জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Jammu and Kashmir ex governor: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক প্রয়াত। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন নয়াদিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯।
AC Local Train: বহু দিন জোড়া রেক বসে থাকার পর আগামী রবিবার এসি লোকাল ট্রেনের চাকা গড়াবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত এসি লোকাল ট্রেনের সূচনা হবে। সোমবার থেকে কমার্শিয়াল বা যাত্রী পরিষেবা শুরু হওয়ার অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা। সাধারণ লোকালে ন্যূনতম ভাড়া ৫ টাকা হলেও এসি লোকালে প্রারম্ভিক ভাড়া ২৯ টাকা। পরের ধাপে ৩৭ টাকা। তারপর স্টেজ অনুযায়ী ভাড়া ধার্য হবে। রবিবার বিকেলে শিয়ালদহ স্টেশনে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে এসি লোকাল ট্রেনের সূচনা হবে। রাজ্যের দুই সংসদ এর এই অনুষ্ঠানে থাকার কথা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অনুষ্ঠানে ভার্চুয়ালি থাকতে পারেন।
Cooch Behar: কোচবিহার গুড়িয়াহাটি 1 এর নিউপাটাকুড়া সংলগ্ন একটি পুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে যে আজ ভোরে এলাকার বাসিন্দারা সেই পুকুরে একটি দেহ ভেসে থাকতে দেখে চেঁচামেচি করলে ছুটে আসে পাড়ার সকলে। পুলিস সূত্রে জানা গেছে ওই মৃত ব্যক্তির নাম বেবী চন্দ্র বয়স আনুমানিক ৭৫ বছর। পরবর্তীতে খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিস। পুলিস এসে দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । তবে কি কারনে এই মৃত্যু তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিস।
Purulia: দিনের পর দিন পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শয়ে শয়ে গবাদি পশু। মাঝ রাস্তার দখল করে বসে রয়েছে গবাদি পশুর পাল । এর জেরে রাস্তায় যানবাহন চলা দুষ্কর হয়ে পড়ছে। ঘটে চলেছে ছোটবড় দুর্ঘটনা। সমস্যায় পড়ছেন নিত্য যাতায়াতকারীরা। আবর্জনার স্তুপে গবাদি পশু মুখ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে।
Jalpaiguri: শক্তি বাড়ল শাসকদলের। জলপাইগুড়িতে বিজেপি, সিপিএম ও কংগ্রেস দল থেকে তৃণমূলে যোগদান। জলপাইগুড়ি জেলার সদর ব্লক ২-এর বেলাকোবা অঞ্চলের বানিয়া পাড়া বুথের ২০ টি পরিবার থেকে প্রায় ৬০ জন বিজেপি, সিপিআইএম, ও কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি তৃনমুলের। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এসসি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের হাত ধরে এই যোগাযোগ সভা অনুষ্ঠিত হয়।
Malbazar: নাগরাকাটায় ১৩ ফুটের কিং কোবরা উদ্ধার, গরুমারা জঙ্গলে ছাড়ার সিদ্ধান্ত। এদিন চাঞ্চল্য ছড়াল মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চা বাগানে। এলাকার লাইনকাটা অংশে একটি বাড়ির বেড়ার মধ্যে ফনা তুলে ফসফস শব্দ করছিলো এক বিশাল বিষধর কিং কোবরা। আতঙ্ক ছড়াল গোটা এলাকায়।
Jalpaiguri: জলপাইগুড়িতে তিস্তা পাড়ে দুর্নীতি, রাজ্যে সরকার টাকা দিচ্ছে তার পরেও কেনো দুর্নীতি? প্রশ্ন গ্রামবাসীদের ,নিম্ন মানের কাজের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী। বন্ধ রাস্তার কাজ। ঘটনার তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। তৃণমূল সস্তার রাজনীতি করছে, কটাক্ষ স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের।
Amit Shah Meet: দিল্লিতে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে শাহি-বৈঠক। বঙ্গ নেতৃত্বকে নিয়ে রাজধানীতে ঘণ্টাদেড়েক বৈঠক। তৃণমূলের বাংলা অস্মিতায় প্রচারে পাল্টা প্রচার। পাল্টা প্রচারে নামার নির্দেশ অমিত শাহের:সূত্র।
CM Ghatal Tour: প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে সরেজমিনে মুখ্যমন্ত্রী। আজ আরামবাগ ও ঘাটাল সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। জলমগ্ন এলাকা পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। ঘাটাল থেকে ফিরে পরের দিন মমতা যাবেন ঝাড়গ্রামে।
Abhishek Banerjee Meet: অভিষেকের মেগা ভার্চুয়াল বৈঠক। প্রায় ৯ হাজার নেতা-কর্মীদের নিয়ে বৈঠক। বৈঠকে সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা। অভিষেকের বৈঠকে জেলা সভাপতিরা। আলোচনায় পঞ্চায়েত স্তরের নেতারাও। ‘ভাষা’, এসআইআর-সহ একাধিক ইস্যু। সাংগঠনিক বিষয়কেও বিশেষ গুরুত্ব।
Thank you