Home> দেশ
Advertisement

Breaking News Live Update: গ্যাসভর্তি ট্যাঙ্কারে ভয়ংকর ধাক্কা লরির! সঙ্গে সঙ্গে ট্যাঙ্কারে ধরে গেল আগুন...ভয়াবহ...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

Breaking News Live Update: গ্যাসভর্তি ট্যাঙ্কারে ভয়ংকর ধাক্কা লরির! সঙ্গে সঙ্গে ট্যাঙ্কারে ধরে গেল আগুন...ভয়াবহ...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

28 July 2025
28 July 2025 13:00 PM

Road Accident: জাতীয় সড়কে গ্যাসভর্তি ট্যাঙ্কারে ধাক্কা লরির। ট্যাঙ্কারে ধরে গেল আগুন। ১৬ নম্বর জাতীয় সড়কে জোড়াকলতলা এলাকায় এই দুর্ঘটনা। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। ঘটনার জেরে ১৬ নং জাতীয় সড়কে ব্যাপক যানজট। জানা গিয়েছে হলদিয়া থেকে পানাগড় যাচ্ছিল গ্যাসভর্তি এই গাড়িটি। 

28 July 2025 11:45 AM

Calcutta High Court on OBC List: ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার বেঞ্চ নতুন ওবিসি তালিকা প্রকাশের স্থগিতাদেশ দিয়েছিল। সেই নির্দেশে স্থবিতাদেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ।

28 July 2025 11:15 AM

Abhishek Banerjee News: আজ, সোমবার দিল্লি যাচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! জানা গিয়েছে, সংসদে বাংলায় কথা বলবেন তিনি! সংসদেও কি বাঙালি অস্মিতায় শান? সংশ্লিষ্ট মহলের দাবি সেটাই। ভিনপ্রদেশে বাঙালি-হেনস্থা নিয়ে কলকাতা বিমানবন্দেরই সরব অভিষেক। আজ, সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে। আলোচনা শুরু করবেন রাজনাথ সিং।

 

28 July 2025 10:15 AM

Santiniketan: টুরিস্ট লজ মোড় থেকে মিছিল শুরু করে চিত্রা মোড় ,চৌরাস্তা হয়ে শ্রীনিকেতন রোড ধরে মিছিল পৌঁছবে জামবনি বাসস্ট্যান্ড মোড়। মোট জায়ান্ট স্ক্রিন ১২ টি। ২৮টি টোটো। ৬টি বেলুন গেট। ২২ জন কাউন্সিলর ২২টি গেট বানাবেন। ট্যাবলো তৈরি করা হবে। প্রথমে থাকবে হরিনাম সংকীর্তনের দল। ছৌশিল্পী, খেলোয়াড়, আদিবাসী সম্প্রদায়ের মানুষ। মতুয়া। মুখ্যমন্ত্রী নিজে। শেষে সাধারণ কর্মী সমর্থকেরা। দেশাত্মবোধক গান হবে (বাংলার মাটি বাংলার জল, আগুনের পরশমণি, ধনধান্যে পুষ্পে ভরা, আমি বাংলায় গান গাই)। আনুমানিক দেড় লক্ষ মানুষ থাকবেন মিছিলে। স্লোগানও ঠিক হয়েছে-- ''ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাভাষী এক হব এক হব/ এ লড়াই বাংলার লড়াই, এ লড়াই বাঙালির লড়াই/ যতক্ষণ দেহে আছে প্রাণ, রাখিব বাঙালির মান''!

28 July 2025 08:15 AM

Barricade Details: প্রথম ব্যারিকেড হাওড়া রেল মিউজিয়ামের কাছে নাগাবাবা আশ্রমের সামনে; দ্বিতীয় ব্যারিকেড আশ্রম থেকে কিছুটা দূরে-- এটি প্রায় ১০ ফুটের ব্যারিকেড; তৃতীয় ব্যারিকেড ফোরশোর রোডে-- সেখানেও ১০ ফুটের ব্যারিকেড। ফোরশোর রোডের ব্যারিকেড মজবুত ভাবে তৈরি করা হচ্ছে। লোহার বিম মাটিতে পুঁতে নাট দিয়ে লোহার পাত আটকানো হচ্ছে। যাতে কোনো ভাবেই ব্যারিকেড ভেঙে যৌথমঞ্চের বাহিনী নবান্ন পর্যন্ত যেতে না পারে।

28 July 2025 08:00 AM

Nabanna Abhiyan: একাধিক দাবি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ, চাকরিহারা, চাকরিপ্রার্থী ও চাকরিজীবীদের নবান্ন অভিযান। এই অভিযান ঘিরে করা হাওড়া সিটি পুলিস। এই অভিযানে পুলিসের কোনো অনুমতি অবশ্য নেই। আগেই সাংবাদিক সম্মেলন করে তা জানানো হয়েছিল। ফোরশোর রোড-সহ হাওড়া স্টেশন থেকে নবান্ন যাওয়ার একাধিক জায়গায় থাকছে পুলিসি ব্যারিকেড। ফোরশোর রোডে থাকছে লোহার ব্যারিকেড। লোহার বিম ঢালাই করে ফোরশোর রোডে রামকৃষ্ণপুর ঘাট মোড়ে বসানো হয়েছে। রাস্তায় ড্রিল মেশিন দিয়ে গর্ত করে গজাল দিয়ে মজবুত করে বসানো হয়েছে এই ব্যারিকেড। থাকছে প্রচুর পুলিস ও ব়্যাফ, জলকামান। কোনো ভাবেই জমায়েত হতে দেবে না পুলিস-- এমনটাই পুলিসসূত্রে খবর।

Read More