Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: ভিনরাজ্যে বাঙালি হেনস্থা-ইস্যু! অভিষেকের নির্দেশে মুম্বই রওনা তৃণমূলের প্রতিনিধি দলের...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: ভিনরাজ্যে বাঙালি হেনস্থা-ইস্যু! অভিষেকের নির্দেশে মুম্বই রওনা তৃণমূলের প্রতিনিধি দলের...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

03 August 2025
03 August 2025 12:30 PM

Bengali Migrandt Worker Torture: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগেই মুম্বই তৃণমূলের টিম রওনা দিয়েছিল। এবার পুলিসের টিম রওনা দিয়েছে মুম্বইতে। বিষ্ণুপুরের নিখোঁজ পরিযায়ী শ্রমিকের খোঁজে। ডায়মন্ডহারবার পুলিসের দল রওনা দিয়েছে। তাঁর মোবাইল ফোন বন্ধ। টাওয়ার লোকেশন দেখা হচ্ছে। পরিবারের বক্তব্য, ১০৬ আটক করা হয়েছিল, তার মধ্যে বিষ্ণুপুরের বুবাই সর্দার রয়েছে বলে দেখা যায়। পুলিস সূত্রের দাবি, এখনও মুম্বই পুলিসের তরফে কিছু জানানো হয়নি। দিন কয়েক আগে ভাইকে টাকা পাঠায় বুবাই। যে এটিএম থেকে টাকা তোলে সেই এলাকায় যাবে পুলিস যাবে।

03 August 2025 10:00 AM

Purulia: "অঙ্গদান - জীবনদান" এই বার্তাকে সামনে রেখে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজের পক্ষ থেকে আয়োজিত হলো অঙ্গদান শিবির। শনিবার থেকে শুরু হওয়া এই অঙ্গদান শিবির চলবে ৮ আগষ্ট পর্যন্ত। জেলার বহু মানুষ এই শিবিরে গিয়ে নিজের বিভিন্ন অঙ্গদান রেজিস্ট্রেশন করলেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পথনাটক আয়োজিত হয়, ডাক্তারি পড়ুয়া এবং চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে শহর জুড়ে মিছিলও আয়োজিত হয়। মৃত্যুর পর শরীরকে নষ্ট করার চেয়ে অঙ্গদান করলে চিকিৎসা গবেষণায় এবং সাধারণ মানুষের অঙ্গ গ্রহণে উপকৃত হবে, সুস্থ সমাজ গড়ে উঠবে বলে বার্তা দেন পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মরণোত্তর করে নিজেকে গর্বিত বলে মনে করছেন অঙ্গদাতারা।

03 August 2025 10:00 AM

DVC: ফের জল ছাড়ল ডিভিসি।আগের তুলনায় জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি।মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে 57 হাজার 330 কিউসেক জল ছাড়া শুরু করলো ডিভিসি।এদিন মাইথন থেকে 22 হাজার 562 কিউসেক এবং পাঞ্চেত থেকে 34 হাজার 768 কিউসেক জল ছাড়া শুরু হল।নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি।

03 August 2025 10:00 AM

Bengal BJP: ২৬-এর ভোট অঙ্কে নজরে দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতার প্রতিটি বুথে নজর বিজেপির। প্রতি বুথে ৫০ জন সক্রিয় সদস্য বাড়ানোর নির্দেশ। কর্মীদের কাছে পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে। দলকে নিজেদের প্রস্তাব জানান, বার্তা কর্মীদের। রীতিমতো কর্মীদের সঙ্গে মুখোমুখি আলোচনা চলছে। কর্মীদের মৌখিক প্রশ্ন করছেন দলের শীর্ষ নেতারা। তৃণমূলের গড় দক্ষিণ কলকাতায় বাড়তি নজর। 

03 August 2025 10:00 AM

Rahul Sinha: রাষ্ট্রপতি-শাসনে ভোটের সওয়াল রাহুল সিনহার। ‘আইন-শৃঙ্খলার অবনতিতে রাষ্ট্রপতি শাসন হবে’। ‘দরকারে রাষ্ট্রপতি শাসন করে ভোট হবে’। সেটা তৃণমূলের জন্য ভাল হবে না:রাহুল। 

03 August 2025 10:00 AM

Bengali Migrandt Worker Torture: হরিয়ানায় বাঙালি পরিযায়ীকে হেনস্থা অব্যাহত। ঠাকুরদার নামে জমির দলিল দেখতে চাইল পুলিস। হরিয়ানায় হেনস্থার শিকার ময়নাগুড়ির পরিযায়ী শ্রমিক। ময়নাগুড়ির উল্লার ডাবরির বাসিন্দা নরেশ মণ্ডল। হরিয়ানাতে একটি কাপড়ের কারখানায় কর্মরত। ভোটার কার্ড, আধার কার্ড দেখানোর পরেও কাজ হয়নি। ঠাকুরদার নামে জমির দলিল দেখাতে বলা হয়েছে।

03 August 2025 10:00 AM

Bengali Migrandt Worker Torture: ভিনরাজ্যে বাঙালি হেনস্থা-ইস্যু। মুম্বই পুলিসের হাতে আটক বিষ্ণুপুরের বুবাই সর্দার। অভিষেকের নির্দেশে মুম্বই রওনা তৃণমূলের প্রতিনিধি দলের। ছেলেকে ঘরে ফেরানোর আর্তি বাবা-মায়ের।

Read More