Home> দেশ
Advertisement

Live Budget 2024: মধ্যবিত্তের আশায় জল ঢেলে অপরিবর্তিত আয়কর কাঠামো

Budget 2024 Highlights: নিয়ম অব্যাহত রেখে এবারের বাজেটেও ব্রিফকেসের পরিবর্তে 'বহি খাতা'। দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনগুল? বাজেট 2024 -এ বদলে যাবে কোন কোন নিয়ম? দেখুন LIVE UPDATES- 

Live Budget 2024: মধ্যবিত্তের আশায় জল ঢেলে অপরিবর্তিত আয়কর কাঠামো
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ ২০২৪-২০২৫ অর্থবর্ষের বাজেট। লোকসভা নির্বাচনের আগে সংসদে পেশ হবে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর মেয়াদকালের ষষ্ঠ বাজেট পেশ করতে চলেছেন। পরপর পাঁচটি বার্ষিক বাজেট এবং একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করে রেকর্ড সৃষ্টি করবেন তিনি। ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশের পর নির্মলা সীতারমন তাঁর পূর্বসূরি মনমোহন সিং, অরুণ জেটলি, পি চিদম্বরম এবং যশবন্ত সিন্হা-র রেকর্ড ছাপিয়ে যাবেন। অর্থমন্ত্রী হিসেবে দেশাই ১৯৫৯-১৯৬৪ সালের মধ্যে পাঁচটি বার্ষিক বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেন।

আরও পড়ুন, Union Budget 2024: নয়া সরকার গড়ে পূর্ণাঙ্গ বাজেট পেশের বার্তা, অধিবেশনে হাঙ্গামার জন্য বিরোধীদের নিশানা মোদীর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের  AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

03 March 2024
03 March 2024 00:00 AM

বাজেট পেশ ঘিরে নয়া নজির গড়তে চলেছেন নির্মলা সীতারমন। এই নিয়ে টানা ষষ্ঠ বার বাজেট পেশ করবেন নির্মলা। ছাপিয়ে যাবেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি, মনমোহন সিংহ, পি চিদম্বরম, যশবন্ত সিনহাকে। তাঁরা সকলেই ৫টি বাজেট পেশ করেছিলেন

03 March 2024 12:00 PM

প্রত্যক্ষ এবং পরক্ষ করে কোনও পরিবর্তন নয়: অর্থমন্ত্রী

03 March 2024 12:00 PM

ট্যাক্স প্রস্তাবের ক্ষেত্রে, কনভেনশনের সঙ্গে তাল মিলিয়ে, আমি ট্যাক্স সংক্রান্ত কোনও পরিবর্তন করার প্রস্তাব করছি না এবং আমদানি শুল্ক সহ প্রত্যক্ষ ও পরোক্ষ করের জন্য একই করের হার বজায় রাখার প্রস্তাব করছি: অর্থমন্ত্রী

যদিও, স্টার্টআপ এবং IFSC ইউনিটগুলির জন্য নির্দিষ্ট কিছু কর ছাড়ের মেয়াদ ৩১ মার্চ, ২০২৩-এ শেষ হচ্ছে। করের ধারাবাহিকতা প্রদানের জন্য, আমি এগুলিকে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করছি: অর্থমন্ত্রী

03 March 2024 12:00 PM

এভিয়েশন ক্ষেত্রে বিপ্লব এসেছে। গত ১০ বছরে বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ হয়েছে। টিয়ার ২ ও টিয়ার ৩ সিটিতে উড়ানের সংখ্যা বেড়েছে। ভারতীয় বিমানসংস্থাগুলি ১৩০০ বিমান কিনেছে।

 

03 March 2024 12:00 PM

৩টি রেল করিডোর হচ্ছে। এগুলি হল এনার্জি-সিমেন্ট-মিনারেল করিডোর, পোর্ট করিডর, হাই ট্রাফিক ডেনসিটি করিডোর। পিএম গতিশক্তির অধীনে এগুলি করা হবে। হাইট্রাফিক করিডোরের ফলে যাত্রীদের গতি ও নিরাপত্তা বাড়বে। ডেডিকেটেড করিডর তৈরি ফলে জিডিপি বাড়বে।

