আর পুরণ হয় না।  প্রতিবছর বর্ষা আসলেই পানিহাটি জলমগ্ন হয়ে পড়ে বিশেষ করে এচ বি টাউন সহ ঘোলা অঞ্চল।  আর অসুবিধার মধ্যে পরে একালার বাসিন্দারা। কার্জত তারা ঘর বন্দি হয়ে পরেন। যাদের না বেরলেই নয় তারাই বের হয়। এলাকার বাসিন্দারা বলেছেন ভোটের সময় সবাই আসে প্রতিশ্রুতি দেয় কিন্ত কাজের কাজ হয় না। তারা প্রত্যেকেই স্থায়ী সমাধান চান। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে তারা সরকারে আসলে এই সমস্যার সমাধান করবেন। যেটা পানিহাটি মানুষের দীর্ঘ  দিনের সমস্যা। 
পানিহাটি পৌরসভার উপ-পৌগ্রপ্রধান শিকার করে নিয়ে এবার সাফাই টা করা যায় নি তাদে এই জল মোকাবিলায় নাবতে দেরি হয়েগেছে। চারিদিকের জল এসে পানিহাটিতে জমা হয় তাই সমস্যা হয় তবে নিকাশি নালার কাজ শুরু হয়ে গেছে কাজ শেষ হলেই পানিহাটি মানুষ জল যন্তনার থেকে মুক্তি পাবেন। 

 

09 July 2025 10:45 AM

Bharat Bandh: Tufanganj: তুফানগঞ্জে বন্ধের সমর্থনে  মিছিল চলাকালীন তুফানগঞ্জ শহর ভিআইপি মোর এলাকায় বনধ সমর্থনকারীদের সাথে তৃণমূলের সঙ্গে ধাক্কাধাক্কি । চরম উত্তেজনা এলাকায় ।

09 July 2025 10:15 AM

Bharat Bandh: Kalna: মাথায় ভরা বৃষ্টি নিয়ে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রেল অবরোধ করলো বাম সমর্থকরা,কালনার সমুদ্রগর স্টেশনে কাটোয়া হাওড়া গামী রেল আটকায় ধর্মঘটিরা, বেশ কিছু ক্ষণ পর অবরাধ উঠে যায়।

09 July 2025 09:00 AM

Bharat Bandh: Kolkata: দূর্গাপুর ব্রিজে অশান্তি। কয়েকটি লরির কাঁচ ভাঙ্গা হয়েছে। ক্ষুব্ধ লরি চালকরা রাস্তায় লরি দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। তাদের বক্তব্য, তারা পেশার তাগিদে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন। বনধ সমর্থকরা তাদের গাড়িতে হামলা চালিয়েছেন।

 

09 July 2025 08:45 AM

Bharat Bandh: Arambagh: হুগলির পুরশুড়ায় আরামবাগ-কলকাতা রাজ্য সড়কে পথ অবরোধ করল বাম শ্রমিক সংগঠনগুলি। ১২ঘন্টার সাধারণ ধর্মঘট সফল করতে এই পথ অবরোধ। প্রধান সড়কে অবরোধের ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পুরশুড়া থানার পুলিস পথ অবরোধ তোলার চেষ্টা করলেও বাম কর্মী সমর্থকরা রাস্তায় পতাকা নিয়ে বিক্ষোভ দেখায়। এদিকে সাধারণ মানুষ না যেতে পারায় ধর্মঘটী দের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। অপরদিকে গোঘাটেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিপিএম কর্মীরা। লাল ঝান্ডা হাতে নিয়ে স্লোগানও দেন। পাশাপাশি আরামবাগেও পথ অবরোধে সামিল হন সিপিএমের লোকজন। সর্বত্রেই যান জটের শিকার নিত্য যাত্রীরা। 

09 July 2025 08:45 AM

Bharat Bandh: Ghutiyari: পুলিসের সঙ্গে বাম কর্মীদের ধ্বস্তাধস্তি, জোর করে রেল লাইনের উপর থেকে বাম কর্মীদের সরিয়ে দিল পুলিস। পুলিশের তৎপরতায় ট্রেন ঘুটিয়া শরিফ থেকে ছেড়ে দিলেও বাম কর্মীরা আবারও রেলের উপরে আন্দোলন  চালাচ্ছে।

09 July 2025 08:45 AM

Bharat Bandh: Ghatal: ধর্মঘট  সমর্থনকারীদের সঙ্গে পুলিসের বচসা, ঠেলাঠেলি। বামফ্রন্ট ট্রেড ইউনিয়নগুলি ডাকে ১২ ঘন্টার ধর্মঘট সফল করতে পথে নেমেছে কর্মী সমর্থকরা, ঘাটাল কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকায় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপর জমায়েতকারীদের হটিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে  ব্যস্ত পুলিস। এক কথায় ঘাটালে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া। 

 

 

