জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
অবশেষে ভাগ্যে শিকে ছিঁড়ল। এবছর আইএসএলে চ্যাম্পিয়ন RCB। জয়ের উন্মদনা এতটাই যে, বেঙ্গালুরু বিজয় মিছিলে পদপিষ্ট হয়ে প্রাণ গেল ৪ জনে। আহত কমপক্ষে ১০ জন।
Medical Representative: দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হাসপাতালে Medical Representative দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে থাকা ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস তরফ থেকে বিজ্ঞপ্তি জারী। এই মর্মে প্রতিটি কেন্দ্রীয় সরকারী হাসপাতালের ডিরেক্টর ছাড়াও প্রতিষ্ঠানের প্রধানদের এই মর্মে আলাদা ভাবে বিজ্ঞপ্তি জারী করতে নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল রিপ্রেজেনটেটিভ দের দৌরাত্ম রুখতে,কি কি ব্যাবস্থা নেওয়া হচ্ছে,সেকথা ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস এর ডিরেক্টরকে সেকথা লিখিত আকারে জানাতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর,বিভিন্ন কেন্দ্রীয় সরকারের হাসপাতাল গুলিতে চিকিৎসকদের একটি অংশ এবং মেডিকেল রিপ্রেজেনটেটিভ দৌরাত্ম্যে হাসপাতালে চিকিৎসার পরিবেশ ব্যাহত হচ্ছিল।সেকারণে এই নিষেধাজ্ঞা জারী করা হল।
Naeem Ali: নঈম আলী আনসারী কাছ থেকে যে বন্দুক উদ্ধার হয়েছে সুত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই বন্দুকগুলি সে ভাড়ায় খাটাত। তৃণমূল একাধিক নেতার সঙ্গে এই নঈম আলী ছবি প্রকাশে আসে তার মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দে তার সাথেও যেমন ছবি আছে ছবি আছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের সাথেও। যদিও কাউন্সিলর বিশ্বনাথদে তা অস্বীকার করেন তার দাবি বিভিন্ন মানুষের সাথে ছবি থাকতেই পারে। হ্যাঁ, এই নঈম আলী আনসারী তৃণমূল সমর্থক ছিলেন মিটিং মিছিলে দেখা যেত তাকে। যে অন্যায় করবে সে শাস্তি পাবে। পুলিসের তরফ থেকে জানানো হচ্ছে চারটি আগ্নেয়াস্ত্র। ১৩ রাউন্ড গুলি। একটি কুড়ুল একটি চপার ও একটি তরোয়াল উদ্ধার হয়েছে তার ঘর থেকে। এইসব জিনিসই রাখা ছিল একটি ঝোলার মধ্যে। কোথা দিয়ে এগুলো আসলো কেন আনা হলো সবটাই খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই বন্দুক ভাড়ায় খাটানোর যে খবর পাওয়া যাচ্ছে তা পুলিশের কাছে এখনো অজানা তবে তারা সেটা খতিয়ে দেখবেন। সত্যিই কি এই বন্দুক ভাড়ায় খাটানো হতো। এর আগেও একাধিক মামলা ছিল এই নঈম আলীর বিরুদ্ধে। পুলিশের দাবি সবই খতিয়ে দেখা হচ্ছে।
Kolkata Metro: ফের ঝাঁপ মেট্রোয়। মাষ্টারদা স্টেশনে মহিলার ঝাঁপ। সকাল ৮ টা ২১ মিনিটে আপ লাইনে ঝাঁপ। দীর্ঘক্ষণ বন্ধ মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা। সকাল ৯ টা ১০ মিনিটে উদ্ধার মহিলা। কিছুক্ষণ আগে সম্পূর্ণ পরিষেবা চালু করা সম্ভব হয়েছে।
Youtuber Arrested: গ্রেফতারির আগে দুবার পুলিসে দ্বারস্থ হয়েছিলেন আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলি। প্রথম দফায় ১৫ মে সোশ্যাল সাইটে সেক্সচুয়াল হেনস্থার অভিযোগে জানান ইমেল করে। পরে নিরাপত্তার অভাব বোধ করলে ১৭ তারিখ স্বশরীরে আনন্দপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন শর্মিষ্ঠা। সেই দুটি আবেদন পত্র জমা পড়ল হাইকোর্টে। আগামিকাল যার ভিত্তিতে অন্তর্বর্তী জামিনের সওয়াল করবে পরিবারের আইনজীবী। সূত্রের খবর, শর্মিষ্ঠার একটি বিতর্কিত ভিডিও মন্তব্য আদালতে জমা দিতে চলছে রাজ্য।