৪০ হাজার সাধারণ রেল বডিকে বন্দেভারতের বগিতে পরিণত করা হবে।

03 March 2024 11:45 AM

আয়করে কোনও পরিবর্তন নেই: অর্থমন্ত্রী 

03 March 2024 11:45 AM

২০২৪-২৫ এর জন্য বাজেট অনুমান

ধার এবং মোট ব্যয় ব্যতীত মোট প্রাপ্তির পরিমাণ অনুমান করা হয়েছে ৩০.৮০ এবং ৪৭ লাখ কোটি টাকা।

সুদমুক্ত ঋণ প্রদানের প্রকল্পটি পরের বছর চালু থাকবে যার ব্যয় ধরা হয়েছে ১.৩ লক্ষ কোটি।

২০২৪-২৫ সালে রাজস্ব ঘাটতি জিডিপির ৫.১ শতাংশ অনুমান করা হয়েছে, ২০২৫-২৬ সালের মধ্যে ঘাটতি জিডিপির ৪.৫ শতাংশে নামিয়ে আনার প্রতিশ্রুতি মেনে চলছে।

03 March 2024 11:45 AM

মোট খরচ হল Rs. ৪৪.৯০ লক্ষ কোটি, রাজস্ব প্রাপ্তি ৩০.০৩ লক্ষ কোটি টাকা বাজেট অনুমানের চেয়ে বেশি হবে বলে আশা করা হচ্ছে, শক্তিশালী বৃদ্ধির গতিবেগ প্রতিফলিত করে।

03 March 2024 11:45 AM

প্রধানমন্ত্রী স্লোগন হল জয় অনুসন্ধান। দেশের টেক স্যাভি যুবকদের জন্য ১ লাখ কোটি টাকা বিনা সুদে পঞ্চাশ বছরের জন্য ঋণ দেওয়া হবে। এর জন্য নতুপন প্রকল্প ঘোষণা করা হবে। 

03 March 2024 11:45 AM

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী মোদী ঘোষিত সাম্প্রতিক ছাদের সোলারাইজেশন প্রকল্প সম্পর্কে কথা বলেছেন। 'ছাদের উপরে সোলারাইজেশনের মাধ্যমে, ১ কোটি পরিবার প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হবে। এই প্রকল্পটি অযোধ্যায় শ্রী রাম মন্দিরের পবিত্রকরণের ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রীর সংকল্প অনুসরণ করে,' বলেছেন এফএম সীতারামন

03 March 2024 11:45 AM

সি ফুড রফতানি প্রায় দ্বিগুণ হয়েছে।

লাখপতি দিদি। ৮৩ লাখ এসএজি ৯ কোটি মহিলা গ্রামীণ এলাকার উন্নতি ঘটিয়েছে। ঠিক হয়েছে তাদের সংখ্য়া ২ কোটি থেকে ৩ কোটি করা হবে।  

 

03 March 2024 11:45 AM

বিকশিত ভারতের লক্ষ্যে হাই পাওয়ার কমিটি: অর্থমন্ত্রী 

03 March 2024 11:45 AM

ন্যানো ইউরিয়ার পর এবার ন্যানো ডিএপি ফসলের জন্য ব্যবহার করা হবে।

আত্মনির্ভর ওয়েল শিড জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। ডেয়ারি শিল্পের জন্য নতুন পরিকল্পনা নেওয়া হবে।

 

03 March 2024 11:45 AM

আধ্যাত্মিক পর্যটনে ব্যপক সম্ভাবনা: অর্থমন্ত্রী 

03 March 2024 11:45 AM

রুফটম সোলার প্যানেল বসিয়ে ১ কোটি বাড়িতে ৩০০ ইউনিট বিদ্যুত্ তৈরি হবে প্রতিটি বাড়িতে।

সরকার চায় আরও মেডিক্য়াল কলেজ তৈরি করতে। হাসপাতালগুলিতেই মেডিক্যাল কলেজ গড়তে চায়। তার জন্য সমীক্ষা শুরু হয়েছে।

আয়ুসমান ভারত পাবেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা।

 

03 March 2024 11:30 AM

আয়ুষ্মান ভারত কভারেজ বাড়ানো হবে

আয়ুষ্মান ভারত প্রকল্পটি সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে প্রসারিত করা হবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন।

