Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: বেনজির পুলিসি নিরাপত্তায় কসবায় সাতসকালে ঘটনার পুনর্নির্মাণ! ৫ ঘণ্টা ধরে...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: বেনজির পুলিসি নিরাপত্তায় কসবায় সাতসকালে ঘটনার পুনর্নির্মাণ! ৫ ঘণ্টা ধরে...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

04 July 2025
04 July 2025 12:15 PM

Paresh Pal: ভোট পরবর্তী হিংসা মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম থাকা অভিযুক্তদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ বিশেষ সিবিআই আদালতের। আজ শুক্রবার বিশেষ সিবিআই আদালতে হাজিরা নির্দেশ। ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া অভিজিৎ সরকারের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে বিধায়ক পরেশ পাল, তৃণমূলের দুই কাউন্সিলর ও তিন পুলিস কর্মীর। সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম থাকা অভিযুক্তরা আদালতে এসেছে কি? খোঁজ নিলেন আদালতের বিচারক। এখনও পর্যন্ত হাজিরা দেয়নি অভিযুক্তরা। দুপুর দুটো পর্যন্ত সময় দিলেন বিচারক।

04 July 2025 08:45 AM

CHANDRAKONA: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় পার্টি অফিসে টুইস্ট। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুবছর ধরে বন্ধ তৃণমূলের পার্টি অফিস। জি ২৪ঘণ্টায় খবর সম্প্রচারের পর প্রশাসনের দ্বারস্থ CPM। পার্টি অফিস রং পাল্টে দখল নেয় তৃণমূল, অভিযোগ CPM-এর। দলীয় কার্যালয় কার দখলে? বন্ধ পড়ে থাকবে পার্টি অফিস?

04 July 2025 08:45 AM

KGP LEFT: ‘বিচার’ না পেয়ে এবার হাইকোর্টে খড়্গপুরের বামনেতা। সোমবার সকালে প্রকাশ্য রাস্তায় নিগৃহীত হন অনিল দাস। অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে FIR। এখনও গ্রেফতার হননি খড়্গপুরের অভিযুক্ত তৃণমূলনেত্রী। রাস্তায় বামনেতাকে পিটিয়ে কবে গ্রেফতার হবেন বেবি কোলে?

04 July 2025 08:30 AM

MALDA CBI UD: ভোট পরবর্তী অশান্তি মামলায় তত্‍পর CBI। কাঁকুড়গাছিতে চার্জশিট, মালদহে প্রথম সাজা! অভিযুক্ত তৃণমূল নেতাকে দোষী সাব্যস্ত CBI-এর। অভিযুক্ত শিক্ষক নেতাকে দোষী সাব্যস্ত বিচারকের। আজ তৃণমূল নেতা রফিকুল ইসলামের সাজা ঘোষণা।

04 July 2025 08:30 AM

PARESH CBI UD: কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী হত্যা মামলা। CBI চার্জশিটে TMC বিধায়ক পরেশ পাল। নাম কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের। এখনও পরেশ পালের কোনও খোঁজ নেই। এবার পরেশ পালের কাছে কোন রাস্তা খোলা?মিথ্যে প্রচার বিজেপির, পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূল।

04 July 2025 08:30 AM

Kasba Law College Incident: কসবা গণধর্ষণকাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ। মনোজিতদের নিয়ে আইন কলেজে পুনর্নির্মাণ। পুলিসের সঙ্গে মনোজিতের সঙ্গে আরও ২ অভিযুক্ত। 

Read More