জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Haldia: হলদিয়ার ভবানীপুর থানার ডিঘাসীপুর এলাকায় আজ সকালে একদল হনুমানের কামড়ে আতঙ্ক ছড়ায়। হনুমান একের পর এক ছোট শিশু, মহিলা ও বৃদ্ধদের কামড়ে জখম করে। দলের মধ্যে দুটি পাগল হনুমান রয়েছে বলে অনুমান। প্রায় ১০-১২ জন আহত হন এবং তাদের হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাজার স্কুল নিত্যপ্রয়োজনে লোকজন বেরোতে ভয় পাচ্ছেন। এলাকাবাসীদের অভিযোগ, কয়েক মাস ধরে এলাকায় একাধিক হনুমান ঘুরে বেড়াচ্ছে। তান্ডব চালানোর খবরও করা হয়েছে প্রশাসনকে। আজ চারটি হনুমানের একটি দল হঠাৎ আক্রমণ চালায়। বন দপ্তরকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে।
Nadia Incident: নাকাসিপাড়া এলাকায় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি তাকে কোনো ভাবে খুন করে জলঙ্গি নদীতে ফেলে দিয়েছে।পুলিশ তদন্তে। নাকাসিপাড়া পেটোয়া ভাঙা গ্রামের জলঙ্গী নদী ঘাটের কাছে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নাকাশিপাড়া পুলিশ মৃতদেহ উদ্ব্বার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরে পাঠালো। স্থানীয়, পুলিশ সূত্রে জানা যায় বিক্রম শেখ নামে ওই যুবক গতকাল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। বাড়ি তার চাপড়া থানার এলাকার বড় আন্দুলিয়া নদী পেরিয়ে নাকাসিপাড়া থানার আসে,এলাকায় পরিবার সূত্রে জানা যায় তিনি নেশা করতেন,নেশার দ্রব্য কিনতে এসেছিলেন,এর পরেই তিনি নিখোঁজ থাকেন সকালে তার পরিবারের কাছে খবর যায় পটুয়াভাঙায় নদীর ধারে দেহ পড়ে আছে।এরপর খবর পেয়ে চাপড়া থানার পুলিশ।
Ax-4 is go for launch! pic.twitter.com/mnGATK01gf
— SpaceX (@SpaceX) June 25, 2025
NASA Axiom Mission 4: লিফট অফ সম্পূর্ণ সফল, জানালেন মহাকাশ বিজ্ঞানী। লিফট অফ এবং থারস্ট ডাউন এই দুটি প্রক্রিয়া সবচেয়ে জটিল। অর্থাৎ প্রথম ধাপে সাফল্য এই মহাকাশ যানের।
Barahanagar Shocker: টাকা চেয়ে না পেয়ে বাবাকে বালিশ চাপা দিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের। বরানগর ২৪ নম্বর শিশির কুমার রোডের বাসিন্দা ললিত কুমার অধিকারী তিনি বাড়িতে একাই থাকতেন বয়স ৭৪ বছর ছেলে অসিত অধিকারী শ্বশুরবাড়িতে থাকেন মাঝে মাঝে টাকার জন্য বাবার কাছে আসতেন পেশায় অটোচালক। তার দিদির কোথায় তিনি নেশাগ্রস্ত ছিলেন। গতকাল রাতে বাবার কাছে এসেছিলেন এবং টাকা চেয়েছিলেন টাকা না দেওয়ার তাকে বালিশ চাপা দিয়ে মেরে বরানগর থানায় আত্মসমর্পণ করেন।
NASA Axiom Mission 4: কাউন্টডাউন শুরু হয়েছে। উত্ক্ষেপণের জন্য তৈরি শুভ্রাংশু শুক্লারা। সব যোগাযোগ ব্যবস্থা ফের পরীক্ষা করে দেখা হচ্ছে।
Jalpaiguri: দিন দিন যুব সমাজের মধ্যে নেশার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। ডেনড্রাইট, সিরাপ, ট্যাবলেটের মতো নানা নেশাদ্রব্যে আসক্ত হয়ে পড়ছে বহু যুবক। আর এই নেশার টাকা জোগাড় করতে গিয়ে তারা চুরির মতো অপরাধের পথ বেছে নিচ্ছে। এরকমই এক ঘটনা ঘটল মাল ব্লকের ওদলাবাড়ি হিন্দি স্কুল বস্তি এলাকায়। গত কয়েকদিন ধরে ওদলাবাড়ি বাজার, দোকান এবং গৃহস্থ বাড়িতে চুরি এবং মোবাইল চুরির ঘটনা ঘটে চলেছে। এতে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওদলাবাড়ি বাজারের শিব মন্দিরে ঘুমিয়ে থাকা পুরোহিত বুম্বেলা শেখরের (যিনি দক্ষিণ ভারতীয়) মোবাইল চুরি করে এক যুবক চম্পট দেয়। এরপর হিন্দি স্কুল এলাকার কয়েকজন যুবক এবং বাজারের স্থানীয় ছেলেরা মিলে অনুসন্ধান চালিয়ে ওদলাবাড়ি রেল স্টেশন থেকে অভিযুক্ত যুবককে ধরে ফেলে। পরে তাকে গাছে বেঁধে উত্তম মধ্যোম দেয়।