03 March 2024 11:30 AM

সরকারের লক্ষ্য হল দেশের উত্তরপূর্বের মানুষকে দেশের উন্নয়ণের চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা।

সরকারে ৩ কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ধার্য কেরছিল। সেই লক্ষ্যের কাছাকাছি চলে গিয়েছে সরকার। ২ কোটি আরও বাড়ির বাড়ি তৈর হবে।

যুবকদের জন্য কম সুদে দীর্ঘমেয়াদী ঋন দেওয়া হবে।

রুফটম সোলার প্যানেল বসিয়ে ১ কোটি বাড়িতে ৩০০ ইউনিট বিদ্যুত্ তৈরি হবে প্রতিটি বাড়িতে।

03 March 2024 11:30 AM

যুবদের জন্য অল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ: অর্থমন্ত্রী

03 March 2024 11:30 AM

কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আরও দুই কোটি বাড়ি তৈরি করা হবে - গ্রামীণ

03 March 2024 11:30 AM

করোনার পর নতুন ওয়াল্ড অর্ডার তৈরি হয়েছে। গোটা দুনিয়া নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি। এই অবস্থাতেও ভারত তার আর্থিক গতি বজায় রেখেছে।

প্রধানমন্ত্রী তাঁর স্বাধীনতা দিবসের বক্তৃতায় বলেছেন, সুযোগের অভাব নেই। স্কাই ইজ দ্য়া লিমিট। সরকারের নীতি হল রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম।

 

03 March 2024 11:30 AM

মানুষের আয় আগের থেকে বেড়েছে: অর্থমন্ত্রী

03 March 2024 11:30 AM

তার বাজেট বক্তৃতায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী গত কয়েক বছরে কর্মশক্তিতে মহিলাদের অংশগ্রহণ কীভাবে বেড়েছে তা নিয়ে ব্যাপকভাবে কথা বলেছেন। STEM কোর্সে মহিলা নথিভুক্তি গত দশকে ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেছে। 'তিন তালাককে বেআইনি করা, সংসদ এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ১/৩ আসন সংরক্ষণ, মহিলাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ৭০ শতাংশের এর বেশি আসন তাদের মর্যাদা বাড়িয়েছে,' তিনি যোগ করেছেন।

03 March 2024 11:30 AM

দেশের মানুষের গড় আয় ৫০ শতাংশ বেড়েছে। মূদ্রাস্ফীতির হার কমেছে।

সব ধরনের পরিাকাঠামে সময়ময় শেষ করা হয়েছে। ডিজিটাল পরিকাঠামো দেশের অর্থনীতির জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। তা তৈরি করেছে সরকার।

করোনার পর নতুন ওয়াল্ড অর্ডার তৈরি হয়েছে। গোটা দুনিয়া নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি। এই অবস্থাতেও ভারত তার আর্থিক গতি বজায় রেখেছে।
 

03 March 2024 11:30 AM

তার বাজেট বক্তৃতায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোদী সরকার কীভাবে অন্তর্ভুক্তির 'সমস্ত দিক' প্রচারের দিকে কাজ করছে সে সম্পর্কে বিস্তৃতভাবে কথা বলেছেন।

03 March 2024 11:30 AM

অসাধারণ কাজের উপর ভিত্তি করে, আমরা আশা করি আমাদের সরকার আবারও জনগণের আশীর্বাদপুষ্ট হবে: অর্থমন্ত্রী

03 March 2024 11:30 AM

খেলাধুলায় তরুণদের নতুন উচ্চতা অর্জনে দেশ গর্বিত। দাবার প্রতিভাবান প্রজ্ঞানন্দ ২০২৩ সালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনের বিরুদ্ধে কঠিন লড়াই করেছিলেন। আজ ভারতে ৮০ টিরও বেশি দাবা গ্র্যান্ডমাস্টার রয়েছে

03 March 2024 11:30 AM

দেশের মানুষের গড় আয় ৫০ শতাংশ বেড়েছে। মূদ্রস্ফীতির হার কমেছে।

03 March 2024 11:30 AM

দেশে নারীশক্তির বিকাশ হয়ে গত দশ বছরে। শিক্ষাক্ষেত্রে মেয়েদের সংখ্য়া ৩০ শতাংশ বেড়েছে। কাজের জায়গায় মেয়েদের সংখ্যা বেড়েছে। তিন তালাক, সংসদের মেয়েদের জন্য রিজার্ভশন, ৭০ শতাংশ পিএম আবাস য়োজনার ঘর তাদের আরও শক্তিশালী করেছে। তাদের মর্যদা বাড়িয়েছে।

