Home> দেশ
Advertisement

Breaking News Live Update:লোকসভায় তৃণমূলের দলনেতা ঘোষিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

Breaking News Live Update:লোকসভায় তৃণমূলের দলনেতা ঘোষিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

04 August 2025
04 August 2025 17:30 PM

Labhpur Flood: লাভপুরের ঠিবা এলাকায় বন্যা-পরিস্থিতি! বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন গ্রামের যাতায়াতের প্রধান রাস্তা। কুয়ে নদীর জলবৃদ্ধিই এর কারণ। এই সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য পঞ্চম থেকে দশম শ্রেণির ইউনিট টেস্ট পরীক্ষা বন্ধ রাখল লাভপুরের কুরুন্নাহার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। 

04 August 2025 17:30 PM

Bardhaman Road Accident: বৃষ্টির মধ্যেই বাইকে চড়ে বাড়ি ফেরার সময় পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। রবিবার সন্ধ্যায় মর্মান্তিক  দুর্ঘটনাটি ঘটে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে পূর্ব বর্ধমানের ভাতাড় থানার ভুমশোর গ্রামের কাছে। জানা যায়, মৃতদের নাম নাসরিন খাতুন (১৯) এবং আরিফুদ্দিন শেখ ওরফে রোহন (১৮)। সম্পর্কে তাঁরা দেওর-বৌদি। খবর পেয়েই ভাতাড় থানার পুলিস দেহদুটি উদ্ধার করে নিয়ে যায়। সোমবার পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

04 August 2025 17:30 PM

Sarisha Diamond Harbour: রাতভর নিখোঁজ ছিলেন এক ব্যক্তি। সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় পুকুর থেকে। পুকুরে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার থানার সরিষা নারায়ণতলা এলাকায়। মৃত ব্যক্তির নাম স্বপন পাইক। এলাকার বাসিন্দার মারফত খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিস। 

04 August 2025 17:15 PM

Diamond Harbour Fisherman: ডায়মন্ড হারবার হুগলি নদীতে ট্রলারে উঠতে গিয়ে পা পিছলে পড়ে তলিয়ে যান মৎস্যজীবী। ডায়মন্ড হারবার সুলতানপুর মৎস্য বন্দরে ঘটনাটি ঘটে। মৎস্যজীবীর এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ইতিমধ্যেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। নিখোঁজ মৎস্যজীবী খোঁজ চালাচ্ছে ডায়মন্ড হারবার প্রশাসন।

04 August 2025 10:30 AM

Shibu Soren Dies: ৮১ বছর বয়সে মারা গেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা শিবু শোরেন। দিল্লির গঙ্গারাম হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তাঁর পুত্র হেমন্ত সোরেন, যিনি এখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তিনি এখন দিল্লিতেই।

04 August 2025 08:15 AM

CM Mamata Banerjee on Birendra Krishna Bhadra and Kishore Kumar: আজ, ৪ অগাস্ট জন্মদিন বেতার-নক্ষত্র বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও ভারতীয় লঘুসংগীতের অন্যতম তারকা কিশোরকুমারের! এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই দুই মহা প্রতিভাকেই বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী।

Read More