জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Itahar: বিপুল সংখ্যক জাল লটারির টিকিট-সহ ৪ জনকে আটক করল ইটাহার থানার পুলিস। ইটাহারের কমলাই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে ওই ৪ জন যুবক এই কারবার চালাচ্ছিল বলে স্থানীয়রা জানান। তবে ওই বাড়িটি একজন সিভিক ভলেন্টিয়ারের বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার রাতে ইটাহার থানার কমলাই এলাকায় স্থানীয় বাসিন্দারা একটি বাড়িতে কিছু অবৈধ কাজ হয় এই সন্দেহে হানা দেয় স্থানীয়রা। সেখানেই উদ্ধার হয় প্রচুর জাল লটারির টিকিট। স্থানীয়রা পুলিসকে খবর দেয়। পুলিস এসে ৪ যুবককে আটক করে। এবং বাজেয়াপ্ত করা হয় প্রচুর ফেক লটারির টিকিট।
Bangladeshi Arrested near Fort William: ফোর্ট উইলিয়াম ও প্রিন্সেপ ঘাটের সংযোগস্থল থেকে গ্রেফতার এক বাংলাদেশি। তাকে গ্রেফতার করে হেস্টিংস থানার পুলিস। উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় পুলিসের। জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি বাংলাদেশি। কী জন্য ঘুরে বেড়াচ্ছিল খতিয়ে দেখছে হেস্টিংস থানার পুলিস। ধৃতের নাম আজিম সেখ। ২১ বছর বয়স। খুলনার বাসিন্দা। কী কারণে তার বার বার ভারতে আসা যাওয়া। ফোর্ট উইলিয়ামের কাছে কেন ঘোরোঘুরি জানতে এসটিএফ, সেন্ট্রাল আইবি ও এনআইএ যোগাযোগ করেছে হেস্টিংস থানার সঙ্গে।
Kolkata: বিদেশে নিয়ে গিয়ে কাজ দেওয়ার নামে অপহরণের অভিযোগ। উদ্ধার এয়ারপোর্ট অঞ্চল থেকে বেশ কয়েকজন। গুজরাটের বাসিন্দা। কানাডা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। পাসপোর্ট তৈরী করে জাল ভিসা তৈরির পরিকল্পনা অনুমান। গ্রেফতার ২
Earthquake in Delhi: সাতসকালে কেঁপে উঠল দিল্লি। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৪.৪। হরিয়ানাতেও টের পাওয়া গেল কম্পন। হঠাত্ মাটি দুলতে থাকায় ঘর ছেড়ে বেরিয়ে এলেন মানুষজন। কম্পন টের পাওয়া যায় সকাল ৯টা ৪ মিনিট নাগাদ। কেঁপে ওঠে গুড়গাঁও, নয়ডা, মেরঠ ও সামলিতেও।
Shubhanshu Shukla: পিছিয়ে গেল শুভাংশু শুক্লাদের ঘরে ফেরা। পরিবর্তিত দিন হিসেবে ১২ জুলাই বিকেল ঘোষণা করেছে স্পেস এক্স। সেক্ষেত্রে ১২ তারিখ ভারতীয় সময় বিকেল সাড়ে ৫ টা নাগাদ ডি ডকিং প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তার ১৭ ঘণ্টা পর অর্থাৎ ১৩ জুলাই ভারতীয় সময় দুপুর নাগাদ স্পেস এক্স ড্রাগন ৯ এর ক্যালিফোর্নিয়া সমুদ্র সৈকতের কাছে সমুদ্র পৃষ্ঠে স্প্ল্যাশ ডাউন হওয়ার কথা। সময় পিছিয়ে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে গবেষণার কিছু শেষ মুহূর্তের কাজ বাকি থেকে যাওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি এই ভারতীয় মহাকাশচারীর কয়েকশো কোটি টাকার বিমা করানো আছে। সেক্ষেত্রে অহেতুক তাড়াহুড়ো করার পক্ষপাতি নয় ইলন মাস্কের সংস্থা। হাতে এখনও সময় আছে। খাবার এবং অক্সিজেন সহ পর্যাপ্ত রসদ স্পেস এক্স মহাকাশ যানে মজুদ আছে। তাই সম্পূর্ণ গবেষণা শেষ করার পরেই পরশু অর্থাৎ ১২ জুলাই ডি ডকিং অর্থাৎ মূল স্পেস এক্স থেকে ড্রাগন ৯ এর বিচ্ছিন্ন করণ প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।