03 March 2024 11:15 AM

কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেছিলেন যে তিনটি দল - গরিব, মহিলা এবং অন্নদাতা (দরিদ্র, মহিলা এবং কৃষক) - সরকারের জন্য অগ্রাধিকার।

03 March 2024 11:15 AM

গরির কল্যাণ হল দেশের কল্য়াণ। ২৪ কোটি মানুষকে গরিবির হাত থেকে উদ্ধার করেছে সরকার।

ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধিত কোটি কোটি টাকা বাঁচিয়েছে।

পিএম বিশ্বকর্মা ১৮ ক্ষেত্রে শিল্পীদের সাহায্য করছে।

কৃষকরাই অন্ন্দাতা। ১১.৮ কোটি কৃষকদের বিমা দিচ্ছে সরকার। কৃষক মান্ডিগুলি কৃষকদের সহায়্য করছে।

যুবকদের উন্নতি দেশের উন্নতি। স্কিল ইন্ডিয়া মিশন ১.৪ কোটি যুবককে প্রশিক্ষণ দিয়েছে।

সরকার  ৭টি আইআইটি, ১৬ আইআইআইটি, ৭ আইআইএমএস, ১৫ এইমস ও ৩৯০ বিশ্ববিদ্যালয় তৈরি করে ছে এই সরকার।

খেলাতেও প্রভূত উন্নতি করেছে সরকার। ২০২৩ সাল এসিান গেমস ও এসিয়াম প্যারা গেমসে ভারতের মেডেলের সংখ্যা বেড়েছে।

03 March 2024 11:15 AM

পিএম বিশ্বকর্মা ১৮ ক্ষেত্রে শিল্পীদের সাহায্য করছে।

কৃষকরাই অন্ন্দাতা। ১১.৮ কোটি কৃষকদের বিমা দিচ্ছে সরকার। কৃষক মান্ডিগুলি কৃষকদের সহায়্য করছে।

যুবকদের উন্নতি দেশের উন্নতি। স্কিল ইন্ডিয়া মিশন ১.৪ কোটি যুবককে প্রশিক্ষণ দিয়েছে।

সরকার  ৭টি আইআইটি, ১৬ আইআইআইটি, ৭ আইআইএমএস, ১৫ এইমস ও ৩৯০ বিশ্ববিদ্যালয় তৈরি করে ছে এই সরকার।

 

03 March 2024 11:15 AM

ইদানীং মৌলিক চাহিদার বিধানের ভিত্তিতে গ্রামীণ এলাকায় প্রকৃত আয় বৃদ্ধি পেয়েছে। তাদের অর্থনৈতিক চাহিদা পূরণ করা যেতে পারে, এইভাবে বৃদ্ধিকে উৎসাহিত করতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। সামাজিক ন্যায়বিচার উন্নয়নের একটি পদ্ধতিতে কাজ করছে যা অটোমেশন এবং স্ব-সেবা সম্পর্কিত

03 March 2024 11:15 AM

৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন: অর্থমন্ত্রী 

03 March 2024 11:15 AM

পিএম বিশ্বকর্মা ১৮ ক্ষেত্রে শিল্পীদের সাহায্য করছে।

কৃষকরাই অন্ন্দাতা। ১১.৮ কোটি কৃষকদের বিমা দিচ্ছে সরকার। কৃষক মান্ডিগুলি কৃষকদের সহায়্য করছে।

03 March 2024 11:15 AM

গরির কল্যাণ হল দেশের কল্য়াণ। ২৪ কোটি মানুষকে গরিবির হাত থেকে উদ্ধার করেছে সরকার।

ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধিত কোটি কোটি টাকা বাঁচিয়েছে।

