Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: ভাঙড় কলেজে অস্থায়ী কর্মী ৮ তৃণমূল নেতা-কর্মী! কেন বেছে বেছে নিয়োগ?

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: ভাঙড় কলেজে অস্থায়ী কর্মী ৮ তৃণমূল নেতা-কর্মী! কেন বেছে বেছে নিয়োগ?
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

06 July 2025
06 July 2025 09:30 AM

Purulia: বর্ষার শুরুতেই পুরুলিয়া জেলা জুড়ে দেখা দিয়েছে ম্যালেরিয়ার প্রকোপ। রাজ্যের মধ্যে ম্যালেরিয়া আক্রান্ত প্রবন এলাকায় পরিণত হয়েছে জেলা পুরুলিয়া। বর্ষায় যত্রতত্র জমা জলে মশার প্রাদুর্ভাব বাড়ায় এই সংক্রমন ছড়িয়ে পড়ছে। এর জেরে জেলা জুড়ে ক্রমশ বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা।

06 July 2025 09:30 AM

Nandigram: নন্দীগ্রাম উত্তর-পশ্চিম বরাবর মঙ্গল চক হিজলি টাইডেল ক্যানেলের জলে আজ সকালে একটি অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ ভেসে উঠতে দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ১১ ফুকার দক্ষিণ পাশে ক্যানেলের জলে প্রথম দেহটি দেখতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃতদেহটি বেশ কিছুদিন আগের বলে মনে হচ্ছে। এখনও পর্যন্ত মৃতার পরিচয় জানা যায়নি। স্থানীয়দের অনুমান, ওই মহিলা স্থানীয় নন, বাইরে থেকে ভেসে এসে দেহটি এখানে ঠেকেছে। খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।কীভাবে এই ঘটনা ঘটল বা মৃতদেহ এখানে এল, তা ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম কৌতূহল এবং উদ্বেগ তৈরি হয়েছে।

06 July 2025 09:30 AM

Bhangar: দিকে দিকে বিভিন্ন কলেজে মনোজিত্‍-মডেল! ভাঙড় কলেজে অস্থায়ী পদে তৃণমূল নেতা কর্মীরা। ভাঙড় কলেজে অস্থায়ী কর্মী ৮ তৃণমূল নেতা-কর্মী। কীভাবে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ? তৃণমূল নেতা-কর্মীদের কেন বেছে বেছে নিয়োগ?

06 July 2025 09:30 AM

Baruipur: দারিদ্র্যের করুণ চিত্র আরও একবার সামনে এল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশন চত্বরে। শনিবার সন্ধ্যায় সেখানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বৃদ্ধ দম্পতি—সন্ন্যাসী কর্মকার (৭০) ও তাঁর স্ত্রী ঝর্ণা কর্মকার (৬৫)। স্থানীয়দের নজরে আসতেই খবর যায় জিআরপির কাছে। পুলিস তাঁদের উদ্ধার করে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসায় সন্ন্যাসী কর্মকার কিছুটা সুস্থ হলেও, তাঁর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

06 July 2025 09:15 AM

Raiganj: ধর্ষণে অভিযুক্ত জামিনে মুক্তি পেয়ে ফের হুমকি!  জামিনে মুক্তি পেয়ে ফের ধর্ষণের ‘হুমকি’। রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের ‘নির্যাতিতা’র। অভিযুক্ত যুবক স্থানীয় বিজেপি কর্মী। ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি কর্মীকে। নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট জমা না দেওয়ায় জামিন। পুলিসের পক্ষ থেকে মেডিক্যাল রিপোর্ট জমায় দেরি। জামিনে মুক্ত হয়ে ফের ধর্ষণের ‘হুমকি’ অভিযুক্তের।

Read More