NMC: কসবা কাণ্ডের আবহে এবার দেশজুড়ে ডাক্তারি পড়ুয়াদের অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে, ত্রিস্তরীয় গ্রীভান্স রিড্রেসাল কমিটি তৈরি করতে নির্দেশ সব রাজ্যকে। জাতীয় মেডিকেল কমিশনের তরফে advisory জারি করা হল।
Gugu Purnima: আজ গুরু পূর্ণিমা। হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মে আজকের আষাঢ় পূর্ণিমার এই দিনের তাৎপর্য অনেক। গুরু শব্দের মানে হল যিনি অন্ধকার দূর করেন। তমসা থেকে জ্যোতির পথে যিনি মানুষকে চালিত করেন। এই বিশেষ দিনে বেলুড় মঠে হাজির হন মঠের শিষ্য ও দীক্ষিতরা৷ গুরুকে স্মরণ করা হয় ,আলাদা করে কৃতজ্ঞতা জানানো হয় গুরুকে। গুরু পূর্ণিমার দিন মঠে ঠাকুর-মা-স্বামীজীর বাণী পাঠ, বৈদিক মন্ত্র, স্তোত্র উচ্চারণ ও ভক্তি সঙ্গীত হয়।গুরু পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও দীক্ষাগুরু মহারাজদের প্রণাম করার জন্য ভক্তদের ঢল বেলুড় মঠে। এই বিশেষ দিনে দূরদূরান্ত থেকে ভক্তরা পদ্মফুল নিয়ে তাঁদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে সশরীরে বেলুড় মঠে আসেন। গুরুরাও ভক্তদের আশীর্বাদ করেন।
Jhargram: ঝাড়গ্রামের রঘুনাথপুরের একটি আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য,শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ঝাড়গ্রাম পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার একটি আবাসনে থাকতেন বিকাশ চক্রবর্তী ও তার পরিবারের লোকেরা। বিকাশ চক্রবর্তী তার স্ত্রীকে নিয়ে গত ৪ জুলাই কলকাতায় মেয়ের বাড়িতে গিয়েছিল। ৯ জুলাই কলকাতার মেয়ের বাড়ি থেকে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফিরে বিকাশ চক্রবর্তী ঝাড়গ্রামে সপরিবারে ফেরেন। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় বিকাশ চক্রবর্তী ও তার স্ত্রী পাঁচতলা আবাসনের তিন নম্বর ফ্লোরে যখন নিজেদের ঘরে যান তখন তারা দেখতে পান দরজায় লাগানো চাবি তালাটি ভাঙ্গা। এরপর ঘরের ভিতর গিয়ে দেখেন বাড়িতে রাখা আলমারি ও ভাঙা অবস্থায় রয়েছে। বিকাশ চক্রবর্তী বলেন আলমারিতে থাকা প্রায় ১৪০ গ্রাম সোনার গহনা গহনা এবং নগদ ১৩ হাজার টাকা দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি ঝাড়গ্রাম থানার পুলিসকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিস। পুলিশ ওই আবাসনে গিয়ে দুঃসাহাসিক চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। তবে জনবহুল এলাকায় থাকা ওই আবাসনের ফ্ল্যাটে ঢুকে দুষ্কৃতীরা কয়েক লক্ষ টাকার সোনার গহনা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ঝাড়গ্রাম থানার পুলিস অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
Kustav Bagchi: ব্যারাকপুর আদালতে জামিন পাওয়া সত্ত্বেও ফের আইনজীবী কৌস্তভ বাগচিকে একই মামলায় হাজিরার নোটিশ মোহনপুর থানার। আগামী ১২ জুলাই ১১ টার মধ্যে মোহনপুর থানায় হাজিরার নোটিস দেওয়া হল। আজ তার বাড়িতে সেই নোটিশ পৌছে দিলো মোহনপুর থানা। কৌস্তভের বক্তব্য গত ৭ জুলাই ব্যারাকপুর আদালত তাকে ব্যারাকপুরের এক বেসরকারি নার্সিং হোমে ঝামেলার এবং চিকিৎসকদের হেনস্থার মামলায় তাকে জামিন দিয়েছে। তারপর ও ওই একই ঘটনায় মোহনপুর থানা আবার হাজিরার নোটিস পাঠিয়েছে।
Thank you