03 March 2024 11:00 AM

সব কা সাথ, সব কা বিকাশ; সরকারের মন্ত্র: অর্থমন্ত্রী 

03 March 2024 11:00 AM

দেশের যুব সমাজের প্রত্যাশা বেড়েছে: অর্থমন্ত্রী 

03 March 2024 11:00 AM

গত ১০ বছরে ভারতের অর্থনীতির আমূল পরিবর্তন: অর্থমন্ত্রী

03 March 2024 11:00 AM

বাজেট বক্তৃতা শুরু করলেন নির্মলা সীতারমন।

03 March 2024 10:30 AM
03 March 2024 10:30 AM

বাজেট পেশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও তাঁর টিম দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

03 March 2024 09:45 AM
03 March 2024 09:30 AM

নীল শাড়ীতে এলেন সীতারামন। তাঁর টিমের সঙ্গে ফোটোসেশন যোগ দিলেন।

 

 

03 March 2024 09:30 AM

অর্থমন্ত্রকে পৌঁছে গেলেন নির্মলা সীতারামন। সকালে এগারোটায় বাজেট পেশ।

 

03 March 2024 08:30 AM

বাজেটে মানুষের নজর যে দিকে থাকে সেটি হল কোন জিনিসের দাম কত কমল, কত বাড়ল। আর একটা দিক হল ট্যাক্সের কী হল।  বিশেষজ্ঞরা মনে করছেন, এবার আয়কর ছাড়ে বেশকিছু ঘোষণা করতে পারেন সীতারামন। গুরুত্বপর্ণ কিছু ঘোষণা হতে পারে ইপিএফের ক্ষেত্রেও।

ইলেকট্রিক গাড়ি তৈরি, পি এম কিষাণ  প্রকল্পে বেশ কিছু ঘোষণা হতে পারে। গত সপ্তাহেই সীতারামন ঘোষণা করেছিলেন ২০২৪ অর্থবর্ষ দেশের অর্থনীতির গ্রোথ হতে পারে ৭ শতাংশ। 

03 March 2024 08:15 AM

বাজেটে মানুষের নজর যে দিকে থাকে সেটি হল কোন জিনিসের দাম কত কমল, কত বাড়ল। আর একটা দিক হল ট্যাক্সের কী হল।

 

03 March 2024 08:15 AM

এনিয়ে মোট ষ্ষ্ঠবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। এবারের বাজেটে দেখার বিষয় হল শিক্ষা ক্ষেত্রে কতটা বরাদ্দ বাড়ান নির্মলা। বিশেষ করে সমগ্র শিক্ষা অভিযানের মতো প্রকল্পে। জাতীয় শিক্ষা নীতির অনুসরণে তৈরি এই প্রকল্পে কেন্দ্র ইতিমধ্যেই ২,৯৪,২৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

 

03 March 2024 07:30 AM

ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশের আগেই বাড়ল চিন্তা। বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ১৮ টাকা।

আজ সকাল ৬ টা থেকে কলকাতায় ১৯ কেজি নীল রঙের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের কার্যকরী দাম ১৮৮৭ টাকা। দাম বাড়ল ১৮ টাকা।

03 March 2024 00:00 AM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বৃহস্পতিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট ২০২৪ পেশ করবে। কিন্তু বাজেট পেশের আগেই সরকার একটি উপহার দিয়েছে, যা সাধারণ মানুষের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। মোবাইল ফোন শিল্পের জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে।

03 March 2024 00:00 AM

লোকসভা ভোটের আগের বাজেটে কি অপেক্ষা করছে একাধিক চমক? আয়করে বিশেষ ছাড় পাবেন মধ্যবিত্তেরা?গত কয়েক মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বার দাবি করেছেন, তাঁর কাছে চারটিই জাত— মহিলা, তরুণ, গরিব ও চাষি।

03 March 2024 00:00 AM

একাধিক অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী একাধিকবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন ঠিকই , তবে অর্থমন্ত্রী হিসেবে এখনও পর্যন্ত যিনি সর্বাধিক সংখ্যক বাজেট পেশ করেছেন তিনি হলেন মোরারজি দেশাই ৷ তবে বাজেট পেশ করা নিয়ে তার চেয়েও বিরল এক ঘটনা রয়েছে তাঁর জীবনে ৷ কারণ মোরারজি দেশাই হলেন একমাত্র অর্থমন্ত্রী যিনি একেবারে তাঁর নিজের জন্মদিনে দু বার বাজেট পেশ করে ছিলেন ৷

Read More