09 July 2025 08:30 AM

Bharat Bandh: DumDum: বনধের দাবিতে বাঙ্গুর এভিনিউ থেকে মিছিল করে দমদম যশোর রোড অবরোধ করলেন বনধ সমর্থনকারী বাম কর্মী সমর্থকরা। এদিন মিছিল করে এসে যশোর রোড বাঙ্গুর এভিনিউ অবরোধ করে তারা। যদিও পরবর্তীতে অবরোধ তুলে নেয় তারা। পরবর্তী সময়ে লেকটাউন যশোর রোড অবরোধ করলে সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি ও বচসা।

 

09 July 2025 08:30 AM

Bharat Bandh: Howrah: বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলির ডাকে ভারত বনধের সমর্থনে ডোমজুড়ে সিপিএম কর্মীদের জোর করে রাস্তায় বাস এবং লরি থামানোর পাশাপাশি দোকান বন্ধের চেষ্টা। আজ সকালে ডোমজুড় বাজারে বাম কর্মীরা স্লোগান দিতে দিতে বাস এবং লরি থেকে চালকদের নামিয়ে নেওয়ার চেষ্টা করে। এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং রাফ। পুলিশ লাঠি চালাতে শুরু করলে বাম কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

09 July 2025 08:30 AM

Bharat Bandh: Siliguri: বন্ধ সমর্থিত ট্রেড ইউনিয়নদের রাস্তায় না দেখা গেল বন্ধের বিরোধিতায় রাস্তায় নামতে দেখা গেল শাসকদলের শ্রমিক সংগঠন INTTUC কে। কৃষক ট্রেড ইউনিয়নদের ডাকা বন্ধ শহর শিলিগুড়ি এবং মহকুমায় পালিত হচ্ছে। সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট। যদিও শহরের রাস্তায় অন্যান্য দিনের তুলনায় বেসরকারি যানবাহনের সংখ্যা কিছুটা কম  চলাচল করলেও অন্যান্য দিনের মতো সরকারি যানবাহন একইভাবে চলছে। তবে শিলিগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায় বন্ধের সমর্থনে কোন পিকেটিং বা মিছিল চোখে না পড়লেও বন্ধের বিরোধিতায় রাস্তায় মিছিলে নেমেছে শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি। আইএনটিইউসির জেলা সভাপতি নির্জল দে বলেন, আমরা বন্ধের বিরোধিতায় রাস্তায় নেমেছি বন্ধ করে কোন সলিউশন হবে না তাই শহরের দোকানপাট খোলার জন্য শহরবাসীকে আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমরা এই বন্ধ মানি না বলেই জানালেন তিনি।

 

09 July 2025 08:30 AM

Bharat Bandh: Bankura: শ্রম কোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণ বন্ধ সহ  বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ১২ ঘন্টা সাধারণ ধর্মঘটের আংশিক প্রভাব পড়ল বাঁকুড়ার বাস চলাচলে।  সকালের দিকে বাঁকুড়া শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে যে সমস্ত বাস বিভিন্ন রুটে ছেড়ে যায় তার একাংশ ছেড়ে গেলেও বহু বাস এদিন নিজস্ব রুটে  বের হয়নি। যে সমস্ত বাস নিজস্ব রুটে বেরিয়েছে সেগুলিতেও একদিকে ধর্মঘট আর অন্যদিকে লাগাতার বৃষ্টির জেরে  যাত্রীর সংখ্যা রয়েছে হাতেগোনা।অন্যদিকে,শ্রম কোড বাতিল, সমকাজে সম বেতন সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের সমর্থনে বাঁকুড়ার বড়জোড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ধর্মঘটীরা।

09 July 2025 08:30 AM

Bharat Bandh: Bhatpara: সাধারন ধর্মঘটে জুটমিলের গেট কার দখলে থাকবে তা নিয়ে মরিয়া চেস্টা TMC আর CITU-র। সকাল থেকেই ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের গেট দখল নিল তৃণমূল ট্রেড ইউনিয়ন। পালটা মিলের গেট দখলে মরিয়া CITU ও। যাতে কোন রকম সংঘর্ষ না বাধে তার জন্য মোতায়েন পুলিসও।তবে মিলের গেট কার দখলে থাকবে তা নিয়ে মরিয়া দুই পক্ষই। তবে তৃণমুলের দাবি ৯০% শ্রমিক কাজে যোগ দিয়েছে। পালটা CITU র দাবি যারা কাজে যোগ দিয়েছে তারা আবার বেরিয়ে আসবে।

09 July 2025 08:30 AM

Bharat Bandh: হেলমেট পরে সরকারি বাসের চালকরা পথে। কাকভোর থেকেই বন্ধ সমর্থকেরা ফ্ল্যাগ হাতে জলপাইগুড়িতে। শহরের নেতাজিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাম, যুব কর্মী সমর্থকরা। বনধকে ঘিরে পুলিসের নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। সরকারি বাসস্ট্যান্ডে যাত্রীদের আনাগোনা লক্ষ্য করা যায়। ইতিমধ্যে যাত্রীরা বাসে উঠে নিজ নিজ গন্তব্য স্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। পুলিশের সাথে বন্ধ সমর্থক কারীদের ধস্তাধস্তি। বেশ কয়েকজন বাম বন্ধ  সমর্থককারীদের আটক করা হয়।

Read More