Purulia: এবার ত্রিপল বিতরণকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল পুরুলিয়ায় । গেরুয়া রঙের ত্রিপল বিলি করায় তৃণমূলের সমালোচনার মুখে পড়ল পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জী। গতকাল মঙ্গলবার পুরুলিয়া শহরে একটি ত্রিপল বিতরণ কর্মসূচির আয়োজন করেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জী। সঙ্গে ছিলেন পুরুলিয়া পৌরসভার একাধিক তৃণমূল কাউন্সিলররা । এদিন পুরুলিয়া শহরবাসীদের গেরুয়া রঙের ত্রিপল বিলি করা হয় । এই কর্মসূচির বিরোধিতা করেন পুরুলিয়া শহর তৃণমূল নেতৃত্ব ।
Kalna: ধর্মের ভিত্তিতে মিড ডে মিলে ভাগাভাগি। ঘটনা অদ্ভুত শুনতে লাগলেও বিগত বেশ কয়েক বছর ধরে এমন ঘটনা ঘটে আসছে কালনার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। হিন্দু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য রান্না করেন হিন্দু রাধুনী। অপরদিকে মুসলিম সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য রান্না করেন মুসলিম সম্প্রদায়ের রাধুনী। হাতা, খুন্তি, থালা, গামলা থেকে শুরু করে ওভেন দুটি পর্যন্ত আলাদা। ফুলের বন্ধুদের সাথে পড়াশোনা পাশাপাশি এক বেঞ্চিতে বসা সমস্ত কিছু একসাথে চললেও মিড ডে মিলের ক্ষেত্রে এমন অদ্ভুত ব্যবস্থাপনা। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই এমন ঘটনা চলে আসছে ওই স্কুলে। রাধুনীরা জানাচ্ছেন আমাদের যেমন নির্দেশ দেয়া হয়েছে তেমনি রান্না করি আমরা। এ প্রসঙ্গে মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষক তাপস ঘোষ তিনি বলেন আমিও এই বিষয়টি চাই না,আমার এখানে ডবল খরচা হচ্ছে, আমি স্কুলটার আরো উন্নতি করতে চাই, বাচ্চাদের ভালোভাবে খাওয়াতে চাই। সমস্যা মিটুক চাইছেন তিনিও। এ প্রসঙ্গে কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল তিনি ফোনে জানান, আজ আমরা এই ঘটনা জানার পরে প্রতিনিধিদের ইনফেকশনে পাঠিয়ে ছিলাম, সেই রকম কিছু পাওয়া যায়নি। তবে এসআই এবং বিডিওদের ক্লিয়ার ইন্সট্রাকশন দেওয়া রয়েছে এই রকম কিছুই করা যাবে না। সকলেই একসাথে রান্না হবে সকলেই একসাথে খাবে।
Jalpaiguri: ৫ টি বাইক ও ২ টি স্কুটি সহ বিভিন্ন চুরির সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরাল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ৭টি মোটরবাইক ও স্কুটি সহ প্রচুর জিনিসপত্র উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। থানা প্রাঙ্গণে একটি ক্যাম্প করে সমস্ত জিনিসপত্র ও মোটরবাইকগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃত মালিকদের হাতে। এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এর আগে প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানান, চুরি যাওয়া যে সব জিনিসপত্র উদ্ধার হয়েছে এর মধ্যে রয়েছে টোটো গাড়ির ১৮টি ব্যাটারি। বিভিন্ন এলাকা থেকে চুরি হয়েছিল এই ব্যাটারিগুলো। এছাড়া উদ্ধার হয়েছে ১টি সোনার চেন ও নগদ ১৬ হাজার টাকা। সমস্ত জিনিসপত্র তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া দেওয়া হয়েছে। নিজেদের হারানো জিনিসপত্র ফিরে পেয়ে খুব খুশি জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বাসিন্দারা।
