Home> দেশ
Advertisement

No Confidence Motion: 'মণিপুরে ভারতকে হত্যা করেছেন মোদী', সংসদে রাহুল

কংগ্রেস দল বুধবার সকাল সাড়ে ১০টায় দলের সংসদীয় কার্যালয়ে তাদের লোকসভা সাংসদদের একটি বৈঠক ডাকে। জানা গিয়েছে অনাস্থা বিতর্কে বক্তা হিসেবে বিজেপির হয়ে থাকবেন স্মৃতি ইরানি, হিনা গাভিত এবং নির্মলা সীতারামন। বিরোধীরা প্রশ্নোত্তর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই লোকসভায় 'প্রধানমন্ত্রী সদন মে আও' স্লোগান দেয়, হাউসে প্রধানমন্ত্রী মোদীর অনুপস্থিতিতে তাদের অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।

No Confidence Motion: 'মণিপুরে ভারতকে হত্যা করেছেন মোদী', সংসদে রাহুল
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার ফের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক চলবে লোকসভায়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনায় অংশ নেবেন। দুপুর ১২টায় লোকসভায় বলা শুরু করেন রাহুল গান্ধী।

কংগ্রেস দল বুধবার সকাল সাড়ে ১০টায় দলের সংসদীয় কার্যালয়ে তাদের লোকসভা সাংসদদের একটি বৈঠক ডাকে। জানা গিয়েছে অনাস্থা বিতর্কে বক্তা হিসেবে বিজেপির হয়ে থাকবেন স্মৃতি ইরানি, হিনা গাভিত এবং নির্মলা সীতারামন।

বিরোধীরা প্রশ্নোত্তর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই লোকসভায় 'প্রধানমন্ত্রী সদন মে আও' স্লোগান দেয়, হাউসে প্রধানমন্ত্রী মোদীর অনুপস্থিতিতে তাদের অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।

অনাস্থা প্রস্তাবের বিতর্কের দ্বিতীয় দিনে লোকসভার কার্যবিবরণী প্রধানমন্ত্রী মোদীর হাউসে অনুপস্থিতি নিয়ে বিরোধী সদস্যদের হট্টগোলের কারণে দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। এরপরে ১২টায় ফের শুরু হয় কাজ। সেই সময় বলা শুরু করেন রাহুল গান্ধী।

09 August 2023
09 August 2023 12:45 PM

রাহুল গান্ধী: 'রাবণ দুজনের কথা শুনত মেঘনাদ এবং কুম্ভকর্ণ। সেরকম মোদী দুজনের কথা শোনেন, অমিত শাহ এবং আদানি। লঙ্কা ধ্বংস হনুমান করেনি রাবণের অহংকার করেছিল'।  

09 August 2023 12:45 PM

রাহুল গান্ধী: 'ভারতের সেনা একদিনে মণিপুরে শান্তি ফেরাতে পারে'

09 August 2023 12:45 PM

রাহুল গান্ধী: 'আপনি আমার মায়ের হত্যা করেছেন মণিপুরে'

09 August 2023 12:45 PM

রাহুল গান্ধী: 'আপনি ভারত মাতার রক্ষাকর্তা নয়, ভারত্মাতার হত্যাকারী' 

09 August 2023 12:45 PM

রাহুল গান্ধী: 'প্রধানমন্ত্রী মণিপুরে যেতে পারেন না কারণ তিনি সেখানে দেশের হত্যা করেছেন, ভারতমাতার হত্যা করেছেন'

09 August 2023 12:45 PM

অনাস্থা প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন যে আগে আমার মধ্যে অহংকার ছিল, কিন্তু ভারত জোড় যাত্রার সময় আমি জানতে পেরেছিলাম যে দেশের কণ্ঠ শুনতে হলে অহং ত্যাগ করতে হবে।

09 August 2023 12:30 PM

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু রাহুল গান্ধীর বক্তৃতায় বাধা দিয়ে বলেন যে মণিপুর পরিস্থিতির জন্য কংগ্রেস দায়ী

09 August 2023 12:30 PM

'মহিলাদের কষ্টের কথা শুনতে ছান না?' সংসদে প্রশ্ন রাহুল গান্ধীর 

09 August 2023 12:30 PM

রাহুল গান্ধি: এরা মণিপুরে হিন্দুস্থানের হত্যা করেছেন 

09 August 2023 12:30 PM

রাহুল গান্ধী:  'আমি মণিপুরে গিয়েছি, প্রধানমন্ত্রী যাননি'

09 August 2023 12:30 PM

তিনি বলেন, ‘কৃষকরা আমায় জানান বিমার টাকা তাঁরা পাননি’।

09 August 2023 12:30 PM

রাহুল গান্ধী বলেন, ‘এই দেশ একটা আওয়াজ’। তিনি আরও বলেন, ‘ভিড়ের আওয়াজ নয়, আমি তাঁর কথা শুনতাম যে আমার সঙ্গে কথা বলতে আসত। তাদের দুঃখ আমার দুঃখে পরিণত হয়’।

09 August 2023 12:30 PM

তিনি জানিয়েছেন ভারত জোড়ো যাত্রা এখনও শেষ হয়নি। তিনি বলেন, ‘অহঙ্কার নিয়ে দেখতে বেরিয়েছিলাম ভারতকে’। তিনি জানান, ‘মোদীর জেলে যেতেও প্রস্তুত’।

09 August 2023 12:30 PM

রাহুল গান্ধী বলেন, ‘বিজেপি বন্ধুদের ভয় পাওয়ার দরকার নেই’। লোকসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘আজ বিজেপি বন্ধুদের ভয় পাওয়ার দরকার নেই’। তিনি বলেন, ‘আমার আজকের বক্তৃতা আদানির উপর হবে না। আজ আমি আমার মন থেকে ভাষণ দেব, মাথা থেকে নয়’।

09 August 2023 12:30 PM

‘প্রথমত, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে (লোকসভার সদস্য হিসাবে) পুনর্বহাল করেছেন,’ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অনাস্থা প্রস্তাবে বক্তৃতা শুরুতেই এই কথা বলেন।

Read More
;