Home> দেশ
Advertisement

Breaking News Live Update: শহর জুড়ে জল যন্ত্রণার ছবি! রেল লাইনে ভরাডুবি, দেরিতে চলছে একাধিক ট্রেন...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News Live Update: শহর জুড়ে জল যন্ত্রণার ছবি! রেল লাইনে ভরাডুবি, দেরিতে চলছে একাধিক ট্রেন...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES--

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

08 July 2025
08 July 2025 10:15 AM

Ranaghat: জল যন্ত্রনা রানাঘাট শহরে গৃহবন্দী একাধিক পরিবার, বাড়িতে ঢুকে গিয়েছে জল বেশ কয়েকদিনের বৃষ্টিতে জল দাঁড়িয়েছে এলাকায় , জমা জল থেকে বের হচ্ছে দুর্গন্ধ। খুবই ফেটে পড়ছেন এলাকাবাসীরা। জানা যায় রানাঘাট পৌরসভার 11 নম্বর ওয়ার্ড শরৎপল্লী এলাকায় বৃষ্টির জলে গৃহবন্দি হয়ে পড়েছেন প্রায় 30 টিরও বেশি পরিবার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুধু বৃষ্টির জল নয় রানাঘাট শহরের একাধিক জায়গার নোংরা জল এসে মিশেছে এই জলে ফলে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। বিগত বেশ কয়েক বছর ধরে এই সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, তাদের দাবি একটু বৃষ্টি হলেই এখানে জল দাঁড়ায়, জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হয় তাদের। পৌরসভা কে জানিও মেনেনি সুরাহা। বাধ্য হয়ে এই নোংরা জলের পার হয়ে যেতে হয় বাজার ঘাট , স্কুল কলেজ ।

08 July 2025 10:00 AM

Leopard: আবার চিতাবাঘের আতঙ্ক চাবাগানে। এবার মেটেলি ব্লকের ইংডং চাবাগানের রাস্তায় দেখা মিললো একটি চিতাবাঘের। রাতের অন্ধকারে চাবাগানের ঝোপ থেকে বেরিয়ে নির্ভয়ে রাস্তা পার হয়ে যায় ওই বন্যপ্রাণী। রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় এক স্থানীয় ব্যক্তি সেই মুহূর্তটি ক্যামেরায় বন্দি করেন। ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি প্রায়শই দিনের বেলাতেও চিতাবাঘের দেখা মিলছে চাবাগানে। কখনও চা গাছে, কখনও বা জঙ্গলের ধারে, চিতাবাঘ ঘোরাফেরা করছে বলেই দাবি করছেন চা শ্রমিকরা। এতে করে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই পরিস্থিতিতে বন দপ্তরের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে চাবাগানের রাস্তাগুলি ব্যবহার না করাই শ্রেয়। বিশেষ করে সাইকেল বা বাইকে চলাচল থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে শ্রমিক ও স্থানীয়দের।

08 July 2025 09:45 AM

Jhargram: একটানা বৃষ্টি তে ফের জন জীবন বির্পযস্ত ঝাড়গ্রাম জেলা জুড়ে। এমনিতেই এবার টানা বৃষ্টি। তার সাথে গত কাল যে বৃষ্টি শুরু হয়েছে আজও অনবরত হয়েনচলেছে। ফলে জেলার একাধিক নদী, ওনদীখালের উপরবথাকা কজওয়ে প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। ডুলুং নদীর জল বেরে জাম্বনী ব্লকের একাংশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম জেলার। ঢোলভাঙা কজওয়ের উপর জল বয়ে যাওয়ায় বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার একাংশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। একিরকম সাকরাইল,গোপীবল্লভ পুর ব্লকের অবস্থা প্রায় একি রকম। ডুলুং, সুবর্নরেখা, নদীরজল বারায় যেকোনো সময় বিচ্ছিন্ন হবে যোগাযোগ। নদী পার্শ্ববর্তী এলাকার লোকেদের সাবধান করা হয়েছে। একটানা বৃষ্টি তে সমস্যায় সাধারণ মানুষ। রাস্তা ঘাটের অবস্তা অত্যন্ত খারাপ। জল জমে আছে ভাঙা রাস্তা।

08 July 2025 09:45 AM

Rg Kar Hpspital: বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। ফের বিতর্কে আরজি কর হাসপাতাল। হাসপাতালে বিক্ষোভ রোগীর আত্মীয়দের। চিকিৎসা না করে রোগীকে ফেলে রাখার অভিযোগ। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এক যুবক। বিধান নগর ও দমদম স্টেশনের মাঝে দুর্ঘটনা। দুর্ঘটনার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়
হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি গোপালকে। 

08 July 2025 09:45 AM

TRUMP ON INDIA PAK: ভারত-পাক সংঘাতের মধ্যে ফের মোড়লগিরি ট্রাম্পের। ভারত-পাক সংঘাত বন্ধে ফের ক্রেডিট নেওয়ার চেষ্টা। অনেক লড়াই বন্ধ করার কথাও বলেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য দিয়ে লড়াই বন্ধ করার কথা বলেন ট্রাম্প। পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল:ট্রাম্প। বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়ে সংঘাত বন্ধ করেছি:ট্রাম্প

08 July 2025 09:45 AM

NABANNA ABHIJAN: চাকরি ফেরতের দাবিতে এবার 'নবান্ন চলো'। নবান্ন অভিযানের ডাক চাকরিহারা শিক্ষাকর্মীদের। চাকরি ফেরত, যোগ্যদের তালিকা প্রকাশের দাবি। চাকরিতে পুনর্বহাল সহ ৪ দফা দাবি চাকরিহারাদের। নবান্ন অভিযান রুখতে বাড়তি তত্‍পর পুলিস। 

08 July 2025 09:45 AM

SFI ABHIJAN0: কসবা, নরহিংস কলেজ নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। আজ কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান SFI-এর। কলজে-কলেজে ছাত্রভোটের দাবিতেও সরব SFI। ক্যাম্পাসে প্রতিবাদের আঁচ, পথে নামছে কংগ্রেসও। ছাব্বিশের আগে কসবাকাণ্ডে বাড়ছে প্রতিবাদ। 

Read More