Malbazar: বুনো হাতির তাণ্ডবে আতঙ্ক, ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান। গভীর রাতে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে বুনো হাতির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটানা তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি এবং চারটি দোকান। ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় বারোটার সময় গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে এসে চাবাগানের বিচলাইনে ঢুকে পড়ে। ঢুকেই প্রথমে এডওয়ার্ড এক্কা নামে এক ব্যক্তির বাড়ি ভেঙে দেয়। ঘরে রাখা চাল, ডাল ও সবজি খেয়ে এবং পায়ে পিষে সব নষ্ট করে দেয়। এরপর হাতিটি লাগাতার তিনটি দোকান ভেঙে দেয় ও সেখানেও একইভাবে নষ্ট করে খাদ্যসামগ্রী ও অন্যান্য জিনিসপত্র। প্রায় এক ঘণ্টার তাণ্ডব চালিয়ে হাতিটি রাত একটার কিছু পরে গরুমারা জঙ্গলে ফিরে যায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে। তবে এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে।
Kaliganj Incident: কালীগঞ্জের ঘটনার প্রতিবাদে জলপাইগুড়িতে মিছিল সিপিআইএমের। কালীগঞ্জে বোমায় শিশু মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি শহরের বুকে মিছিল করল সি পি আই(এম)। জেলা পার্টি দপ্তর সুবোধ সেন ভবন থেকে মিছিল শুরু হয়ে কদমতলা, বিনবাজার ডিবিসি রোড হয়ে মিছিল শেষ হয় জেলা পার্টি দপ্তরে। মিছিলে নেতৃত্ব দেন পার্টির জেলা সম্পাদক মন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য, প্রদীপ দে জেলা নেতা বিপুল সান্যাল সহ অন্যান্য পার্টির নেতৃবৃন্দ।।
Canning: বিয়ের পরে নতুন করে এক যুবককে সাথে সম্পর্ক তৈরি করায় স্বামীর ঘর ছাড়ে স্ত্রী। এরপর বিয়েতে যৌতুক দেওয়া জিনিসপত্র স্ত্রীর পরিবারের সদস্যরা নিতে আসলে বাধা দেয় শশুর। স্ত্রীর বাড়ির লোক মারধর করে বলে শশুরকে বলে অভিযোগ অভিযোগ তদন্তে পুলিস। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি এলাকায়। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত আজিদ জানিয়েছে, ‘বৌমার উপস্থিতিতে ১০/১২ জন আমার বাড়িতে চড়াও হয়ে যৌতুকের জিনিসপত্র বের করছিল। বৌমা সংসার করবে না। কেন এমন হচ্ছে জানতে চাইলে আচমকা আমাকে বেধড়ক মারধর করে মুখ ফাটিয়ে দেয়।থানায় অভিযোগ দায়ের করেছি।’
NASA Axiom Mission 4: অ্যাক্সিয়ম স্পেস মিশনের নতুন দিন ঘোষণা করল নাসা। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন আজ ২৫ জুন, ২০২৫ বুধবার।শুভাংশু এবং তাঁর তিন সঙ্গীর মহাকাশ অভিযানের দিন পিছিয়ে গিয়েছে বারবার। শেষ পর্যন্ত বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে মহাকাশে পাড়ি দিতে পারেন মহাকাশচারী শুভাংশুরা।
Kaliganj Child Death: প্রকাশ্যে দিনের আলোয় এইভাবে বোমা নিয়ে কেউ বিজয় উৎসব করে কোনোদিন দেখিনি। যে মুসলমানরা বারবার তৃণমূলকে বাঁচায় সেই মুসলমান একটি শিশু কে মরতে হল। আর জি কর বগটুই যেমন চাপা পড়ে গেছে, কালীগঞ্জ কান্ডতেও তাইই হবে। ওই গরীব পরিবার হাহাকার করবে। এমনটাই বললেন দিলীপ ঘোষ।
