Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: বাড়িতে শুয়েছিলেন, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ঘটনাস্থলেই মৃত ১

LIVE Update: মৃতদেহ কাঁধে নিয়ে কয়েকজন গ্রামবাসী কোনও রকমে হাঁটু সমান কাদা জল পেরিয়ে সৎকারের জন্য শ্মশানের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: বাড়িতে শুয়েছিলেন, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ঘটনাস্থলেই মৃত ১
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

17 July 2025
17 July 2025 13:45 PM

Nadia: বিবাহিত মহিলার সাথে বিবাহবহির্ভুত সম্পর্কর কারণে যুবক আক্রান্তের অভিযোগে গ্রেপ্তার তিন। গত 14/7 রাতে কৃষ্ণগঞ্জ এর মাজদিয়া জয় ঘাটার এক যুবকে রক্তাত্ব অবস্থায় এলাকার মিষ্টির দোকানের পিছন থেকে উদ্ব্বার করে কৃষ্ণগঞ্জ হাসপাতাল থেকে কৃষ্ণনগর জেলা হাসপাতলে ভর্তি আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসা চলছে,পরের দিন রাতে আহত সৌভিক ঘোষের বাবা তিন জনের নামে থানাতে অভিযোগ করলে,গতকাল রাতে এক জন কে জয় ঘাটা থেকে বাকি তিন জন কে কৃষ্ণনগর শক্তিনগর এক আত্মীয় বাড়ি থেকে গ্রেপ্তার করে আজ কৃষ্ণনগর জিলা আদালতে পাঠালো,পুলিশ সুত্রে জানা যায়,সুস্মিত অধিকারি,তার স্বামী নিমাই অধিকারি, শশুর নিশিৎ অধিকারি তিনজনে গ্রেপ্তার হয়।সুস্মিত অধিকারি স্বীকার করেন সৌভিক এর সাথে দুই সপ্তাহ সম্পর্ক ছিল,তবে কেনো তাদের নামে অভিযোগ করলো বুজতে পারছে না,

17 July 2025 13:45 PM

Bankura: সারের কালোবাজারি বন্ধ ও কৃষকদের নাহ্য মূল্যে সার দেওয়ার দাবিতে বাঁকুড়ার খাতড়ায় পথ অবরোধ কৃষকদের। ধান রোপন শুরু হতেই রাসায়নিক সারের ব্যপক কালোবাজারি শুরু হয়েছে বাঁকুড়ার খাতড়া ব্লক এলাকায়। অবিলম্বে এই কালোবাজারি বন্ধ ও নাহ্য মূল্যে কৃষকদের সার সরবরাহের দাবিতে এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকেরা।আজ দুপুরে খাতড়ার দেদুয়া সেতুর কাছে বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন কৃষকেরা। 

 

17 July 2025 13:45 PM

Basirhat: মুক ও বধির দুই নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিস। আজ টোটো চালককে বসিরহাট আদালতে তোলা হয়।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা যায় হাসনাবাদ থানা এলাকার পাশাপাশি দুই গ্রামে বাড়ি একই স্কুলে পড়ে দুই বান্ধবী দুজনই মুখ ও বধির নাবালিকা দুই ছাত্রী এক জন ষষ্ট শ্রেণী ও আর এক জন অষ্টম শ্রেণীতে পড়ে এই দুই মুখ ও বধির নাবালিকা  গতকাল বিকেলে বাড়ি পাশে খেলা করার সময় এলাকারই এক টোটো চালক খাবারের লোভ দেখিয়ে টোটোতে করে একটি নির্জন জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সেখানে তাদেরকে যৌন নির্যাতন ও ধর্ষণ করে বলে অভিযোগ।  নিখোঁজ দুই নালিকার খোঁজখুঁজির পর বাড়ি লোকজন এলাকায় কিছু দূরে 
ঝোপ ঝাড় জঙ্গলের  পাশে দুজন কে খোলা মেলা রক্তাক্ত অবস্থায় দেখতে পায়  মুখ বধির দুই নাবালিকাকে পাশেই দাঁড়িয়েছিল ঐ 
টোটো চালক তাকে  জিঞ্জাসা করলে সে সেখান থেকে গা ঢাকা দেয়। তখন পাড়ার লোকজন ডেকে নাবালিকার পরিবার প্রতিবেশী ওই টোটো চালকের বাড়িতে গেলে তাদের দেখে বাড়ি ছেড়ে পালায় টোটো চালক দুলাল মণ্ডল।
এরপর গতকাল সন্ধ্যায় ঐ টোটো চালকের বিরুদ্ধে  হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতে টোটো চালক কে গ্রেফতার করে পুলিস। আজ অভিযুক্ত টোটো চালক কে  বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

 

