Home> দেশ
Advertisement

Breaking News Live Update: উত্তাল নকশাল আন্দোলনের অন্যতম মুখ আজিজুল হক প্রয়াত...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

Breaking News Live Update: উত্তাল নকশাল আন্দোলনের অন্যতম মুখ আজিজুল হক প্রয়াত...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

21 July 2025
21 July 2025 18:45 PM

Azizul Haque: দীর্ঘদিন ধরে ছিলেন অসুস্থ, প্রয়াত নকশালবাড়ি আন্দোলনের অন্যতম মুখ আজিজুল হক। সোমবার দুপুরে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ বামপন্থী চিন্তাবিদ আজিজুল হক। কয়েকদিন আগেই ভর্তি করানো হয় বেসরকারি হাসপাতালে। রবিবার অবস্থার অবনতি হলে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। সোমবার প্রয়াত হন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করেন। 

21 July 2025 13:15 PM

Jalpaiguri: উত্তর কন্যার সামনে যুব মোর্চার মিছিল। উত্তরকন্যা ঢোকার মুখে উত্তর কন্যা চত্বরে শিলিগুড়ি জলপাইগুড়ির রাস্তার পাশে বেশ কয়েকটি বেরিগেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিসি আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। একদিকে জলকামান অপরদিকে ড্রোন, ভিডিওগ্রাফি ইত্যাদিতে তৎপর পুলিস।

21 July 2025 11:30 AM

Uttarkanya Abhijaan: উত্তর কন্যার সামনে কড়া পুলিস ব্যবস্থা। ড্রোন ক্যামেরার মধ্য দিয়ে নজরদারির চালানো হচ্ছে। যেকোনো আপেক্ষিকতর ঘটনা এড়াতে কড়াকড়ি পুলিস।

21 July 2025 10:45 AM

Uttarkanya Abhijan: সুদূর সুন্দরবন থেকে উত্তরকন্যা কন্যা অভিযানে বিজেপি কর্মী সমর্থকরা সভা মঞ্চ এ এসে পৌঁছলেন। স্থানীয় যুব মোর্চার নেতৃত্বরা  সভামঞ্চ, স্টেজ ময়দানে এলাকা শেষ পর্যায়ে প্রস্তুতি খতিয়ে দেখছেন। আটশো পুলিসি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সভা মঞ্চে এলাকায়।

21 July 2025 10:30 AM

Sealdah Station: হাইকোর্টের নির্দেশে তিল ধারণের জায়গা নেই শিয়ালদহ স্টেশনে। উত্তর ২৪ পরগনা এবং নদীয়া থেকে প্রচুর মিছিল এসে এখানেই দাঁড়িয়ে আছে ট্রেন থেকে নেমে। ১১ টা নাগাদ মিছিল হবে। তার আগে নো মুভমেন্ট।

21 July 2025 10:30 AM

Bengal BJP: বিজেপির উত্তরকন্যা অভিযানে এসে পাল্টা মারের নিদান গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন এর। মারলে এবার পাল্টা মার হবে।

21 July 2025 09:30 AM

Dilip Ghosh on 21 July: আজ ২১ জুলাইয়ের সকালে দিলীপ ঘোষ খড়্গপুর দুর্গা মন্দিরে গিয়েছেন। খবর, সেখানে পুজো করবেন তিনি। পুজোয় বসলেনও পরে। খড়্গপুর কনকদুর্গা মন্দিরে যজ্ঞ করতে বসলেন দিলীপ ঘোষ।

21 July 2025 08:30 AM

Parliament Monsoon Session 2025: আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, চলবে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত। প্রথম দিনেই বিরোধী পক্ষ পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে মুলতবি প্রস্তাব জমা দিয়েছে। বিরোধীরা এই বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য চায়। আজ সকাল ১০:৩০টার পর প্রধানমন্ত্রী সংবাদমাধ্যমের সামনে অধিবেশন নির্বিঘ্নে চালানোর জন্য আবেদন জানাবেন। এই অধিবেশনে সরকার ৮টি নতুন বিল উত্থাপন করবে। পাশাপাশি, আয়কর বিল-সহ মোট সাতটি বিল নিয়ে আলোচনা করে তা পাশ করানোর পরিকল্পনা রয়েছে। আয়কর বিলটি ইতিমধ্যেই পর্যালোচনার জন্য সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছিল।

21 July 2025 08:00 AM

21 July TMC Meeting Updates: সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা-মাঠ থেকে ছাড়ছে বাস। উত্তরবঙ্গ থেকে আগত আশাকর্মীদের ধর্মতলায় সভাস্থলে নিয়ে যাওয়ার জন্য ১০০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। আটটায় সুজিত বসু আসার পরে বাস ছাড়া হবে। যাঁরা নিজেরা বাস নিয়ে এসেছেন তাঁরা তাঁদের বাসে করে সভাস্থলে যাবেম। সেন্ট্রাল পার্ক মেলা-মাঠ থেকে যাঁরা সভাস্থলে যাচ্ছেন, তাঁদের টুপি দেওয়া হচ্ছে। ওদিকে, গীতাঞ্জলি স্টেডিয়ামে সকাল থেকেই তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। ধর্মতলার সভাস্থল পর্যন্ত কর্মীদের নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে সেখানেও। মোট ২৫টি বাস থাকছে। এই ২৫টি বাস রোটেশন করানো হবে। ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকেরা ধর্মতলার উদ্দেশে যাচ্ছেন। রাস্তায় প্রচুর সংখ্যক পুলিস মোতায়েন করা আছে। বিভিন্ন জেলা থেকে যে বাসগুলি আসছে বাসের মাথায় যাঁরা রয়েছেন পুলিস বাস থামিয়ে তাঁদের নামিয়ে দিচ্ছে। 

Read More