Iran Israel War:ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে যে দাবি ডোনাল্ড ট্রাম্প করেছেন, আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট সেই তত্ত্ব পুরোপুরি সমর্থন করেনি। ইরানের যে তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালানো হয়, তাতে ইরানের পরমাণু কর্মসূচির কোমর ভেঙে দেওয়া যায়নি বলেই রিপোর্টে দাবি। বড়জোর পরমাণু সমৃদ্ধকরণের গতিতে লাগাম পড়ানো গেছে বলে রিপোর্টে দাবি। সমৃদ্ধকরণ প্রকল্প বেশ কয়েকমাস পিছিয়ে যেতে পারে এমনটাই সাম্প্রতিক আপডেট।
প্রায় একই ইঙ্গিত মিলেছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক সূত্রে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরমাণু গবেষণা কেন্দ্রের ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং পরমাণু সমৃদ্ধকরণের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। দেশের একাধিক পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। অশান্তির আবহে বিশ্বের অন্যান্য দেশ বা মিত্র দেশের থেকে এই মুহূর্তে সেই দেশে বিকল্প গবেষক এনে কিভাবে এই সমৃদ্ধকরণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব সেই ব্যাপারেও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
Iran Israel War: যুদ্ধবিরতি ঘোষণার পরেও, ইরানে ইজরায়েলি হামলার অভিযোগ ওঠে ! পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেহরান। ইতিমধ্যেই ইরানে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গিয়েছে। সংবাদ সংস্থা AFP এর আপডেট অনুযায়ী Barron's এর প্রতিবেদন অনুসারে, এহেন পরিস্থিতিতে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতিকে তাঁরা সম্মান জানাতে প্রস্তুত। যদি ইজরায়েল যুদ্ধবিরতি মেনে চলবে।
Muharram: মহরমের প্রথম দিন থেকে দশম দিন পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় প্রয়োজন অনুয়ায়ী ট্র্যাফিক নিয়ন্ত্রণ বিধি বলবৎ করার নির্দেশিকা জারি করলেন নগরপাল মনোজ কুমার ভার্মা। প্রথম দিন অর্থাৎ ২৭ জুন থেকে দশম দিন অর্থাৎ ৬ জুলাই পর্যন্ত নির্দেশিত বিজ্ঞপ্তি অনুয়ায়ী যখন যেখানে তাজিয়া যাত্রা বেরোবে তখন সেখানে এবং তার সংলগ্ন কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে যান নিয়ন্ত্রণের দায়িত্ব বিভাগীয় ট্র্যাফিক পুলিশ আধিকারিকদের ওপর ন্যস্ত থাকবে।
সার্বিক ভাবে শহরে যান নিয়ন্ত্রণ হতে চলেছে মহরমের নবম দিন অর্থাৎ ৫ জুলাই বিকেল ৪ টে থেকে। ওই সময় থেকে ৭ জুলাই ভোর ৫ টা পর্যন্ত কলকাতা পুলিস এলাকায় সমস্ত রকম পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। শুধুমাত্র অত্যাবশ্যক পণ্য যেমন সবজি, ওষুধ, দূধ, জ্বালানি সহ কিছু গাড়িকে পুলিস বিকল্প পথের মাধ্যমে শহরে যাতায়াতের অনুমতি দেবে।
কলকাতার ওয়াটগঞ্জ, আলিপুর, ইকবালপুর, পশ্চিম বন্দর, উত্তর বন্দর, বেলেঘাটা সহ ৩৩ টি থানার কাছে কোন কোন দিন কোন কোন রুটে তাজিয়া যাত্রা হবে তার পূর্ণাঙ্গ তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই অনুয়ায়ী শুরুর ঘন্টাখানেক আগে থেকে সংশ্লিষ্ট রাস্তাগুলোতে যান নিয়ন্ত্রণ শুরু হবে। তাজিয়া শেষ হলে রাস্তাগুলি ফের সাধারণ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
Thank you