Durgapur Death: লজের ভেতর থেকে উদ্ধার পচাগলা দেহ। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন সংলগ্ন একটি হোটেলের ভেতর থেকে মীন বাহাদুর মগর নামে বছর ৩৭ এর এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করল কোকওভেন থানার পুলিস। মঙ্গলবার সন্ধ্যায় লজের কর্মীরা লজ মালিক শুভজিত নন্দনকে বলেন লজের একটি রুম থেকে কোনো সাড়া শব্দ মিলছে না, দুর্গন্ধ বেরোতে থাকে । খবর দেওয়া হয় কোকওভেন থানায়। পুলিস এসে দরজা ভেঙে উদ্ধার করে উড়িষ্যার এই বাসিন্দাকে উদ্ধার করে। দিন পাঁচ আগে এই মৃত ব্যাক্তি দুর্গাপুর স্টেশন সংলগ্ন শুভ লজের ২৬ নম্বর রুম বুক করে।মঙ্গলবার বিকেল থেকে দুর্গন্ধ বেরোতে থাকে ওই রুমের সামনে থেকে। সন্দেহ হওয়াতে ডাকাডাকি করেন লজের কর্মীরা, সাড়া শব্দ না পেয়েই পুলিসে খবর দেন লজের মালিক। ময়না তদন্তের জন্য মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিস। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোকওভেন থানার পুলিস।
Jalpaiguri: জামাইয়ের হাতে প্রাণ হারাতে হল শ্বশুরকে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের চিলকাপাড়া এলাকার এই ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত বৃদ্ধের মেয়ে সুরভি রায়ের কথায়, ‘আমি শুনলাম বাবাকে খুন করেছে স্বামী। আমি ওর সঙ্গে থাকতাম না। বাইরে বেরিয়ে এসেছিলাম কয়েক মাস আগে। পারিবারিক অশান্তির কারণেই বেরিয়েছিলাম। কয়েকদিন বাবার বাড়িতে থাকব বলে এসেছিলাম, কিন্তু বাবার পরিণতি এই করবে ভাবতে পারিনি।’
অভিযুক্তের নাম বিপুল রায়। সোমবার রাতেই অভিযোগ পেয়ে তড়িঘড়ি তাকে গ্রেপ্তার করে বেলাকোবা ফাঁড়ির পুলিস। অভিযুক্তের ভাই কাজু রায়ের কথায়, ‘আমি শুনলাম ওর স্ত্রীকে দেখতে গেছিল। কিন্তু সেখানেই শ্বশুর-শাশুড়ির কটূক্তি শুনতে হয় ওকে। আর এতেই বচসা হয়। রাগের মাথায় হাতাহাতি হয়। প্রতিবেশীদের কাছ থেকে যা শুনলাম, এই বচসার জেরেই খুন। ওদের পারিবারিক অশান্তি লেগেই থাকত।’ সুরভীর মা নিজেকে সামলাতে পারছেন না। কোনোরকমে বলেন, ‘চাকু নিয়ে এলোপাথারি মারতে থাকে। তাতেই তৎক্ষণাৎ মারা যায়। আমি ওর সাজা চাই। এখন আমাদের প্রাণের ভয় হয়ে গেছে। মেয়েদের নিয়ে থাকব একা, আমাদেরও যখন তখন মেরে দিতে পারে।’ অভিযুক্তকে মঙ্গলবার আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Elephant Attack: হাতির হামলায় মৃত্যু হল দাদার, গুরুতর আহত ভাই চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি সাড়ে নটার নাগাদ শালবনি ব্লকের মহুলবনি এলাকায়। মৃত দাদার নাম বঙ্কিম মাহাতো(৫২)। আহত ভাইয়ের নাম কালীপদ মাহাতো। এদের বাড়ি শালবনীর বাঘপিচলা গ্রামে। বনদপ্তর সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যে পরেও অন্যান্য গবাদি পশু বাড়িতে ফিরে এলেও ফিরেনি একটি মহিষ। দুই ভাই মিলে সেই মহিষের খোঁজ করতে বেরিয়েছিল। মহিষ খোঁজার সময় হঠাৎই পেছন থেকে দুই ভাইকে আক্রমণ করে একটি দলছুট দাঁতাল। শুড়ে করে পেঁচিয়ে তাদেরকে আছাড় মারে। তাদের চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা এসে হাতিটিকে তাড়িয়ে তাদেরকে উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা দাদা বঙ্কিম মাহাতোকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত ভাইকে শালবনী থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Thank you