Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’! প্রকল্পের আওতায় কী কী কাজ?

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’! প্রকল্পের আওতায় কী কী কাজ?
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

02 August 2025
02 August 2025 09:30 AM

Panihati: পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে রোগীরা জলবন্দি। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে জল থৈথৈ করছে। আতঙ্কে ট্রেনি নার্সরা জলবন্দি ওয়ার্ড ছেড়ে ডিউটি করছে অন্যত্র। ক্ষুব্ধ নার্সিং স্টাফ থেকে অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। আতঙ্কিত রোগী এবং তাদের পরিবার। সবাই প্রহর গুনছেন কখন হাসপাতাল থেকে জলবন্দি দশা কাটবে। এক দিকে জমা নোংরা জল থেকে ছড়াচ্ছে সংক্রামণ অপর দিকে পোকামাকড় এবং সাপে উপদ্রবে আতংকে রোগী থেকে রোগীর পরিবার এবং হাসপাতালের স্বাস্থ্য কর্মীরাও। দিনের থেকে রাতের অবস্থা আরও ভয়ানক। সবাই গাম্বুট পরেই ডিউটি করছেন।কবে এই জল নামবে তার দিকে তাকিয়েই সবাই। 

02 August 2025 09:30 AM

North 24 Parganas: টানা কয়েক দিনের বৃষ্টির কারণে উত্তর ২৪ পরগণার বসিরহাট দু নম্বর ব্লকের চাঁপাপুকুর পূর্ব ও পশ্চিম শিতুলিয়া গ্রাম জলমগ্ন হয়ে যাওয়ায় সেখানকার বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তাঘাট বাড়িঘর স্কুল সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

02 August 2025 09:30 AM

Ghatal: বিষধর সাপের মাথায় বসে আছে ব্যাংঙ।তাও আবার বিষধর কালাচ সাপের মাথায় এমনই ছবি দেখা গেল ঘাটাল থানার গোবিন্দপুর গ্রামে, সাপ দেখতে পেয়ে স্থানীয় মানুষজন খবর দেয় বনদপ্তরকে। পরে বনদপ্তরের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে।

02 August 2025 09:30 AM

Jalpaiguri: ‘১০০ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলেই রাস্তা হবে’। বিতর্কে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। রাজগঞ্জে শিকারপুর রাস্তার অবস্থা বেহাল। প্রতিবাদে শুক্রবার পথ অবরোধ স্থানীয়দের। ‘লক্ষ্মীর ভান্ডার না নিলে রাস্তা সংস্কার হবে’। বিক্ষোভের মুখে মন্তব্য বিজিও প্রশান্ত বর্মনের।

02 August 2025 09:30 AM

TMC: আজ থেকে শুরু ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। প্রতি ৩ বুথ নিয়ে একটি করে শিবির আয়োজন। কর্মসূচির অধীনে ১৫টি কাজকে বিশেষভাবে অগ্রাধিকার। রাস্তা মেরামতি, নিকাশি ব্যবস্থা, জল সরবরাহ, রাস্তার আলো। বুথে বুথে শৌচাগার, আইসিডিএস কেন্দ্র গুলির মান উন্নয়ন। প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন। পুকুর ও জলাশয় গুলির সৌন্দর্যায়ন ও ঘাট গুলির সংস্কার। বাজারগুলির পরিকাঠামোর উন্নয়ন। বুথ ভিত্তিক ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করার কথা ঘোষণা।
 

 

Read More