17 July 2025 13:45 PM

Partha Chatterjee: আজও শুনানি হল না পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদনের মামলার। যেহেতু বিচারপতি জয়মাল্য বাগচী এই মামলার সঙ্গে কলকাতা হাইকোর্টে যুক্ত ছিলেন এবং আবেদনকারীর জামিনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রায় দিয়েছিলেন তাই মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি জানান সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবীর।বিচারপতি জয়মাল্য বাগচি জানান তিনি এই মামলার শুনানি থেকে সরে যাচ্ছেন। বিচারপতি সূর্যকান্ত নির্দেশ দেন, নতুন বেঞ্চ গঠন করা হোক যেখানে বিচারপতি জয়মাল্য বাগচী যুক্ত নন।

 

17 July 2025 08:45 AM

West Midnapur: গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি এবং বিভিন্ন জলাধার গুলি থেকে জল ছড়ায় ফুঁসছে কংসাবতী নদী। নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষি জমি। ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয়রা জানাচ্ছেন, গত কয়েকদিন ধরেই নদীর জল বাড়ছিল। সোমবার থেকে জলস্তর বৃদ্ধি পেতে শুরু করে। তারপরই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষি জমি। নদীর পাড়েই ছিল বিভিন্ন ফসলের জমি। অনেককে দেখা গিয়েছে, সেখান থেকে ফসল সরিয়ে নিতে। ছিল ফলের বাগানও। সেই গাছ কেটেও বাড়িতে নিয়ে চলে যেতে দেখা যায়। তাদের দাবি, নদীতে চলে যাচ্ছে সমস্ত কিছু। কিছু গাছ আছে ঘরে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য কেটে নিতে হচ্ছে। মনিদহ,গুড়গুড়িপাল,ভাটপাড়া, ফরিদচক সহ বিভিন্ন এলাকায় এইভাবে নদীর পাড় ভাঙার ঘটনা ঘটছে।প্রশাসনিক সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ৫০ বিঘা কৃষি জমি নদী গর্ভে চলে গিয়েছে। আরো ৫০ বিঘা জমি নদী গর্ভে যাওয়ার উপক্রম হয়েছে। পাকাপোক্তভাবে নদীর পাড় বাঁধানো না হলে নদী ভাঙনের ফলে আগামী দিনে ঘরবাড়ির কাছাকাছি চলে আসবে কংসাবতী নদী। কৃষি জমি তলিয়ে যাওয়ায় আগামী দিনে সংসার চালাবেন কিভাবে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকদের। এই নিয়ে বিজেপির জেলা সহ সভাপতি শংকর গুচ্ছাইত বলেন, তারা এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আবেদন করেছিলেন,কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি।ফলে শুধু চাষ জমি নয় আগামীদিনে এলাকার ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে বলেই তিনি জানান।কাটমানি না খেয়ে যাতে দ্রুত নদীর বাঁধের ব্যবস্থা করা হয় তার দাবিও তিনি রেখেছেন।

17 July 2025 08:45 AM

Jalpaiguri: অভিযোগ পেতেই জলপাইগুড়ি সদর ব্লকের শোভার হাট এলাকায় গ্রামের শপিংমলে হানা দিল ড্রাগ কন্ট্রোল বোর্ড। অভিযোগ খতিয়ে দেখে দোকানে তালা ঝুলিয়ে দিল আধিকারিকেরা। জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি  অঞ্চলের শোভার হাট এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী সহ ওষুধপত্র বিক্রি হচ্ছিল। এরকম জিনিসপত্র দীর্ঘ কয়েক বছর ধরে বিক্রি করছিল এই ব্যবসায়ী বলে অভিযোগ। অভিযোগ বেশ কয়েকদিন আগে একটা বাচ্চার ওষুধ দিয়েছিল সেটিও মেয়াদ উত্তীর্ণ বলে অভিযোগ।সংবাদ মাধ্যমে পৌঁছতে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করেন। এই ব্যবসায়ীর নামে বিভিন্ন ধরনের বেআইনি জিনিসপত্র বিক্রি করার অভিযোগ উঠতেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে প্রশাসন।

 

17 July 2025 08:45 AM

Bankura: মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের।ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। গত কয়েক দিনের টানা বৃষ্টির জেরে বিপদজনক অবস্থায় রয়েছে বহু কাঁচা বাড়ি। তেমনি গতকাল রাতে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হাটআশুরিয়া গ্রামে নিজের বাড়িতে সাধন বাউর (৬১) ও তার স্ত্রী বাড়ির মধ্যে শুয়েছিলেন। সেই সময় আচমকাই হুড়মুড়িয়ে পরে গোটা বাড়ি। বাড়ির লোক শব্দ শুনে এসে দেখেন ভেঙে পড়া বাড়ির মাটির দেওয়ালে চাপা পড়ে রয়েছেন সাধন বাউর। এরপরে তড়িঘড়ি থাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করা মৃত বলে ঘোষণা করে।

 

Read More