Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: দীঘায় উলটো রথের মহোত্‍সব! ১০০০০ ভক্তের জন্য অন্নভোগের আয়োজন...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: দীঘায় উলটো রথের মহোত্‍সব! ১০০০০ ভক্তের জন্য অন্নভোগের আয়োজন...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

05 July 2025
05 July 2025 09:00 AM

Kasba Law College Incident: আমরা মেয়েরা নিরাপত্তাহীনতা বোধ করছি, মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। ভাইস প্রিন্সিপালের কাছে অভিযোগ সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীর। অভিযোগ পত্রের সেই কপি জি ২৪ ঘণ্টার হাতে...

05 July 2025 09:00 AM

Ulto Rath Yatra 2025: দীঘায় জগন্নাথের উল্টো রথে উৎসবের আবহ, সকাল থেকে আচার অনুষ্ঠান। দশ হাজার ভক্তের জন্য অন্নভোগের আয়োজন।

05 July 2025 09:00 AM

Muharram: মহরমে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক বৈঠক ডায়মন্ড হারবারের কামারপোলে মহরম মাটে,  ডিজে বক্স নিষিদ্ধ, থাকবে না কোন অস্ত্র, এলাকা থাকবে সিসিটিভির নজরদারি।

05 July 2025 09:00 AM

ED Raid: ভুয়ো ইডি অফিসার পরিচয়ে তোলাবাজিতে ধৃত রায়না থানার খেমতার বাসিন্দা সেখ জিন্নার আলির স্ত্রী ও কোম্পানির নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে ৪৫ লক্ষ ৮৯ হাজার টাকা। অ্যাকাউন্টটি ফ্রিজ করেছে ইডি। এছাড়াও ধৃতের বাড়ি থেকে দু’টি গাড়ি ও বেশকিছু আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয়েছে বলে প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে ইডি।

05 July 2025 09:00 AM

Kasba Law College Incident: ঘটনার পর থেকে একদিন কলেজ বন্ধ ছিল। আর এর জন্য জন্য পুলিসের তদন্তকেই কারণ হিসেবে সামনে আনে সাউথ কলকাতা ল কলেজ কর্তৃপক্ষ। চিঠি দিয়ে উচ্চশিক্ষা দফতরকে সে কথা জানিয়েও দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বলা হয় তদন্তের স্বার্থে পুলিস কলেজ ক্যাম্পাসকে সিল করে রেখেছে। তবে ইউনিয়ন রুম বন্ধ রেখে সোমবার থেকে খুলছে কসবা ল কলেজ।

Read More