Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: ১৯৬ ওষুধ ডাহা ফেল! চিন্তা বাড়াচ্ছে জাল ওষুধ, ভয়ংকর রিপোর্ট...

Breaking News LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে

Breaking News LIVE Update: ১৯৬ ওষুধ ডাহা ফেল! চিন্তা বাড়াচ্ছে জাল ওষুধ, ভয়ংকর রিপোর্ট...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

23 May 2025
23 May 2025 15:45 PM

উত্তর সিকিমের রাস্তায় নজরদারি চালানোর সময় আচমকাই মর্মান্তিক ঘটনায় মৃত্যু লেফট্যানান্ট শশাঙ্ক তিওয়ারির।

23 May 2025 13:30 PM

Amit Shah: জুন মাসের শুরুতে রাজ্যে আসার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। সব ঠিক থাকলে এক তারিখ রাজ্যে আসার সম্ভাবনা অমিত শাহ। সরকারি কিছু বৈঠকের সাথে রাজ্য বিজেপির নেতাদের সাথে বৈঠক ও তার সঙ্গে জনসভাও করবেন অমিত শাহ।

23 May 2025 11:45 AM

Purba Medinipur Incident: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-২ব্লকের আমদাবাদ থেকে আজ এক ব্যক্তির দেহ উদ্ধার করলো নন্দীগ্রাম থানার পুলিস। খুনের ঘটনায় প্রাথমিকভাবে জানা গেছে মৃত ব্যক্তি আসিস গুড়িয়ার একটি খাবারের দোকান ও সঙ্গে মদ বিক্রি করত। গ্রামের এক ব্যক্তি সোনার আংটি বন্ধক দিয়ে তার কাছ থেকে কিছু নগদ টাকা ধার নিয়েছিল। সেই আংটিটি পরে আসিস বুঝতে পেরেছিল নকল। এরপর টাকা ধার নেওয়া ব্যক্তিকে ফোন করে নকল আংটির কথা জানিয়ে বচসা হয়। 

23 May 2025 11:45 AM

Purba Medinipur Incident: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-২ব্লকের আমদাবাদ থেকে আজ এক ব্যক্তির দেহ উদ্ধার করলো নন্দীগ্রাম থানার পুলিস। ব্যক্তির মাথায় মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এই দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় লোকজনের ধারণা কেউ খুন করে ফেলে দিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানাগেছে মৃত ব্যক্তির নাম আশীষ গুড়িয়া। তার একটি মদের দোকান ছিল। পুলিস দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

23 May 2025 11:45 AM

Medinipur Elephant: লোকালয়ে যাতে হাতি না আসে এবং জঙ্গলের মধ্যেই যাতে তারা সীমাবদ্ধ থাকে তার জন্য বনদফতর নিয়েছে বিশেষ উদ্যোগ। হাতিদের জন্য মেদিনীপুরে তৈরি হচ্ছে বাঁশ বন, যা হাতিদের অন্যতম প্রিয় খাদ্য।

23 May 2025 11:00 AM

Wild Elephant Kalimpong: কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পোখরেবুং যাওয়ার পথে ঘটে গেল এক রোমাঞ্চকর ঘটনা। পাহাড়ি রাস্তায় চলন্ত একটি যাত্রীবাহী ছোট গাড়ির সামনে হঠাৎ উদয় হয় বিশাল এক বন্য হাতি। আতঙ্কে যাত্রীরা হাতজোড় করে প্রার্থনা শুরু করেন।

23 May 2025 11:00 AM

Blue Necked Peacock Spotted: হুগলির পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েত এলাকার গান্ধীগ্রামে বিরল নীলকন্ঠী ময়ূরের দেখা মেলে।এক সময় কয়েক'শ ময়ূর দেখা যেত রাজহাট অঞ্চলে।পরবর্তী সময় খাদ্য ও বাসস্থানের সমস্যায় সেই ময়ূর ছড়িয়ে পরে আশেপাশের পোলবা,সুগন্ধা,ব্যান্ডেল করোলা এলাকায়।

