Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: আর্থিক প্রতারণা মামলায় শহরের একাধিক ঠিকানায় ইডির হানা!

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: আর্থিক প্রতারণা মামলায় শহরের একাধিক ঠিকানায় ইডির হানা!
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

11 July 2025
11 July 2025 09:00 AM

South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা টু গ্রাম পঞ্চায়েতের বামন খালি ২৬ নম্বর বুথে ডিলার মোড় থেকে টেংরা মারীর খাল পর্যন্ত দীর্ঘ ২২০০ মিটারের মধ্যে এক কিলোমিটার রাস্তা হওয়ার পর বাকি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। যার ফলে প্রতি নিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে স্থানীয় মানুষজনকে স্কুলে যেতে পারছে না ছাত্রছাত্রীরা বেশ কয়েকজন ওই রাস্তায় পড়ে গিয়ে আহত হওয়ার । আর সেই নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা। আর এই খবর জি ২৪ ঘণ্টা দেখানো হয়, সেই খবর গিয়ে পৌঁছায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার কাছে ,তিনি নির্দেশ দেয় ওই রাস্তা রিপিয়ারিং জন্য এরপর তিনি নিজে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন এবং আহতদের ভিক্ষুক কারীদের সঙ্গে দেখা করেন এছাড়াও ওই এলাকায় সাধারণ মানুষের একাধিক অভিযোগের কথা সোনার পর এই রাস্তা দ্রুত ঢালাই রাস্তা হবে বলে আশ্বাস দেন মন্ত্রীর এই আশ্বাস পেয়ে খুশি এলাকাবাসীরা। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় মন্ত্রী।

11 July 2025 09:00 AM

Purulia: বুনো হাতির দলের আতঙ্কে গৃহবন্দি একাধিক গ্রামের মানুষ। বন্ধ স্বাভাবিক জনজীবন। গত কয়েকদিন আগে ঝাড়খন্ড থেকে ১০-১২ টি হাতির একটি দল অযোধ্যা পাহাড় লাগোয়া হেসাডি গ্রাম সংলগ্ন জঙ্গলে প্রবেশ করে। সঙ্গে রয়েছে দুটি হস্তি শাবকও। বুনো হাতির দলটি হেসাডি, বাঁধডি সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিঘার পর বিঘা সব্জির ফসল, ধানের চারাগাছ মাড়িয়ে দেয়। দুমড়ে মুচড়ে দিয়েছে এলাকার আম বাগানের গাছ, কাঁঠাল গাছ। প্রাণভয়ে বাড়ির বাইরে বেরোতে পারছেন না সাধারণ মানুষজন। এলাকায় মোতায়েন করা হয়েছে বনকর্মী ও হুলা পার্টিকে। এলাকায় মাইকিং করে সচেতনতার প্রচার চালানো হচ্ছে। জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে গ্রামবাসীদের। হাতির দলের গতিবিধির উপর নজর রাখছে পুরুলিয়ার বনকর্মীরা। 

11 July 2025 09:00 AM

Jalpaiguri: চার চাকা ছোটো পন্যবাহী গাড়ির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক চালক। দুর্ঘটনায় দুমড়ে মুছেরে যায় মোটরবাইক। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি- নাথুয়া রাজ্য সড়কের কালিরহাট সংলগ্ন মাগুরমারি পাইকার পাড়া এলাকায়।

11 July 2025 09:00 AM

Purulia: শিলাবতী নদীতে স্নান করতে গিয়ে জলের তোড়ে ভেসে যায় যুবক । একদিন পর আজ সকালে তল্লাশি অভিযান চালিয়ে নদী থেকে যুবকের ভাসমান দেহ উদ্ধার করলো বিপর্যয় মোকাবিলা দপ্তর। মৃত যুবকের নাম রাকেশ দত্ত (২২) । বাড়ি পুরুলিয়ার পুঞ্চা থানার পোড়াডি গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  

11 July 2025 09:00 AM

Bhangar: ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খানের খুনে চাঞ্চল্য। রাতেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিস কমিশনার। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি স্পট ভিজিট করেন এবং ভাঙড় থানায় বৈঠক করেন। কমিশনার জানান, রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে এই ঘটনা ঘটেছে। যদিও ঘটনাস্থল ভাঙড় থানার সীমানার খুব কাছে, তা উত্তর কাশীপুর থানার অন্তর্গত। তদন্ত শুরু করেছে জেলা পুলিস।

11 July 2025 09:00 AM

Vegetable Price Hike: জুনের শেষ দিকে প্রায় সমস্ত সবজি মধ্যবিত্তের মোটামুটি আয়ত্বের মধ্যে ছিল। জুলাইয়ের ১০ তারিখ তার অনেকগুলোই আয়ত্বের বাইরে। কলকাতার কোনও বাজারেই ৫০ টাকার নীচে কোনো সবজি নেই। যে চিচিঙ্গে সপ্তাহ দেড়েক আগে ছিল ২০ থেকে ২৫ টাকা কেজি, গত সোমবার সেটাই ৫০ টাকা ছাড়িয়ে গিয়েছে। নামের মধ্যে গুণ না থাকলেও বেগুন কার্যত ধরাছোঁয়ার বাইরে। জুলাইয়ের শুরুতে যে বেগুন ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছিল সেই সাধারণ বেগুন এই মুহূর্তে ১০০ থেকে ১২০ টাকা কেজি। একটু ভালো হলেই দাম পৌঁছচ্ছে ১৫০-১৭০ টাকায়। বেস্ট কোয়ালিটির বেগুন ২০০ ছুঁই ছুঁই। আলু পেঁয়াজ রসুন কাঁচালঙ্কার মূল্যও ঊর্ধ্বমুখী।

11 July 2025 08:45 AM

ED Raid in Kolkata: মুকুন্দপুর এলাকার উত্তলিকা স্কাই রাইজ বিল্ডিংয়ের ২০ তলার ১৭ নম্বর ফ্ল্যাটের আসল মালিক বিশাখা ব্যানার্জি। তবে তিনি বহু বছর হল বাইরে থাকেন। তার ফ্ল্যাট ভাড়ায় দেওয়া। ইডি এই ফ্ল্যাটে লেসলি অ্যান্থনি নামে এক ব্যক্তির খোঁজে এসেছে। ফ্ল্যাট টি লেলসি ভাড়া নিয়েছিল প্রায় বছর খানেক আগে। পরে লেসলি অ্যান্থনি নিজেও এই ফ্ল্যাট ছেড়ে অন্য ঠিকানায় চলে যান। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত একটি বড় অঙ্কের আর্থিক তছরুপ মামলায় তার নাম উঠে এসেছে।

 

Read More