Home> দেশ
Advertisement

Breaking News Live Update: স্নানযাত্রার পরে আজই খুলল দীঘার জগন্নাথমন্দির, আজ নেত্র উৎসব! আজ থেকে ফের দর্শন দেবেন প্রভু...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

Breaking News Live Update: স্নানযাত্রার পরে আজই খুলল দীঘার জগন্নাথমন্দির, আজ নেত্র উৎসব! আজ থেকে ফের দর্শন দেবেন প্রভু...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

26 June 2025
26 June 2025 11:45 AM

Digha Rathyatra: স্নানযাত্রার পরে আজ প্রথম খুলল দীঘার জগন্নাথ মন্দির আজ থেকে ফের ভক্তদের দর্শন দেওয়া শুরু করলেন প্রভু জগন্নাথ। আজ হবে নেত্র উৎসব। আজ প্রভুকে ৫৬ ভোগ নিবেদন করা হবে। নানা রঙের ফুলে সাজানো হয়েছে মহাপ্রভুর বেদী।

26 June 2025 09:45 AM

Rudraprayag Accident: ভরাযৌবনা অলকানন্দা। তীব্র গতিতে বইছে জল। এহেন নদীতে পড়ে গেল আস্ত বাস। উত্তরাখণ্ড পুলিস জানিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে রুদ্রপ্রয়াগ জেলার ঘোলথির অঞ্চলে।

26 June 2025 09:15 AM

Dilip Ghosh on Jagannath: জগন্নাথের রথে কি রাজনীতি? মানলেন দিলীপ ঘোষ। বললেন, 'দুর্গাপুজো বা কার্নিভাল কি রাজনীতি নয়?' রামনবনী নিয়ে কি রাজনীতি হয় না?'  প্রভু জগন্নাথ কেন বাদ থাকবেন?' যোগ করেন, 'বিজেপি তো চাইবেই রথের বিকল্প দিতে'! 'এই অধর্মের রাজত্বে যদি ধর্ম-জাগরণ হয়,ভক্তি বাড়ে, ভাল কথা'-- রথযাত্রায় কলকাতায় শুভেন্দুর কর্মসূচি নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।

26 June 2025 08:00 AM

Road Accident: বেহাল রাস্তা। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময়ে টোটো উল্টে পড়ল নয়ানজুলিতে। গুরুতর জখম টোটোচালক-সহ দুই যাত্রী। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত করঞ্জলী আলিপাড়ায়। করঞ্জলী গ্রাম পঞ্চায়েত এবং রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মানুষের কুলপি যাওয়ার জন্য এই একটিই রাস্তা। সেই রাস্তাই কোথাও ভেঙে গিয়েছে, কোথাও ঢালাই উঠে গিয়েছে। এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ যাতায়াত করেন। সেই রাস্তাতেই এই টোটোদুর্ঘটনা। স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত টোটোটিকে উদ্ধার করা হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। প্রশাসনকে বারবার জানিয়েও রাস্তার কোনো কাজ হয়নি বলে স্থানীয় মানুষদের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলপি থানার পুলিস।

Read More