নিজস্ব প্রতিবেদন: সোমবার থেকে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন (Monsoon Session of Parliament)। করোনাকালে ২৫২ তম বাদল অধিবেশনে সরকার ৩০টি বিল আনার প্রস্তাব রয়েছে। অন্যদিকে, বিরোধীরা পণ্যের দাম,. করোনা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে সরব হবেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সমস্ত রাজনৈতিক দলের কথা শোনা হবে।
সূত্রের খবর, সেই বৈঠকে একাধিক ইস্য়ুতে সরকারের বিরুদ্ধে এককাট্টা হয়ে সুর চড়িয়েছে তৃণমূল, কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা। এবারের অধিবেশনে সরকারকে নাস্তানাবুদ করতে যে তাঁরা কোমর বেঁধে নামছে, তা কার্যত বুঝিয়ে দিয়েছেন সুদীপ বন্দ্য়োপাধ্যায় (Sudip Banerjee), অধীর চৌধুরীরা (Adhir Chowdhury)।