জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Madrasha Service Commission: ১৫ বছর পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট। ২১ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ আদালতের। বুধবার বিচারপতি পার্থসারথি সেনের রায়, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন। ২১ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ করতে হবে। দীর্ঘ দিন পরে আদালতের এই রায়ের ফলে ২৯২টি শূন্যপদ পূরণে জট কাটল।
Patharpratima:দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার নদী এলাকার চর। সেই চরের ম্যানগ্রোভ কেটে মাটি তুলে তৃণমূল পঞ্চায়েত সদস্য দাঁড়িয়ে থেকে পোল্ট্রি ফার্ম করে দিচ্ছে তার আত্মীয়ের। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ভাগবতপুরে। এই দলিলের বৈধতা ও ম্যানগ্রোভ কেটে পল্টি ফার্ম করার প্রতিবাদে সরব ওই এলাকার বাসিন্দারা । এ নিয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে সরকারি নদীর চর কিভাবে বিক্রি হল, তার বৈধতা নিয়ে অভিযোগ দায়ের করেছেন।একই সঙ্গে কিভাবে তৃণমূল নেত্রী দাঁড়িয়ে থেকে এত বড় পোল্ট্রি ফার্ম করাচ্ছেন তা নিয়ে সরাব এলাকাবাসী। ম্যানগ্রোভে ভরা, জোয়ার ভাঁটা খেলা জনবসতিহীন নদীর চর কিভাবে বিক্রি হল এ নিয়ে বিজেপির পক্ষ থেকে তদন্তের দাবি করা হয়েছে । তাদের বক্তব্য যদি মেদিনীপুরে বসে পাথরপ্রতিমার নদীর চর কেউ বিক্রি করতে পারে,তাহলে দিল্লি কিংবা বোম্বাই থেকে বসে রাজভবন আর নবান্নটাও বিক্রি করে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না । এটাতো বাংলার মানুষ হতে দেবে না।আমাদের সন্দেহ এটা একটা বড় চক্র, এই চক্রের মাথাকে বের করার দায়িত্ব প্রশাসনের।
Arambagh:টানা বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে পরিস্থিতি ক্রমশই জটিলাকার ধারণ করছে।খানাকুল ২ নং ব্লকের মাড়োখানা,পানশিউলি,বন হিজলি,হানুয়া,চাঁদপুর,ঢলডাঙ্গা,শাবলসিংহ পুর সহ একাধিক এলাকা জলমগ্ন।এর পাশাপাশি রূপনারায়ণ নদীর জল ফুলে ফেঁপে উঠেছে।এর ওপর জোয়ারের জল ঢুকেছে।ফলে গোটা এলাকা জলমগ্ন হয়ে গেছে।অপর দিকে পশ্চিম খানাকুলের ঘোষপুর এলাকায় জলমগ্ন হয়েছে।এই গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামও জলমগ্ন হয়েছে।
Chandrakona Flood: চন্দ্রকোনায় শিলাবতী নদীর জলস্তর বিপদসীমা ছুঁইছুঁই, ফের নদীর জল ঢুকছে ভাঙা বাঁধ দিয়ে।চন্দ্রকোনার যদুপুরে শিলাবতী নদীর জল ঢুকছে ভাঙা বাঁধ দিয়ে,জলের তলায় কৃষি জমি।নদীর জলস্তর বাড়ায় চন্দ্রকোনার দুটি ব্লকের বেশকিছু এলাকায় প্লাবন পরিস্থিতি।
Nadia: শিল্পীর নিপুণ হাতে গড়া ১০ ইঞ্চি দুর্গা প্রতিমা এবার পাড়ি দেবে ইংল্যান্ডে শান্তিপুর মানেই তাঁতের শাড়ি, যা বহুদিন ধরেই দেশ-বিদেশে জনপ্রিয়। এবার সেই ঐতিহ্যের পাশে নতুন মাত্রা যোগ করতে চলেছেন নদিয়া জেলার শান্তিপুর চৌগাছা পাড়ার বাসিন্দা মৃৎশিল্পী সুমিত পাল। তাঁর হাতে তৈরি মাত্র ১০ ইঞ্চি উচ্চতার এক দুর্গা প্রতিমা পাড়ি দিতে চলেছে ইংল্যান্ডে। সুমিত ছোটবেলা থেকেই প্রতিমা তৈরির কাজ শিখেছেন তাঁর বাবা, দাদুর কাছ থেকে। একইসঙ্গে তিনি একজন অঙ্কন শিল্পীও। এই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন প্রায় একমাস আগে, এবং পুরো কাজ শেষ হতে এখনো এক মাসেরও বেশি সময় লাগবে। প্রতিমা তৈরি হচ্ছে গঙ্গা মাটি দিয়ে , যদিও এই দুর্গার সঙ্গে থাকছে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ , তবু ছোট আকারের প্রতিমার প্রতি আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন সুমিত। এর আগেও তাঁর তৈরি দুর্গা মূর্তি গিয়েছে মেক্সিকোতে। এবারে পাড়ি দিতে চলেছে ইংল্যান্ডে। এই দুর্গা মূর্তিকে “মহিষমর্দিনী ” বলা হয়ে থাকে। সুমিত জানান, শুধু দুর্গা নয়, বারোমাস তিনি শিব, লক্ষ্মী, গণেশ, কার্তিক সহ ছোট মাটির মূর্তি তৈরি করেন। পাশাপাশি আঁকা শেখানোর কাজও করেন, যার সুবাদে তাঁর বিদেশে যোগাযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে এই শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চান তিনি।
PM Narendra Modi: ২৬ এর ভোটকে পাখির চোখ করে কার্যত কল্পতরু হয়েই ১৮ জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সেদিন এই রাজ্যে মোট ৮ টি প্রকল্প সূচনা বা উদ্বোধন করবেন মোদী। যার মোট ব্যয় প্রায় ৬ হাজার কোটি টাকা।
১) দুর্গাপুর থেকে কলকাতা বাণিজ্যিক গ্যাস পাইপ লাইন উদ্বোধন।
২) বাঁকুড়া ও পুরুলিয়া সিটি আরবান গ্যাস সরবরাহ প্রকল্প।
৩) রঘুনাথপুর মেজিয়া ডিভিসি তাপবিদ্যুৎ প্রকল্পের মেকানিকাল ইউনিটের একটা অংশ।
৪) পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখার কয়েকটি রেলওয়ে ওভারব্রীজ।
৫) রাজ্যের ওপর দিয়ে যাওয়া দুই থেকে তিনটি জাতীয় সড়কের সম্প্রসারণ প্রকল্প।
Delhi Fire: দিল্লির গোবিন্দপুরায় এক পুরনো বাড়িতে অগ্নিকাণ্ডে মৃত ২, আহত ২ জন। আগুন লাগার কারণ এখনও অজানা।
Siliguri: সেভকের তিস্তা নদীর উপর ঐতিহ্যবাহী করনেশন সেতু ভেঙে পড়েছে। এ আই প্রোগ্রামের মাধ্যমে এই ভিডিও পোস্ট করে চাঞ্চল্য ছড়ালো ডুয়ার্সের এক যুবক। সেই ভিডিও পোস্ট পোস্ট হতেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অনেকেই সত্য মিথ্যা যাচাই করতে শুরু করে। খোঁজ নিতে শুরু করে বিভিন্ন মাধ্যমে। সত্যি ভেঙ্গে পড়েছে কিনা তা নিয়ে ফোনা ফোনি শুরু হয়।
Birati: বনগা-শিয়ালদহ শাখার বিরাটি থেকে দূর্গানগর রেলওয়ে স্টেশনের মাঝে যুগলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অজ্ঞাত পরিচয় ওই যুগল সুইসাইড করেছে না খুন তা নিয়ে ধন্দে রেল পুলিশ। যদিও স্থানীয়দের দাবি, ওই যুগল রেললাইনে দাঁড়িয়ে ছিল একে অপরের হাত ধরে। ডাউন লাইনে ট্রেন আসতেই তারা ট্রেনের সামনে চলে যায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে রেল পুলিশ। যুগলের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
Kolkata: ভিনরাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ১৬ তারিখ বিকেল ৪ টের সময় সিথির মোর থেকে প্রতিবাদ মিছিল শুরু হবে। উপস্থিত থাকবেন বরানগড়ের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জী
Bhangor TMC Leader Death: ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের মামলায় আরও এক গুরুত্বপূর্ণ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। সবজি বিক্রেতা জাকির গাজী নামের ওই ব্যক্তিকে নারায়ণপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে এই মামলায় মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ৬ জনে। মূল শ্যুটার সন্দেহে ধৃত জাকির গাজী।
Kolkata Rain: সকালে দেড় ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টি কলকাতায়। দক্ষিণ কলকাতা ও শহরতলীতে বেশি বৃষ্টি হয়েছে। উত্তর কলকাতা এবং উত্তর শহরতলী এলাকায় বৃষ্টি ২৫ মিলিমিটার। সকাল ৪ টে ৫৫ থেকে ৬ টা ১৫ পর্যন্ত প্রবল বৃষ্টি শহরের একাংশে।
Thank you