Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: হাড়হিম হাওড়া! মৃত একই পরিবারের ৩, আ*ত্ম*ঘা*তী বাবা-মা-ছেলে...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: হাড়হিম হাওড়া! মৃত একই পরিবারের ৩, আ*ত্ম*ঘা*তী বাবা-মা-ছেলে...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

01 July 2025
01 July 2025 13:15 PM

Dakshin Dinajpur: সারা রাজ্যের পাশাপাশি এদিন দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ। এদিন বালুরঘাট থানা মোড়ে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস, বালুরঘাট ট্রাফিক আইসি অরুণ তামাং সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠানে পথ নিরাপত্তা সচেতনতা র‍্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। র‍্যালি শেষে বালুরঘাট থানা মোড়ে পথ নিরাপত্তা বিষয়ক একটি পথ নাটিকা অনুষ্ঠিত হয়। 

01 July 2025 13:00 PM

Howrah: জগাছা থানার অন্তর্গত হাটপুকুর এলাকায় একই পরিবারের তিনজন আত্মঘাতী।বাবা মা ও ছেলে।

01 July 2025 09:30 AM

Kartik Maharaj: নবগ্রাম থানায় হাজিরার দিন রয়েছে বেলডাংগার কার্তিক মহারাজের।  ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে আজ সকাল ১০ টায় নবগ্রাম থানায় তলব করা হয়েছে কার্তিক মহারাজকে। তিনি নিজে থানায় আসেন না আইনজীবীকে পাঠান সেদিকে রয়েছে নজর।

01 July 2025 09:30 AM

Jhargram: দুঃসাহসিক ডাকাতি লুঠ প্রায় ২ কোটির সোনার গহনা। ঝাড়খন্ডে সোনার দোকানে ডাকাতি করে ঝাড়গ্রাম এ পালিয়ে আসার পথে প্রায় ২কোটি টাকার সোনার গহনা সহ গ্রেপ্তার ২জন। গতকাল রাত্রে পাশের রাজ্য ঝাড়খণ্ডের চাকুরিয়া থানার অন্তর্গত চাকুলিয়া বাজারে এক সোনার দোকানে বেশ কয়েকজন দুষ্কৃতী ফিল্মি কায়দায় দোকান মালিকের মাথায় বন্দুক রেখে দু কোটি টাকার সোনার গহনা লুট করে বাইকে করে পালিয়ে যায় । 

01 July 2025 09:30 AM

Haroa: হাড়োয়ায় রায়খাঁ গ্রামে লক্ষিকান্ত মণ্ডল নামে এক ব্যক্তির রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় আঘাতের চিহ্ন। ঘটনার পর থেকে দশ বছরের ছেলেকে নিয়ে এলাকা ছাড়া মৃত ব্যক্তির স্ত্রী পুষ্প মন্ডল। ঘটনাস্থলে উদ্ধার কোদাল। কি কি কারনে মৃত্যু গোটা ঘটনার তদন্তে শুরু করেছে  হাড়োয়া থানার পুলিস।

01 July 2025 09:30 AM

Rail News: আজ পয়লা জুলাই ২০২৫ থেকে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আসছে নয়া নিয়ম। এবার থেকে IRCTC–র অফিসিয়াল ওয়েবসাইট এবং আপনার মোবাইল ফোনের IRCTC অ্যাপ থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার নম্বর যাচাই করতে হবে। আপনার অ্যাপ এর সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করলে আপনি ততকাল বুকিং করতেই পারবেন না। এরসঙ্গে এই ব্যবস্থাকে আরো ফুল প্রুফ করতে, আগামী ১৫ জুলাই থেকে এর সঙ্গে যুক্ত হচ্ছে OTP ভিত্তিক আধার ভেরিফিকেশন।

Read More