23 May 2025 11:00 AM

Delhi Assembly Election 2025: চলতি বছরের নভেম্বর থেকে দেড় বছরের মধ্যে নয়  রাজ্য ও একটি কেন্দ্রশাসিত  অঞ্চলের বিধানসভা নির্বাচন। এই নির্বাচন গুলিতে ডুপ্লিকেট এপিক কার্ড অথবা ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার নিয়ে নতুন করে যাতে কোনও রাজনৈতিক ইস্যু তৈরি না হয় সে ব্যাপারে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। সে কারণেই গত তিন মাসে বিভিন্ন স্তরের নির্বাচন কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি মোট ১৮ টি ক্ষেত্রে নির্বাচনী সংস্কারে পদক্ষেপ করেছে কমিশন। 

23 May 2025 10:45 AM

Father Son Reunion: রক্তের টান,দীর্ঘ প্রায় ২০  বছর পর বাবাকে ফিরে পেয়ে আবেগে ভাসলো বাবা-ছেলে। ছেলের মুখশ্রী অনেকটাই পাল্টে গেছে বললেন বাবা! ছেলে বলেন প্রায় কুড়ি বছর পর বাবাকে চিনতে পেরে ফিরে পেলাম। ধন্যবাদ জ্ঞাপন করলেন পুলিসকে। এ এক আজব কাহিনী জলপাইগুড়িতে।

23 May 2025 10:45 AM

Fake Medicine: ফের চিন্তা বাড়াচ্ছে জাল ওষুধ। ১৯৬টি ওষুধ গুণগত মানে ডাহা ফেল। একই সঙ্গে ২টি ওষুধ জাল ধরা পড়েছে। অ্যানিমিয়ার ওষুধ, ভিটামিন ডি থ্রি ট্য়াবেলট জাল! এছাড়াও ১৯৬টি ওষুধের নমুনা ফেল। গ্যাস, সংক্রমণ, পেইন কিলারের বিভিন্ন ওষুধ ডাহা ফেল। 

23 May 2025 10:45 AM

Nandigram Incident: নন্দীগ্রামের আমদাবাদ এলাকায় দেহ উদ্ধার ঘিরে রহস্য। ব্যক্তির মাথায়, মুখে আঘাতের চিহ্ন!নিহত ব্যক্তির এখনও পরিচয় মেলেনি। খুন বলে প্রাথমিক অনুমান পুলিসের। 

23 May 2025 10:45 AM

Awas cut money: ফের আবাসে কাটমানির অভিযোগ, কাঠগড়ায় গোসবার পঞ্চায়েত প্রধান। গোসাবা ব্লকের বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের স্থানীয় বাসিন্দাদের।

23 May 2025 10:45 AM

Weather Update: মে মাসেই কি ঘূর্ণিঝড়? আরব সাগরে নিম্নচাপ। আগামী মঙ্গলবার  বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘শক্তি’। আরও ২ দিন গেলে স্পষ্ট হবে গতিপথ। আজও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস। 

 

23 May 2025 08:45 AM

Howrah: ভোর রাতে হাওড়া জগৎবল্লভপুর পুলগুষ্টিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালপুকুর এলাকার একটি কেকের দোকানে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিস ও দমকল আসে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন  নিয়ন্ত্রণে নিয়ে আসে। কি থেকে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

23 May 2025 08:45 AM

Bangladesh: বাংলাদেশের অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের পদত্যাগের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। গতকাল যমুনাতে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, ইউনুস পদত্যাগ এর চিন্তাভাবনা করছেন। বাংলাদেশের বিবদমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সম্পর্কের ফাটল ধরেছে অন্তর্বর্তীকালীন সরকারের। তার উপরে আবার সেনাপ্রাধানের সঙ্গে সংঘাত এর আবহে ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি।

Read More