Home> দেশ
Advertisement

Breaking News Live Update: মাইথন থেকে ১৮ হাজার ৭০০ কিউসেক, পাঞ্চেত থেকে ২৭ হাজার ৪০০ কিউসেক জল ছাড়া শুরু হল! ভয়ংকর...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

Breaking News Live Update: মাইথন থেকে ১৮ হাজার ৭০০ কিউসেক, পাঞ্চেত থেকে ২৭ হাজার ৪০০ কিউসেক জল ছাড়া শুরু হল! ভয়ংকর...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

01 August 2025
01 August 2025 14:45 PM

DVC Water Release: মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে মোট প্রায় ৪৬ হাজার কিউসেক জল ছাড়া শুরু করল ডিভিসি। শুক্রবার সকাল ৬টা থেকে মাইথন থেকে ১৮ হাজার ৭০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ২৭ হাজার ৪০০ কিউসেক জল ছাড়া শুরু হল। নদী-তীরবর্তী এলাকায় এখনও সতর্কতা জারি রয়েছে। দামোদর নদীর উচ্চ অববাহিকায় অর্থাৎ, ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় জলাধারে জলের পরিমাণ বেড়ে যায়, তাই জল ছাড়ার সিদ্ধান্ত নেয় কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ায়। 

01 August 2025 10:15 AM

Kavi Subhash Metro Station Row: বিতর্কিত কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে এবার আত্মপক্ষ সমর্থনে নামল কলকাতা মেট্রো। নির্মাণগত ত্রুটির কথা অস্বীকার করল তারা। মাত্র ১৫ বছর বয়সি কবি সুভাষ মেট্রো স্টেশনে আড়াআড়ি ভাবে ফাটল ধরে তা ক্রমশ মাটিতে বসে যাচ্ছে। স্বভাবতই এটির নির্মাণপদ্ধতি নিয়ে একরাশ প্রশ্ন উঠেছিল। মেট্রোর বক্তব্য-- কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের ভিত ২২ মিটার গভীর এবং প্রতিটি কোনায় ২ থেকে ৪ টি করে পিলারের মাধ্যমে এলিভেটেড প্ল্যাটফর্ম কাঠামো তৈরি হয়েছে। এই কাজে প্রয়োজনীয় সমস্ত রকম পরামর্শ নিয়ে ভূতত্ত্বের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করেই তবে কবি সুভাষ স্টেশন তৈরি হয়েছে। 

01 August 2025 10:00 AM

Minakha: উত্তর ২৪ পরগণার মিনাখাঁ ব্লকের বামুনপুকুর গ্রাম পঞ্চায়েতের ছয়ানি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার নির্বাচন হয়। সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। এই মাদ্রাসা নির্বাচনে মোট ছয় জন প্রার্থী ছিলেন। গতকাল বিকেল পর্যন্ত ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে দেখা যায়, তৃণমূলের প্রার্থীদের বিরুদ্ধে অন্য কোনও দলের পক্ষ থেকেই কোনও মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। তাই একরকম  বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়লাভ করেছে বলে ঘোষণা করা হয়। ঘোষণার পরে তৃণমূলের নেতা-কর্মীরা আনন্দ উল্লাসে  মেতে ওঠেন।

01 August 2025 08:15 AM

Paschim Medinipur Incident: কাকার সঙ্গে  মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গেলেন এক যুবক। স্পিডবোটের সাহায্যে যুবকের সন্ধান শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতরের একটি দল। নামানো হয় ডুবুরি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার গোপীগঞ্জের উত্তরবাড় এলাকার চাঁইপাট তেঁতুলতলায়। বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার আড়িট গ্রামের বাসিন্দা সুকুমার মালের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলন পাশের বাড়ির সম্পর্কে ভাইপো উত্তম নায়েক (১৮)। মাছ ধরার মাঝে হঠাৎই নিখোঁজ হয়ে যান উত্তম! স্থানীয় সূত্রে খবর, ওই খালের উপরেই ছিল পারাপারের জন্য অস্থায়ী এক সাঁকো। হয়তো জলের স্রোতে সেখানে আটকে গিয়েছেন উত্তম। খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছন দাসপুর থানার ওসি অঞ্জনি তেওয়ারি-সহ পুলিসকর্মীরা। তারপরই স্পিডবোট ও ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি। তবে গভীর রাত পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি নিখোঁজের।

Read More